Ajker Patrika

ক্যান্ডির দেওয়া চ্যালেঞ্জে ধুঁকছেন সাকিবরা 

ক্যান্ডির দেওয়া চ্যালেঞ্জে ধুঁকছেন সাকিবরা 

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দুর্দান্ত শুরু করা গল টাইটানস নিজেদের সর্বশেষ দুই ম্যাচে হেরে গিয়েছে। পাল্লেকেলেতে আজ গলকে বড় লক্ষ্যের চ্যালেঞ্জ ছুড়েছে বি লাভ ক্যান্ডি। ক্যান্ডির দেওয়া চ্যালেঞ্জ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে গল। 

২০৪ রানের লক্ষ্যে গল টাইটানসের উদ্বোধনী জুটিতে এসেছে ২০ রান। ওপেনিং করেছেন লাসিথ ক্রুসপাল্লে ও শেভন ড্যানিয়েল। উদ্বোধনী জুটি ভাঙার পর থেকেই ভাঙন লাগে গলের ইনিংসে। এখন পর্যন্ত ৯ ওভারে ৬ উইকেটে ৪৯ রান করেছে তারা। ক্যান্ডির বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মুজিব-উর-রহমান। 
 
টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন গল টাইটানস অধিনায়ক দাসুন শানাকা। ক্যান্ডির হয়ে ওপেনিং করেন পাকিস্তানের দুই ব্যাটার ফখর জামান ও মোহাম্মদ হারিস। দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারায় ক্যান্ডি। চতুর্থ ওভারের চতুর্থ বলে হারিসের উইকেট তুলে নেন রিচার্ড এনগ্রাভা। ১৪ বলে ১৭ রান করেন হারিস। এরপর ব্যাটিংয়ে আসেন দিনেশ চান্দিমাল। দ্বিতীয় উইকেটে ৩৩ বলে ৪৯ রানের জুটি গড়েন ফখর ও চান্দিমাল। ১৭ বলে ২৫ রান করা চান্দিমালকে ফিরিয়ে জুটি ভাঙেন তাব্রেইজ শামসি। 

চান্দিমালের বিদায়ের কিছুক্ষণ পর ফেরেন ফখর। ১৩ তম ওভারের প্রথম বলে ফখরকে ফিরিয়েছেন লাহিরু সামারাকুন। পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার ৩৫ বলে করেছেন ৪৫ রান। ১০৩ রানে ৩ উইকেট পড়ার পর ব্যাটিংয়ে আসেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। উইকেটে এসেই ঝড় তুলতে থাকেন হাসারঙ্গা। ২৭ বলে ৯ চার ও ২ ছক্কায় ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৩ রান করে ক্যান্ডি। গলের বোলারদের মধ্যে সর্বোচ্চ দুই উইকেট নিয়েছেন সামারাকুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

নেছারাবাদের সেই প্রধান শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত