Ajker Patrika

বাবরকে নিয়ে সুখবর

ক্রীড়া ডেস্ক    
আগামী এশিয়া কাপের টি-টোয়েন্টি দলেই দেখা যেতে পারে বাবরকে। ফাইল ছবি
আগামী এশিয়া কাপের টি-টোয়েন্টি দলেই দেখা যেতে পারে বাবরকে। ফাইল ছবি

বাবর আজম সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের ডিসেম্বরে। এই সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। ১২১ ইনিংসে ৪২২৩ রান। কিন্তু স্ট্রাইকরেট ১২৯.২২। বাবর থিতু হন, তারপর আক্রমণ করেন। বর্তমান পাকিস্তান দল ঠিক বিপরীতে। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং দর্শন নিয়ে এগোচ্ছে তারা। টিম ম্যানেজমেন্ট তাই টি-টোয়েন্টি দলে গত সাত মাস ধরে রাখেননি বাবরকে।

পাকিস্তান সংবাদমাধ্যমের প্রতিবেদন, আগামী এশিয়া কাপের টি-টোয়েন্টি দলেই দেখা যেতে পারে বাবরকে। নিশ্চয়ই এই ক্ল্যাসিক ব্যাটারের ভক্ত-সমর্থকদের জন্য সুখবরও বটে। সাবেক পাকিস্তান টি-টোয়েন্টি দলে ফেরানোর কথা ভাবছে পিসিবির নির্বাচকেরা। সামনেই রয়েছে একটি ত্রিদেশীয় সিরিজ ও তারপর আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ।

বাবরকে ফেরানোর সিদ্ধান্তের পেছনে মূল কারণ হলো ওপেনার ফখর জামানের গুরুতর চোট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচ ও ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি। ফখর জামানকে লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রিপোর্ট করতে বলেছে পিসিবি। সেখানেই তার পুনর্বাসন প্রক্রিয়া চলবে। তবে এশিয়া কাপে তার অংশগ্রহণ এখনো অনিশ্চিত।

ফখরের বিকল্প হিসেবে বাবরকে টি-টোয়েন্টি দলে ফেরানোর সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও তাঁর দলে জায়গা পাওয়া নির্ভর করবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের পারফরম্যান্সের ওপর। সম্প্রতি বাবরকে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে দেখা করতে দেখা গেছে। ওই সময় তার সঙ্গে ছিলেন ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও পেসার নাসিম শাহ। তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন।

এশিয়া কাপের জন্য পাকিস্তানের চূড়ান্ত দল আগস্টের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হতে পারে। এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর। পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও ওমান রয়েছে গ্রুপ ‘এ’-তে। পাকিস্তান তাদের এশিয়া কাপ অভিযান শুরু করবে ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে। ১৪ সেপ্টেম্বর হবে ভারতের সঙ্গে বহুল প্রতীক্ষিত লড়াই। গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ ১৭ সেপ্টেম্বর, প্রতিপক্ষ আরব আমিরাত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নির্বাচন রোজার আগেই, ঘোষণা আসতে পারে আজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত