Ajker Patrika

সাঙ্গা-মাহেলার স্মৃতি ফিরিয়ে এনেছেন ম্যাথুস-চান্দিমাল

আপডেট : ২৬ মে ২০২২, ১৫: ০৬
সাঙ্গা-মাহেলার স্মৃতি ফিরিয়ে এনেছেন ম্যাথুস-চান্দিমাল

চট্টগ্রাম টেস্টের পর ঢাকা টেস্টেও সেঞ্চুরি পেয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তিন অঙ্ক ছুঁয়েছেন দীনেশ চান্দিমালও। এই দুজনের ১৯৩ রানের অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে ধীরে ধীরে চাপে পড়ছে বাংলাদেশ। একটা সময় বাংলাদেশের বিপক্ষে কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনেরা এভাবে উইকেটে মাটি কামড়ে পড়ে থাকতেন। শ্রীলঙ্কার চতুর্থ দিনের ব্যাটিংয়ে ঢাকা টেস্টে যেন সাঙ্গা-মাহেলার স্মৃতি ফিরিয়ে এনেছেন ম্যাথুস-চান্দিমাল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৫ উইকেটে ৪৫৯ রান। বাংলাদেশের চেয়ে এগিয়ে ৯৪ রানে।। ম্যাথুস ১২৩ রান ও চান্দিমাল ১২০ রানে উইকেটে আছেন। আজকের দিনে এখন পর্যন্ত উইকেট পাননি বাংলাদেশি বোলাররা। শ্রীলঙ্কার লিড প্রায় ১০০ ছুঁইছুঁই। হাতে আছে আরও ৫ উইকেট।

ম্যাথুসের সেঞ্চুরির পর অবশ্য একটি সুযোগ এসেছিল বাংলাদেশের। সুযোগটা শেষ পর্যন্ত কাজে লাগেনি। ১৪৪তম ওভারে মোসাদ্দেক হোসেনের বলে এলবিডব্লুর আবেদন হলে আউট দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে জিতে যায় শ্রীলঙ্কা। টিভি রিপ্লেতে দেখা যায়, সুইপ করা ম্যাথুসের ব্যাটে লেগেছে বল।

এর আগে ৫ উইকেটে ২৮২ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে তৃতীয় দিন প্রায় তিন ঘণ্টা বল মাঠে না গড়ানোয় আজ ৩০ মিনিট আগে শুরু হয়েছে দিনের খেলা। শুরু থেকেই বেশ সতর্কভাবে ব্যাটিং করেছেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার চান্দিমাল ও ম্যাথুস। তাঁদের ওপর কোনো চাপ তৈরি করতে পারেননি বাংলাদেশের বোলাররা। বিচ্ছিন্ন কিছু আবেদন হলেও ভালো সুযোগ তৈরি করতে পারেননি সাকিব-তাইজুলরা। 

পানি পানের বিরতির পর বল হাতে নেন অধিনায়ক মুমিনুল হক। ওভারের চতুর্থ বলে কিছুটা সম্ভাবনা জেগেছিল, কিন্তু পরে চান্দিমাল রিভিউ নিলে দেখা যায় ব্যাটে স্পর্শ করেনি বল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

বিফলে মেসির গোল, শেষ ম্যাচের অপেক্ষায় মায়ামি

ক্রীড়া ডেস্ক    
প্লে অফের দ্বিতীয় রাউন্ডে হারল মায়ামি। ছবি: এক্স
প্লে অফের দ্বিতীয় রাউন্ডে হারল মায়ামি। ছবি: এক্স

ন্যাশভিলের বিপক্ষে জিতলেই প্রথমবারের মতো মেজর লিগ সকার (এমএলএস) প্লে অফ কনফারেন্স সেমিফাইনালে উঠে যেত ইন্টার মায়ামি। কিন্তু অপেক্ষা বেড়েছে তাদের। এমএলএস প্লে অফের দ্বিতীয় রাউন্ডে ন্যাশভিলের কাছে ২-১ গোলে হেরেছে ফ্লোরিডার ক্লাবটি।

হারের দিনে মায়ামির হয়ে একমাত্র গোলটি করেন লিওনেল মেসি। এর আগে প্রথম রাউন্ডে ন্যাশভিলকে ৩-১ গোলে হারিয়েছিল হ্যাভিয়ের মাশচেরানোর শিষ্যরা। শেষ রাউন্ডে আগামী ৮ নভেম্বর মাঠে নামবে দুই দল। সে ম্যাচের জয়ী দলে প্লে অফ কনফারেন্স সেমিফাইনালে জায়গা করে নেবে।

টানা ১০ ম্যাচ পর মায়ামির বিপক্ষে জয়ের স্বাদ পেল ন্যাশভিল। এর আগে সবশেষ ২০২৩ সালের মে মাসে ক্লাবটির বিপক্ষে জিতেছিল তারা। জয়ে ফেরার দিনে মায়ামির অপেক্ষা বাড়িয়ে দিল ন্যাশভিল।

জিওডিস পার্কে এদিন নিজেদের সেরাটা দিতে পারেনি মায়ামি। বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে তাদের সঙ্গে টেক্কা দিয়েছে ন্যাশভিল। দুই দলই গোলমুখে ১০টি করে শট নেয়। যেখানে মায়ামির চারটির বিপরীতে পাঁচটি শট লক্ষ্য রাখতে পেরেছে স্বাগতিকরা। এর মধ্যে দুইটাতে বাজিমাত করে তারা। প্রথমার্ধেই দুই গোলের দেখা পায় ন্যাশভিল। শেষদিকে একটি গোলের শোধ দিয়ে ম্যাচের প্রাণ ফেরান মেসি। তাতে অবশ্য শেষ রক্ষা হয়নি মায়ামির।

ম্যাচের নবম মিনিটে স্পট কিক থেকে ন্যাশভিলকে লিড এনে দেন স্যাম সারিজ। তার আগে নিজেদের ডি বক্সে তাঁকে ফাউল করেন সফরকারী দলের গোলরক্ষক রিওস নোভো। ৪৫ মিনিটে স্কোরলাইন ২-০ করেন জশ বাউয়ার। নির্ধারিত সময়ের শেষ মিনিটে রদ্রিগো ডি পলের কাছ থেকে বল পেয়ে ব্যবধান কমান মেসি। বাকি সময় চেষ্টা করেও আর ম্যাচে ফেরা হয়নি মায়ামির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে উইলিয়ামসন, এখন নতুনদের সুযোগ করে দেওয়ার সময়

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১১: ০৩
আপাতত বাকি দুই সংস্করণে খেলা চালিয়ে যাবেন তারকা ব্যাটার। ছবি: এক্স
আপাতত বাকি দুই সংস্করণে খেলা চালিয়ে যাবেন তারকা ব্যাটার। ছবি: এক্স

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন কেইন উইলিয়ামসন। এক বিবৃতিতে তারকা ব্যাটার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত তরুণদের সুযোগ করে দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক।

উইলিয়ামসনের নেতৃত্বে একটি টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছে নিউজিল্যান্ড। এছাড়া দুটি বিশ্বকাপের শেষ চারেও খেলেছে ব্ল্যাক ক্যাপসরা। টি–টোয়েন্টি থেকে অবসর নিলেও জাতীয় দলের জার্সিতে ওয়ানডে ও টেস্ট চালিয়ে যাবেন তিনি।

বিবৃতিত উইলিয়ামসন বলেন, ‘নিউজিল্যান্ড দলের অংশ হতে পারা বরাবরই আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। এখন সময় হয়েছে নতুনদের সুযোগ করে দেওয়ার। এই দলটাতে বেশকিছু তরুণ প্রতিভাবান ক্রিকেটার আছে। তাঁদের নেতৃত্বে আছে মিচেল সান্টনারের মতো একজন। দলের বাইরে থাকলেও তাদের জন্য আমার শুভকামনা থাকবে।’

আপাতত বাকি দুই সংস্করণে নিজের ভবিষ্যত নিয়ে ভাবতে চান উইলিয়ামসন, ‘নিউজিল্যান্ড দল আমার হৃদয়ের অংশ। এই দল থেকে আমি যে সমর্থন পেয়েছি তাতে আমি সব সময় কৃতজ্ঞ থাকব। আমি টেস্ট ও ওয়ানডে নিয়ে এখনও খোলা মনে সিদ্ধান্ত নিতে চাই।’

উইলিয়ামসনের অধীনে ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে নিউজিল্যান্ড। এরপর দেশের হয়ে এই সংস্করণে আর কোনো ম্যাচ খেলেননি ডানহাতি ব্যাটার। বিরতি কাটিয়ে সম্প্রতি দলে ফিরেছেন। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপেও তাঁল মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারকে নিশ্চিতভাবেই দলে রাখত নিউজিল্যান্ড। কিন্তু তার আগেই বিদায় বলে দিলেন উইলিয়ামসন।

২০১১ সালের অক্টোবরে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে টি–টোয়েন্টি অভিষেক হয় উইলিয়ামসনের। ৯৩ ম্যাচের ৯০ ইনিংসে ব্যাট হাতে তাঁর সংগ্রহ ২৫৭৫ রান। স্ট্রাইকরেট ১২৩.০৮, ব্যাটিং গড় ৩৩.৪৪। ফিফটি করেছেন ১৮টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ভারত নাকি দক্ষিণ আফ্রিকা, শিরোপা উঠবে কার হাতে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১০: ৪৯
নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মাঠে নামবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ছবি: এক্স
নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মাঠে নামবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ছবি: এক্স

দেখতে দেখতে অন্তিম পর্যায়ে চলে এসেছে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ। লিগ পর্ব এবং শেষ চারের লড়াই শেষে আজ মাঠে গড়াবে ফাইনালে। শিরোপা নির্ধারণী ম্যাচে দুপুরে মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে আয়োজক ভারত। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালের টিকিট কাচে তারা। শেষ চারের অপর ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ছাড়াও আজ মাঠে গড়াবে আরও বেশকিছু ম্যাচ। একনজরে দেখে নেওয়া যাক আজকের টিভি সূচি।

আজকের খেলা

ক্রিকেট

তৃতীয় টি-টোয়েন্টি

ভারত-অস্ট্রেলিয়া

বেলা ২টা ১৫ মিনিট, সরাসরি

স্টার স্পোর্টস ২

নারী ওয়ানডে বিশ্বকাপ

ফাইনাল

ভারত-দক্ষিণ আফ্রিকা

বেলা ৩টা ৩০ মিনিট, সরাসরি

টি স্পোর্টস, স্টার স্পোর্টস ৩

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

ম্যানসিটি-বোর্নমাউথ

রাত ১০টা ৩০ মিনিট, সরাসরি

স্টার স্পোর্টস সিলেক্ট ১

বুন্দেসলিগা

ভলফসবুর্গ-হফেনহেইম

রাত ১০টা ৩০ মিনিট, সরাসরি

সনি টেন ২

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

দাবা বিশ্বকাপে নরওয়ের গ্র্যান্ডমাস্টারকে রুখে দিলেন বাংলাদেশের নীড়

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়। ছবি: ফেসবুক
বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়। ছবি: ফেসবুক

দাবা বিশ্বকাপে চমক দেখালেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়। প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে নরওয়ের গ্র্যান্ডমাস্টার আরিয়ান তারিকে রুখে দিয়েছেন তিনি। তবে হেরেছেন আরেক বাংলাদেশি দাবাড়ু ফাহাদ রহমান।

ভারতের গোয়ায় আজ শুরু হয়েছে বিশ্বকাপের প্রথম রাউন্ড। নীড় খেলতে বসেন সাদা ঘুঁটি নিয়ে। শুরুটা করেন রোসোলোমিও অ্যাটাক (অবস্থানগত আক্রমণ) কৌশলে। মিডল গেমে ভুল করলেও এন্ড গেমে দারুণ প্রতিরোধ দেখান তিনি। ফলে ৪২তম চালে গিয়ে ড্র মেনে নেন নরওয়ের গ্র্যান্ডমাস্টারও।

সাদা ঘুঁটির সুবিধা পেয়েও ফাহাদ ছিলেন ভুলের মধ্যেই। শেষ মুহূর্তে চেষ্টা করেন ম্যাচ ড্র করার। কিন্তু তাঁকে হারাতে খুব একটা বেগ পেতে হয়নি ইউক্রেনিয়ান গ্র্যান্ডমাস্টার ভাসিল ইভানচুকের।

কাল কালো ঘুঁটি নিয়ে একই প্রতিপক্ষের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবেন নীড়-ফাহাদ। জিতলে নীড় পৌঁছে যাবেন দ্বিতীয় রাউন্ডে। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবই বাংলাদেশের একমাত্র দাবাড়ু হিসেবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলতে পেরেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত