Ajker Patrika

খুলনা বিভাগে করোনায় আরও ৬০ জনের মৃত্যু

প্রতিনিধি, খুলনা
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১১: ৩৮
খুলনা বিভাগে করোনায় আরও ৬০ জনের মৃত্যু

খুলনা বিভাগে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যুর মিছিল। করোনাভাইরাসের গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬০ জনের। একই সময়ে করোনায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৯১ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা ৭১ হাজার ছাড়াল। আর মৃত্যু হয়েছে ১ হাজার ৫৯৩ জনের। আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ১৩ জন, নড়াইলে সাতজন, যশোর ও চুয়াডাঙ্গায় ছয়জন, মেহেরপুরে পাঁচজন, মাগুরায় চারজন, ঝিনাইদহে তিনজন ও বাগেরহাটে দুজন মারা গেছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ৪৩১ জনের। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ৭৮৬ জনের। মারা গেছেন ৪১৬ জন এবং সুস্থ হয়েছেন ১২ হাজার ৭৬৪ জন।

এ ছাড়া বাগেরহাটে ১৪৪ জন, সাতক্ষীরায় ১৫৭ জন, যশোরে ১৩৯ জন, নড়াইলে ৫১ জন, মাগুরায় ৮১ জন, ঝিনাইদহে ১৪৭ জন, কুষ্টিয়ায় ২৪৫ জন, চুয়াডাঙ্গায় এবং মেহেরপুরে ৫৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। 

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে রোববার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৭১ হাজার ৫৫০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৯৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ হাজার ২৯৯ জন।

এদিকে চিকিৎসকেরা বলছেন করোনার দ্বিতীয় ঢেউয়ে গ্রাম পর্যায়ে ছড়িয়ে পড়েছে ডেলটা ভ্যারিয়েন্ট। যে কারণে সংক্রমণ বাড়ছে আশঙ্কাজনকভাবে। 

এ ব্যাপারে খুলনা করোনা ইউনিটের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, শনাক্তের ৭৮ শতাংশ ডেলটা ভ্যারিয়েন্ট। যে কারণে সংক্রমণ বাড়ছে। হাসপাতালগুলোতে রোগীর চাপ বেশি।

এদিকে সিভিল সার্জন ডা. নিয়াজ মো. বলেন, মানুষ যদি সচেতন না হয়, যদি মাস্ক ব্যবহার না করে, স্বাস্থ্য বিধি না মানে তা হলে করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয়। করোনা নিয়ন্ত্রণের জন্য স্বাস্থ্য বিধি মানতে হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত