প্রতিনিধি, খুলনা
খুলনা বিভাগে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যুর মিছিল। করোনাভাইরাসের গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬০ জনের। একই সময়ে করোনায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৯১ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা ৭১ হাজার ছাড়াল। আর মৃত্যু হয়েছে ১ হাজার ৫৯৩ জনের। আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ১৩ জন, নড়াইলে সাতজন, যশোর ও চুয়াডাঙ্গায় ছয়জন, মেহেরপুরে পাঁচজন, মাগুরায় চারজন, ঝিনাইদহে তিনজন ও বাগেরহাটে দুজন মারা গেছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ৪৩১ জনের। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ৭৮৬ জনের। মারা গেছেন ৪১৬ জন এবং সুস্থ হয়েছেন ১২ হাজার ৭৬৪ জন।
এ ছাড়া বাগেরহাটে ১৪৪ জন, সাতক্ষীরায় ১৫৭ জন, যশোরে ১৩৯ জন, নড়াইলে ৫১ জন, মাগুরায় ৮১ জন, ঝিনাইদহে ১৪৭ জন, কুষ্টিয়ায় ২৪৫ জন, চুয়াডাঙ্গায় এবং মেহেরপুরে ৫৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে রোববার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৭১ হাজার ৫৫০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৯৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ হাজার ২৯৯ জন।
এদিকে চিকিৎসকেরা বলছেন করোনার দ্বিতীয় ঢেউয়ে গ্রাম পর্যায়ে ছড়িয়ে পড়েছে ডেলটা ভ্যারিয়েন্ট। যে কারণে সংক্রমণ বাড়ছে আশঙ্কাজনকভাবে।
এ ব্যাপারে খুলনা করোনা ইউনিটের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, শনাক্তের ৭৮ শতাংশ ডেলটা ভ্যারিয়েন্ট। যে কারণে সংক্রমণ বাড়ছে। হাসপাতালগুলোতে রোগীর চাপ বেশি।
এদিকে সিভিল সার্জন ডা. নিয়াজ মো. বলেন, মানুষ যদি সচেতন না হয়, যদি মাস্ক ব্যবহার না করে, স্বাস্থ্য বিধি না মানে তা হলে করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয়। করোনা নিয়ন্ত্রণের জন্য স্বাস্থ্য বিধি মানতে হবে।
খুলনা বিভাগে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যুর মিছিল। করোনাভাইরাসের গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬০ জনের। একই সময়ে করোনায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৯১ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা ৭১ হাজার ছাড়াল। আর মৃত্যু হয়েছে ১ হাজার ৫৯৩ জনের। আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ১৩ জন, নড়াইলে সাতজন, যশোর ও চুয়াডাঙ্গায় ছয়জন, মেহেরপুরে পাঁচজন, মাগুরায় চারজন, ঝিনাইদহে তিনজন ও বাগেরহাটে দুজন মারা গেছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ৪৩১ জনের। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ৭৮৬ জনের। মারা গেছেন ৪১৬ জন এবং সুস্থ হয়েছেন ১২ হাজার ৭৬৪ জন।
এ ছাড়া বাগেরহাটে ১৪৪ জন, সাতক্ষীরায় ১৫৭ জন, যশোরে ১৩৯ জন, নড়াইলে ৫১ জন, মাগুরায় ৮১ জন, ঝিনাইদহে ১৪৭ জন, কুষ্টিয়ায় ২৪৫ জন, চুয়াডাঙ্গায় এবং মেহেরপুরে ৫৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে রোববার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৭১ হাজার ৫৫০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৯৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ হাজার ২৯৯ জন।
এদিকে চিকিৎসকেরা বলছেন করোনার দ্বিতীয় ঢেউয়ে গ্রাম পর্যায়ে ছড়িয়ে পড়েছে ডেলটা ভ্যারিয়েন্ট। যে কারণে সংক্রমণ বাড়ছে আশঙ্কাজনকভাবে।
এ ব্যাপারে খুলনা করোনা ইউনিটের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, শনাক্তের ৭৮ শতাংশ ডেলটা ভ্যারিয়েন্ট। যে কারণে সংক্রমণ বাড়ছে। হাসপাতালগুলোতে রোগীর চাপ বেশি।
এদিকে সিভিল সার্জন ডা. নিয়াজ মো. বলেন, মানুষ যদি সচেতন না হয়, যদি মাস্ক ব্যবহার না করে, স্বাস্থ্য বিধি না মানে তা হলে করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয়। করোনা নিয়ন্ত্রণের জন্য স্বাস্থ্য বিধি মানতে হবে।
ঝিনাইদহ শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান দুটি পথ বন্ধ করে শহীদ মিনার গোলচত্বর সড়কে সংস্কারকাজ চলছে। এতে অতিরিক্ত আধা থেকে এক কিলোমিটার ঘুরে শহরে যাওয়া-আসা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে লোকজনকে।
১ ঘণ্টা আগেপাবনার ফরিদপুর উপজেলায় অন্তত আড়াই শ কারখানায় তৈরি হচ্ছে অবৈধ চায়না দুয়ারি জাল। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কারখানায় অবাধে তৈরি হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। খোঁজ নিয়ে জানা গেছে, এই এলাকার তৈরি করা জাল বিক্রি করা হচ্ছে চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলে। জলজ জীববৈচিত্র্যের জন্য চায়না দুয়ারি জাল...
১ ঘণ্টা আগেখুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস পরীক্ষা বর্জনের...
২ ঘণ্টা আগেকক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের কৃষক মোহাম্মদ আলী (৫০) চলতি বোরো মৌসুমে স্থানীয় মাছকারিয়া বিলে ৫ একর জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। ধানও পেকে উঠেছে। বৈশাখের মাঝামাঝিতে ধান কাটার প্রস্তুতি ছিল তাঁর। তবে বৃষ্টিতে জমির পাশের পাহাড়ে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের বর্জ্য এসে তাঁর অধিকাংশ পাকা..
২ ঘণ্টা আগে