Ajker Patrika

ভোলায় ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৬

প্রতিনিধি, ভোলা
ভোলায় ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৬

ভোলা জেলায় করোনা সংক্রমণ রোগীর সংখ্যা ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে উপকূলের মানুষ। ভোলায় ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানায়। এ ছাড়া একদিনে ভোলায় ৩৯৭ জনের নমুনা পরীক্ষা করে ১৫৬ জন করোনা শনাক্ত হয়েছে।

ভোলা সদর উপজেলায় তিনজন ও মনপুরা উপজেলায় একজনের মৃত্যু হয়েছে। গত ১ আগস্ট থেকে ৫ আগস্ট পর্যন্ত ৬ দিনে করোনায় ১৫ জনের মৃত্যু হলো। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪৯ জনে। এদের মধ্যে ভোলা সদরে ৩৬ জন, দৌলতখানে চারজন, বোরহানউদ্দিনে দুজন, লালমোহনে চারজন, চরফ্যাশনে চারজন ও মনপুরায় একজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৭৪১ জন। ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলায় ৮৬ জন, দৌলতখানে ১৮ জন, বোরহানউদ্দিনে ১১ জন, লালমোহনে ১৮ জন, চরফ্যাশনে ১৫ জন, তজুমদ্দিনে ৩ জন ও মনপুরায় ৫ জন করোনা পজিটিভ রয়েছে। করোনায় এ পর্যন্ত সুস্থ হয়েছে ২ হাজার ৬৮৩ জন।

এ বিষয়ে সিভিল সার্জন ডাক্তার কে এম শফিকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ভোলায় করোনা সংক্রমণ রোগীর সংখ্যা বাড়ছে। তিনি আরও বলেন, এ জেলার অনেক মানুষ মাস্ক পরেনা। এ ছাড়া করোনা সংক্রমণ রোগীরা লক্ষ্মণ গোপন করে চিকিৎসা নিচ্ছেন। ফলে স্বাস্থ্যকর্মীরাও আক্রান্ত হচ্ছেন। মারাও যাচ্ছেন। যারা করোনায় আক্রান্ত তারা কোয়ারেন্টিনে না থেকে তার আগেই বের হয়ে যাচ্ছে। এ থেকে রক্ষা পেতে হলে সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল যুক্তরাষ্ট্র

শেখ হাসিনার ‘ফেরার পরিকল্পনা’ ঘিরে গোপন বৈঠক, গ্রেপ্তার ২২ নেতা-কর্মী কারাগারে

পর্যটকদের জন্য দ্বার খুলে দিচ্ছে বিশ্বের অন্যতম নিঃসঙ্গ একটি দেশ

সোশ্যাল মিডিয়ায় বিবাদে জড়ালেন বাঁধন ও সাবা

ভারতের চেয়ে শুল্ক কম, ব্যবসায়ীরা সরকারকে কৃতজ্ঞতা জানাবে—আশা তৈয়্যবের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত