Ajker Patrika

নিরাপত্তা শঙ্কায় গলেই হবে শেষ টেস্ট 

আপডেট : ১৬ জুলাই ২০২২, ১৯: ১১
নিরাপত্তা শঙ্কায় গলেই হবে শেষ টেস্ট 

আর্থিক ও রাজনৈতিকভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কা নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে আগেই। জনসাধারণের বিক্ষোভের মুখে দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।

তবে দেশটির বাণিজ্যিক রাজধানী ও বৃহত্তম শহর কলম্বোয় বিক্ষোভ থামেনি এখনো। এ কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের ভেন্যু বদল করেছে। সিরিজ নির্ধারণী টেস্টটি কলম্বোয় না হয়ে গলেই হবে। এখানে আজ শুরু হয়েছে দুই দলের প্রথম টেস্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্যসমাপ্ত দুই টেস্টের সিরিজও নিজেদের দুর্গ খ্যাত গলেই খেলেছে লঙ্কানরা।

বিক্ষোভের দামামা সবচেয়ে বেশি কলম্বোয় হওয়ায় শেষ টেস্ট গলেই রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে এসএলসি। এই ম্যাচ শুরু হবে ২৪ জুলাই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক মুখপাত্র বলেছেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অনুরোধ আমরা মেনে নিয়েছি।’

কলম্বো যদি শ্রীলঙ্কার রাজনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার কেন্দ্রবিন্দু হয়, তাহলে এ মুহূর্তে গল হচ্ছে ক্রিকেটের কেন্দ্রবিন্দু। শ্রীলঙ্কা তাদের বেশির ভাগ আন্তর্জাতিক ম্যাচ খেলছে গলে। এর আগে কখনোই টানা ৪ টেস্ট একই ভেন্যুতে খেলেনি তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত