প্রতিনিধি, রাজশাহী
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে ২৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মারা যান।
এর আগে গত ২৮ থেকে ২৯ জুন পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু হয়েছিল। ২৪ ঘণ্টায় এটিই সর্বোচ্চ মৃত্যু। চলতি মাসে রামেক হাসপাতালে মোট ২৪৮ জনের মৃত্যু হলো। গেল জুনে মারা গেছেন ৪০৫ জন।
আজ বুধবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে বলা হয়, নতুন করে মারা যাওয়া ২৫ জনের মধ্যে ১২ জন রাজশাহীর। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবনার তিনজন করে; নওগাঁর দুজন এবং কুষ্টিয়া ও যশোরের একজন করে রোগী মারা গেছেন।
তাঁদের মধ্যে রাজশাহীর তিন, চাঁপাইনবাবগঞ্জের দুই এবং পাবনা ও যশোরের একজন করে মোট সাতজন করোনা পজিটিভ ছিলেন। রাজশাহীর দুজন এবং নওগাঁ ও নাটোরের একজন করে রোগীর করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ওয়ার্ডে মারা গেছেন।
আর ১৪ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। তাঁদের মধ্যে রাজশাহীর সাতজন, নাটোর ও পাবনার দুজন করে এবং চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও কুষ্টিয়ার একজন করে রোগী ছিলেন।
মৃতদের মধ্যে ১৫ জন পুরুষ ও ১০ জন নারী। তাঁদের মধ্যে ২১-৩০ বছরের মধ্যে একজন পুরুষ, ৩১-৪০ বছরের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী; ৪১-৫০ বছরের মধ্যে তিনজন পুরুষ ও চারজন নারী; ৫১-৬০ বছরের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী এবং ষাটোর্ধ্ব ছয়জন পুরুষ ও তিনজন নারী ছিলেন।
হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ছয়জন রোগী মারা গেছেন ৪ নম্বর ওয়ার্ডে। এ ছাড়া নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চারজন, ২৯, ৩০, ৩ ও ২২ নম্বর ওয়ার্ডে একজন করে; ১৫, ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডে দুজন করে এবং ১৪ ও ২৫ নম্বর ওয়ার্ডে তিনজন করে রোগী মারা গেছেন।
হাসপাতালটিতে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪৫৪টি। বুধবার সকালে ভর্তি ছিলেন ৫০০ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭২ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন।
আজ বুধবার সকালে রাজশাহীর ২৭১, চাঁপাইনবাবগঞ্জের ২৯, নাটোরের ৬৫, নওগাঁর ৪৭, পাবনার ৬৪, কুষ্টিয়ার ১৬, চুয়াডাঙ্গার ৩, জয়পুরহাটের দুজন এবং মেহেরপুর, ঝিনাইদহ ও বগুড়ার একজন করে রোগী ভর্তি ছিলেন। তাঁদের মধ্যে ২৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর ১৯৪ জন ছিলেন করোনার উপসর্গ নিয়ে। এ ছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৭৪ জন।
রাজশাহীর সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর মিলে মঙ্গলবার জেলায় মোট ১ হাজার ৪৭১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ২৭৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১৮ দশমিক ৮৩ শতাংশ। আর শুধু রাজশাহীর দুটি আরটি-পিসিআর ল্যাবে শনাক্তের হার ৩৪ দশমিক ৬৫ শতাংশ।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে ২৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মারা যান।
এর আগে গত ২৮ থেকে ২৯ জুন পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু হয়েছিল। ২৪ ঘণ্টায় এটিই সর্বোচ্চ মৃত্যু। চলতি মাসে রামেক হাসপাতালে মোট ২৪৮ জনের মৃত্যু হলো। গেল জুনে মারা গেছেন ৪০৫ জন।
আজ বুধবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে বলা হয়, নতুন করে মারা যাওয়া ২৫ জনের মধ্যে ১২ জন রাজশাহীর। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবনার তিনজন করে; নওগাঁর দুজন এবং কুষ্টিয়া ও যশোরের একজন করে রোগী মারা গেছেন।
তাঁদের মধ্যে রাজশাহীর তিন, চাঁপাইনবাবগঞ্জের দুই এবং পাবনা ও যশোরের একজন করে মোট সাতজন করোনা পজিটিভ ছিলেন। রাজশাহীর দুজন এবং নওগাঁ ও নাটোরের একজন করে রোগীর করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ওয়ার্ডে মারা গেছেন।
আর ১৪ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। তাঁদের মধ্যে রাজশাহীর সাতজন, নাটোর ও পাবনার দুজন করে এবং চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও কুষ্টিয়ার একজন করে রোগী ছিলেন।
মৃতদের মধ্যে ১৫ জন পুরুষ ও ১০ জন নারী। তাঁদের মধ্যে ২১-৩০ বছরের মধ্যে একজন পুরুষ, ৩১-৪০ বছরের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী; ৪১-৫০ বছরের মধ্যে তিনজন পুরুষ ও চারজন নারী; ৫১-৬০ বছরের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী এবং ষাটোর্ধ্ব ছয়জন পুরুষ ও তিনজন নারী ছিলেন।
হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ছয়জন রোগী মারা গেছেন ৪ নম্বর ওয়ার্ডে। এ ছাড়া নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চারজন, ২৯, ৩০, ৩ ও ২২ নম্বর ওয়ার্ডে একজন করে; ১৫, ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডে দুজন করে এবং ১৪ ও ২৫ নম্বর ওয়ার্ডে তিনজন করে রোগী মারা গেছেন।
হাসপাতালটিতে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪৫৪টি। বুধবার সকালে ভর্তি ছিলেন ৫০০ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭২ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন।
আজ বুধবার সকালে রাজশাহীর ২৭১, চাঁপাইনবাবগঞ্জের ২৯, নাটোরের ৬৫, নওগাঁর ৪৭, পাবনার ৬৪, কুষ্টিয়ার ১৬, চুয়াডাঙ্গার ৩, জয়পুরহাটের দুজন এবং মেহেরপুর, ঝিনাইদহ ও বগুড়ার একজন করে রোগী ভর্তি ছিলেন। তাঁদের মধ্যে ২৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর ১৯৪ জন ছিলেন করোনার উপসর্গ নিয়ে। এ ছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৭৪ জন।
রাজশাহীর সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর মিলে মঙ্গলবার জেলায় মোট ১ হাজার ৪৭১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ২৭৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১৮ দশমিক ৮৩ শতাংশ। আর শুধু রাজশাহীর দুটি আরটি-পিসিআর ল্যাবে শনাক্তের হার ৩৪ দশমিক ৬৫ শতাংশ।
ঝিনাইদহ শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান দুটি পথ বন্ধ করে শহীদ মিনার গোলচত্বর সড়কে সংস্কারকাজ চলছে। এতে অতিরিক্ত আধা থেকে এক কিলোমিটার ঘুরে শহরে যাওয়া-আসা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে লোকজনকে।
২ ঘণ্টা আগেপাবনার ফরিদপুর উপজেলায় অন্তত আড়াই শ কারখানায় তৈরি হচ্ছে অবৈধ চায়না দুয়ারি জাল। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কারখানায় অবাধে তৈরি হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। খোঁজ নিয়ে জানা গেছে, এই এলাকার তৈরি করা জাল বিক্রি করা হচ্ছে চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলে। জলজ জীববৈচিত্র্যের জন্য চায়না দুয়ারি জাল...
২ ঘণ্টা আগেখুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস পরীক্ষা বর্জনের...
২ ঘণ্টা আগেকক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের কৃষক মোহাম্মদ আলী (৫০) চলতি বোরো মৌসুমে স্থানীয় মাছকারিয়া বিলে ৫ একর জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। ধানও পেকে উঠেছে। বৈশাখের মাঝামাঝিতে ধান কাটার প্রস্তুতি ছিল তাঁর। তবে বৃষ্টিতে জমির পাশের পাহাড়ে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের বর্জ্য এসে তাঁর অধিকাংশ পাকা..
২ ঘণ্টা আগে