Ajker Patrika

চান্ডিমাল-প্রভাতের কীর্তিতে অস্ট্রেলিয়াকে তিক্ত স্বাদ দিল শ্রীলঙ্কা

আপডেট : ১১ জুলাই ২০২২, ১৯: ২০
চান্ডিমাল-প্রভাতের কীর্তিতে অস্ট্রেলিয়াকে তিক্ত স্বাদ দিল শ্রীলঙ্কা

সরকারের সীমাহীন দুর্নীতিতে ধুঁকছে শ্রীলঙ্কার অর্থনীতি। ঋণের বোঝা মাথায় নিয়ে নিজেদের দেউলিয়া ঘোষণা করা দেশটিতে তবু ক্রিকেট বন্ধ নেই। 

সংকটময় পরিস্থিতিতেই দেশবাসীর মুখে একটুখানি হাসির উপলক্ষ এনে দিয়েছেন লঙ্কান ক্রিকেটাররা। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডে সিরিজ জিতেছে স্বাগতিকেরা। টেস্টেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। 

আজ অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারের তিক্ত স্বাদ দিয়ে টেস্ট সিরিজ ড্র করেছে শ্রীলঙ্কা। প্রথমবার অজিদের বিপক্ষে ইনিংস ব্যবধানে জিতল লঙ্কানরা। ডেভিড ওয়ার্নার-স্টিভেন স্মিথরা সর্বশেষ ইনিংস ব্যবধানে হেরেছিল ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোবার্ট টেস্টে। 

অভিষেক টেস্টেই লঙ্কানদের মধ্যে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন প্রভাত জয়াসুরিয়া। দুই ইনিংসে নিয়েছেন ১২ উইকেট। এত দিন প্রবীণ জয়াবিক্রমার ১১ উইকেট ছিল টেস্ট অভিষেকে সেরা। গত বছর বাংলাদেশের বিপক্ষে পাল্লেকেলে টেস্টে এ কীর্তি গড়েছিলেন তিনি। 

এর আগে দিনেশ চান্ডিমাল রেকর্ডের পাতায় নাম তুলেছেন। ক্যারিয়ারে প্রথমবার ডাবল সেঞ্চুরির করেছেন এই কিপার-ব্যাটার। তাতে একটি জায়গায় ছাড়িয়ে গেছেন কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে। টেস্টে প্রথম লঙ্কান ব্যাটার হিসেবে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছেন চান্ডিমাল। এত দিন সাঙ্গাকারার ১৯২ রান ছিল সর্বোচ্চ। ২০০৭ সালে হোবার্ট টেস্টে ইনিংসটি উপহার দেন তিনি। 

নতুন কীর্তি গড়তে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে চান্ডিমালকে। লেজের দিকের ব্যাটারদের সঙ্গী হিসেবে পাওয়ায় ডাবল সেঞ্চুরি নিয়ে সংশয় তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত মাইলফলকটি ছুঁয়েছেন ১৭৯তম ওভারে। মিচেল স্টার্কের ওভারের প্রথম বলে চার, এরপরের দুই বলে দুটি ছক্কা মেরে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন ৩২ বছর বয়সী ব্যাটার। 

দলের শেষ ৫৬ রান করতে দুই ব্যাটার প্রভাত জয়াসুরিয়া ও কাসুন রাজিথার কোনো অবদান ছিল না। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে অলআউট ৫৫৪ রানে। চান্ডিমাল অপরাজিত থাকেন ২০৬ রানে। 

এক দিনে শ্রীলঙ্কার তিন রেকর্ড 

• প্রথম লঙ্কান ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে চান্ডিমালের ডাবল সেঞ্চুরি

• শ্রীলঙ্কার হয়ে টেস্ট অভিষেকে প্রভাতের সেরা বোলিং 

• অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার ইনিংস ব্যবধানে জয়

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত