পাথুম নিশানকা-কুশল মেন্ডিসের রেকর্ড জুটিতে (১৭০ *) কলম্বোয় গত রাতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকেরা এগিয়ে গেছে ২-১ ব্যবধানে।
সরকারের সীমাহীন দুর্নীতিতে চরম অর্থনৈতিক সংকটে ভুগতে থাকা লঙ্কানদের এ জয় একটু হলেও মুখে হাসি ফোটানোর উপলক্ষ এনে দিয়েছে। সেটির সঙ্গে আবার বাড়তি ‘মজাদার মসলা’ যোগ করেছেন কুমার ধর্মসেনা।
আইসিসির এলিট প্যানেলের এ আম্পায়ার ম্যাচ চলাকালীন আরেকটু হলেই বল মুঠোবন্দী করতে যাচ্ছিলেন।
হাসির খোরাক জোগানো দৃশ্যটি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাদের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট করতেই ক্রিকেটপ্রেমীদের বিস্তর প্রতিক্রিয়া দেখা যায়। বাদ যাননি ধারাভাষ্যকার ও ধর্মসেনার সাবেক সতীর্থ রাসেল আরনল্ডও।
অস্ট্রেলিয়া কাল আগে ব্যাট করে ৬ উইকেটে ২৯১ রান তুলেছে। অজিদের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেছে ট্রাভিস হেড। তিনটি করে চার-ছক্কায় সাজানো ইনিংসে হেড স্কয়ার লেগে একটি শট খেললে বল উড়ে যায় সেখানে থাকা আম্পায়ার ধর্মসেনার দিকে। সে সময় ফিল্ডারদের মতো ক্যাচ ধরার ভঙ্গিমায় দুই হাত সামনে নিয়ে আসেন তিনি। শেষ মুহূর্তে অবশ্য নিজের ভূমিকার কথা মনে পড়ে যায় তাঁর। সে কারণে ক্যাচ ধরার যথার্থ চেষ্টা করেও হাত সরিয়ে নেন।
আইসিসির দুইবারের বর্ষসেরা আম্পায়ার ধর্মসেনা নিজেও ছিলেন ক্রিকেটার। শ্রীলঙ্কার হয়ে ১৪১ ওয়ানডে ও ৩১ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। অফব্রেক বোলিং করে নিয়েছেন ২০৭ উইকেট।
২০০৬ সালে খেলোয়াড়ি জীবনকে বিদায় বলার বছরেই ‘নতুন পেশা’ হিসেবে আম্পায়ারিংকে বেছে নেন ধর্মসেনা। কাল তাঁর এমন কাণ্ড দেখে এক ভক্তের টুইট, ‘ধর্মসেনা হয়তো ভুলে গিয়েছিলেন তিনি আর শ্রীলঙ্কার ক্রিকেটার নন।’
অনেকের দাবি, ধর্মসেনা নিজের খেলোয়াড়ি জীবনের দিনগুলো এখনো মিস করেন। আরেকজনের মন্তব্য, ‘এক মুহূর্তের জন্য ব্যাটারের (হেডের) প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল।’
আর ধারাভাষ্যকার আরনল্ড তাঁর প্রতিক্রিয়ায় হাসিতে ফেটে পড়ার ইমোজি পোস্ট করেছেন।
পাথুম নিশানকা-কুশল মেন্ডিসের রেকর্ড জুটিতে (১৭০ *) কলম্বোয় গত রাতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকেরা এগিয়ে গেছে ২-১ ব্যবধানে।
সরকারের সীমাহীন দুর্নীতিতে চরম অর্থনৈতিক সংকটে ভুগতে থাকা লঙ্কানদের এ জয় একটু হলেও মুখে হাসি ফোটানোর উপলক্ষ এনে দিয়েছে। সেটির সঙ্গে আবার বাড়তি ‘মজাদার মসলা’ যোগ করেছেন কুমার ধর্মসেনা।
আইসিসির এলিট প্যানেলের এ আম্পায়ার ম্যাচ চলাকালীন আরেকটু হলেই বল মুঠোবন্দী করতে যাচ্ছিলেন।
হাসির খোরাক জোগানো দৃশ্যটি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তাদের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট করতেই ক্রিকেটপ্রেমীদের বিস্তর প্রতিক্রিয়া দেখা যায়। বাদ যাননি ধারাভাষ্যকার ও ধর্মসেনার সাবেক সতীর্থ রাসেল আরনল্ডও।
অস্ট্রেলিয়া কাল আগে ব্যাট করে ৬ উইকেটে ২৯১ রান তুলেছে। অজিদের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেছে ট্রাভিস হেড। তিনটি করে চার-ছক্কায় সাজানো ইনিংসে হেড স্কয়ার লেগে একটি শট খেললে বল উড়ে যায় সেখানে থাকা আম্পায়ার ধর্মসেনার দিকে। সে সময় ফিল্ডারদের মতো ক্যাচ ধরার ভঙ্গিমায় দুই হাত সামনে নিয়ে আসেন তিনি। শেষ মুহূর্তে অবশ্য নিজের ভূমিকার কথা মনে পড়ে যায় তাঁর। সে কারণে ক্যাচ ধরার যথার্থ চেষ্টা করেও হাত সরিয়ে নেন।
আইসিসির দুইবারের বর্ষসেরা আম্পায়ার ধর্মসেনা নিজেও ছিলেন ক্রিকেটার। শ্রীলঙ্কার হয়ে ১৪১ ওয়ানডে ও ৩১ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। অফব্রেক বোলিং করে নিয়েছেন ২০৭ উইকেট।
২০০৬ সালে খেলোয়াড়ি জীবনকে বিদায় বলার বছরেই ‘নতুন পেশা’ হিসেবে আম্পায়ারিংকে বেছে নেন ধর্মসেনা। কাল তাঁর এমন কাণ্ড দেখে এক ভক্তের টুইট, ‘ধর্মসেনা হয়তো ভুলে গিয়েছিলেন তিনি আর শ্রীলঙ্কার ক্রিকেটার নন।’
অনেকের দাবি, ধর্মসেনা নিজের খেলোয়াড়ি জীবনের দিনগুলো এখনো মিস করেন। আরেকজনের মন্তব্য, ‘এক মুহূর্তের জন্য ব্যাটারের (হেডের) প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল।’
আর ধারাভাষ্যকার আরনল্ড তাঁর প্রতিক্রিয়ায় হাসিতে ফেটে পড়ার ইমোজি পোস্ট করেছেন।
অধিনায়ক হিসেবে গত ২১০ দিনে পাঁচটি আন্তর্জাতিক সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। এর মধ্যে শুধু শেষ দুই মাসেই চারটি সিরিজ খেলেছে বাংলাদেশ। জয় এসেছে দুটি সিরিজে। এখন আপাতত কিছুটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন লিটনরা।
৭ ঘণ্টা আগেএশিয়ান ক্রিকেটকে এক করেছে ঢাকা—এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শীর্ষ কর্তাদের ছবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমন এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তাদের মিলনমেলা বসেছে।
৯ ঘণ্টা আগে৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারায়...
১০ ঘণ্টা আগেসাত বছর আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেলছেন ১২তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর মাঝে পাঁচ বছর দলেই সুযোগ পাননি সাহিবজাদা ফারহান। তবে নিজের কৌশল, ধারাবাহিকতা আর শটের রেঞ্জ ও বৈচিত্র্যে বাড়িয়ে ২০২৪ সালে আবারও সাহিবজাদা ফেরেন পাকিস্তান দলে। তবে গত বছর তেমন ভালো
১০ ঘণ্টা আগে