দাসুন শানাকার ব্যাট যেন ছুটছিল তরবারির মতো। গল টাইটানসের অধিনায়ক শেষের দিকে ঝড় তুলেছেন। অধিনায়কের শেষের দিকের ঝোড়ো ব্যাটিংয়ে গল ১৮১ রানের লক্ষ্য দিয়েছে ডাম্বুলা অরাকে।
টস হেরে প্রথমে ব্যাটিং পায় গল টাইটানস। ২২ রানেই উদ্বোধনী জুটি ভেঙে যায় তাদের। চতুর্থ ওভারের প্রথম বলে লাসিথ ক্রুসপাল্লেকে বোল্ড করেন শাহনওয়াজ দাহানি। এরপর উইকেটে আসেন ভানুকা রাজাপক্ষে। দ্বিতীয় উইকেটে ৩২ বলে ৫০ রানের জুটি গড়েন রাজাপক্ষে ও ওপেনার শেভন দানিয়েল। ২৬ বলে ৩৩ রান করা দানিয়েলকে এলবিডব্লু করে জুটি ভাঙেন বিনুরা ফার্নান্দো। ফিফটি করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রাজাপক্ষে। ৩৪ বলে ৪৮ রান করেন লঙ্কান এই বাঁহাতি ব্যাটার।
রাজাপক্ষের বিদায়ে গল টাইটানসের স্কোর ১২.২ ওভারে ৩ উইকেটে ৯৫ রান। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে আছেন সাকিব আল হাসান। ১৪ বলে ২৩ রান করেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। সাকিব যখন বিদায় নেন, ১৭. ৩ ওভারে গলের স্কোর ৫ উইকেটে ১৩৯ রান। লাহিরু সামারাকুনকে নিয়ে ষষ্ঠ উইকেটে ১৫ বলে ৪১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়তে অবদান রাখেন শানাকা। ২১ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন শানাকা। ২০ ওভারে ৫ উইকেটে ১৮০ রান করেছে গল টাইটানস। ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করেন টাইগার্স অধিনায়ক লিন। এরপর রান তাড়া করতে নেমে ৬ ওভারে ২ উইকেটে আটকে যায় টরন্টো। মন্ট্রিয়লের ২৩ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন লিন। অস্ট্রেলিয়ার এই ব্যাটার ১৮ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৮ রান করে অপরাজিত থাকেন। ১৮১ রান তাড়া করতে নেমে এরই মধ্যে ১ উইকেট হারিয়েছে ডাম্বুলা। ১.১ ওভারে ১ উইকেটে ২ রান করেছে ডাম্বুলা।
দাসুন শানাকার ব্যাট যেন ছুটছিল তরবারির মতো। গল টাইটানসের অধিনায়ক শেষের দিকে ঝড় তুলেছেন। অধিনায়কের শেষের দিকের ঝোড়ো ব্যাটিংয়ে গল ১৮১ রানের লক্ষ্য দিয়েছে ডাম্বুলা অরাকে।
টস হেরে প্রথমে ব্যাটিং পায় গল টাইটানস। ২২ রানেই উদ্বোধনী জুটি ভেঙে যায় তাদের। চতুর্থ ওভারের প্রথম বলে লাসিথ ক্রুসপাল্লেকে বোল্ড করেন শাহনওয়াজ দাহানি। এরপর উইকেটে আসেন ভানুকা রাজাপক্ষে। দ্বিতীয় উইকেটে ৩২ বলে ৫০ রানের জুটি গড়েন রাজাপক্ষে ও ওপেনার শেভন দানিয়েল। ২৬ বলে ৩৩ রান করা দানিয়েলকে এলবিডব্লু করে জুটি ভাঙেন বিনুরা ফার্নান্দো। ফিফটি করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রাজাপক্ষে। ৩৪ বলে ৪৮ রান করেন লঙ্কান এই বাঁহাতি ব্যাটার।
রাজাপক্ষের বিদায়ে গল টাইটানসের স্কোর ১২.২ ওভারে ৩ উইকেটে ৯৫ রান। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে আছেন সাকিব আল হাসান। ১৪ বলে ২৩ রান করেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। সাকিব যখন বিদায় নেন, ১৭. ৩ ওভারে গলের স্কোর ৫ উইকেটে ১৩৯ রান। লাহিরু সামারাকুনকে নিয়ে ষষ্ঠ উইকেটে ১৫ বলে ৪১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়তে অবদান রাখেন শানাকা। ২১ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন শানাকা। ২০ ওভারে ৫ উইকেটে ১৮০ রান করেছে গল টাইটানস। ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করেন টাইগার্স অধিনায়ক লিন। এরপর রান তাড়া করতে নেমে ৬ ওভারে ২ উইকেটে আটকে যায় টরন্টো। মন্ট্রিয়লের ২৩ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন লিন। অস্ট্রেলিয়ার এই ব্যাটার ১৮ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৮ রান করে অপরাজিত থাকেন। ১৮১ রান তাড়া করতে নেমে এরই মধ্যে ১ উইকেট হারিয়েছে ডাম্বুলা। ১.১ ওভারে ১ উইকেটে ২ রান করেছে ডাম্বুলা।
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার ফ্রাঙ্ক মিল। তাঁর সাবেক ক্লাব ফর্টুনা ডুসেলডর্ফ নিশ্চিত করেছে খবরটি। গত মে মাসে হার্ট অ্যাটাক করেন তিনি। অসুস্থতার সেই ধকল আর কাটিয়ে উঠতে পারেননি ৬৭ বছর বয়সী সাবেক এই স্ট্রাইকার।
৮ মিনিট আগেসাবেক আর্সেনাল ও ঘানার জাতীয় দলের মিডফিল্ডার থমাস পার্টে ধর্ষণ ও যৌন নিপীড়নের একাধিক অভিযোগে জামিন পেয়েছেন। আজ লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে তিনি হাজির হলে আদালত তাঁকে শর্ত সাপেক্ষে জামিন দেন।
২ ঘণ্টা আগেভালো কিংবা খারাপ—ভারতের পারফরম্যান্স যেমনই হোক, সুনীল গাভাস্কার তো চুপ করে থাকার মানুষ নন। এমনকি ভারত ভালো খেললেও সেখানে খুঁত খুঁজে বের করেন তিনি। লন্ডনের ওভালে গতকাল পঞ্চম টেস্টে ৬ রানের নাটকীয় জয়ে ভারত সিরিজ বাঁচানোর পরও কোচ গৌতম গম্ভীরকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন গাভাস্কার।
২ ঘণ্টা আগেবাবর আজম সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের ডিসেম্বরে। এই সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। ১২১ ইনিংসে ৪২২৩ রান। কিন্তু স্ট্রাইকরেট ১২৯.২২। বাবর থিতু হন, তারপর আক্রমণ করেন। বর্তমান পাকিস্তান দল ঠিক বিপরীতে। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং দর্শন নিয়ে এগোচ্ছে তারা।
৩ ঘণ্টা আগে