Ajker Patrika

দুই নারীকে পাঁচবার ধর্ষণের অভিযোগ, জামিনে সাবেক আর্সেনাল ফুটবলার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১৭: ৪৮
সাবেক আর্সেনাল মিডফিল্ডার থমাস পার্টে ধর্ষণ ও যৌন নিপীড়নের একাধিক অভিযোগে জামিন পেয়েছেন। ছবি: এএফপি
সাবেক আর্সেনাল মিডফিল্ডার থমাস পার্টে ধর্ষণ ও যৌন নিপীড়নের একাধিক অভিযোগে জামিন পেয়েছেন। ছবি: এএফপি

সাবেক আর্সেনাল ও ঘানার জাতীয় দলের মিডফিল্ডার থমাস পার্টে ধর্ষণ ও যৌন নিপীড়নের একাধিক অভিযোগে জামিন পেয়েছেন। আজ লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে তিনি হাজির হলে আদালত তাঁকে শর্ত সাপেক্ষে জামিন দেন।

৩২ বছর বয়সী পার্টের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০২১ ও ২০২২ সালের মধ্যে দুই নারীকে পাঁচবার ধর্ষণ এবং তৃতীয় এক নারীকে যৌন নিপীড়ন করেন। অভিযোগ অনুযায়ী, এসব ঘটনার সময় তিনি ইংলিশ লিগের ক্লাব আর্সেনালের হয়ে খেলছিলেন।

এ বছরের জুন শেষে আর্সেনালের সঙ্গে থমাসের চুক্তির মেয়াদ শেষ হয়। এর চার দিন পরেই তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়। আদালতে হাজিরার সময় থমাসের পরনে ছিল কালো জিপ-আপ সোয়েটার ও হাতে ছিল নেভি ব্লেজার। কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি নিজের নাম নিশ্চিত করেন এবং জামিনের শর্তগুলো বুঝেছেন বলেও জানান।

শর্ত অনুযায়ী, তিনি অভিযোগকারী তিন নারীর কারও সঙ্গেই কোনো ধরনের যোগাযোগ করতে পারবেন না। এ ছাড়া যদি তিনি স্থায়ী ঠিকানা পরিবর্তন করেন কিংবা বিদেশ ভ্রমণে যান, তাহলে তা পুলিশকে জানাতে হবে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে একটি ধর্ষণের অভিযোগ পাওয়ার পর থেকে এ বিষয়ে তদন্ত শুরু হয়। দীর্ঘ তদন্তের পর এসব অভিযোগ আনা হয়েছে।

থমাসের আইনজীবী জেনি উইল্টশায়ার এক বিবৃতিতে জানিয়েছেন, তাঁর মক্কেল (অভিযুক্ত) সব অভিযোগ অস্বীকার করেছেন এবং তিনি বিশ্বাস করেন, আদালতে নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ তাঁর হয়ে উঠবে সত্য প্রতিষ্ঠার মাধ্যমে। মামলার পরবর্তী শুনানি আগামী ২ সেপ্টেম্বর। ওল্ড বেইলি আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত