দারুণ শুরুর পরও সেশনটা বাংলাদেশের হলো না
তৃতীয় দিনের শুরুর সেশনটা উভয় দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশের প্রয়োজন ছিল উইকেট, শ্রীলঙ্কার প্রয়োজন ছিল টিকে থাকা। দারুণ শুরুর পরও সেটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। উইকেটে টিকে থেকে সেশনটা কাটিয়ে দিয়েছে লঙ্কানরা...