দলের স্কোর একই হলেও বেশি রান করলেন সাকিব
‘কার্বন কপি’ বলতে যা বোঝায়, তা-ই যেন করে দেখাল গল টাইটানস। টানা দুই দিন একই রান তো করেছেই, উইকেটের সংখ্যাও একই। শুধু প্রতিপক্ষ ভিন্ন। আর গল টাইটানসের জার্সিতে গত দিনের চেয়ে আজ বেশি রান করেছেন। কলম্বোর প্রেমাদাসায় বি-লাভ ক্যান্ডিকে ১৮১ রানের লক্ষ্য দিয়েছে গল।