কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) দ্বিতীয় টেস্টের শুরু থেকেই শ্রীলঙ্কার ওপর দাপট দেখিয়ে খেলছিল পাকিস্তান। শেষ পর্যন্ত এক দিন হাতে রেখেই ম্যাচ জিতেছে পাকিস্তান। ইনিংস ও ২২২ রানে জিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতল বাবর আজমের পাকিস্তান। বিশাল ব্যবধানে এই জয়ে ইতিহাস গড়লেন বাবররা।
৫ উইকেটে ৫৬৩ রানে আজ চতুর্থ দিনে প্রথম ইনিংসের খেলা শুরু করে পাকিস্তান। মাত্র ১৩ রান যোগ করেই ইনিংস ঘোষণা করে পাকিস্তান। আগা সালমান ১৩২ রানে ও মোহাম্মদ রিজওয়ান ৫০ রানে অপরাজিত থেকে প্রথম ইনিংসের খেলা শেষ করেছেন। যেখানে রিজওয়ান নেমেছেন সরফরাজ আহমেদের কনকাশন বদলি হিসেবে। ৪১০ রানে পিছিয়ে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালোই হয়েছিল। উদ্বোধনী জুটিতে নিশান মধুষ্কা-ডিমুথ করুণারত্নে ৬৯ রানের জুটি গড়েছেন। মধুষ্কাকে বোল্ড করে লঙ্কানদের উদ্বোধনী জুটি ভাঙেন নোমান আলি। ৭২ বলে ৩৩ রান করেন লঙ্কান এই ওপেনার।
উদ্বোধনী জুটি ভাঙার পরই মূলত শ্রীলঙ্কার ইনিংসে ভাঙন শুরু হয়। নোমানের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারানো লঙ্কানদের এক পর্যায়ে স্কোর হয় ৭ উইকেটে ১৭৭ রান। প্রথম ৭ উইকেটের ৭টিই নিয়েছেন পাকিস্তানের এই বাঁহাতি স্পিনার। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে খেলতে থাকেন অ্যাঞ্জেলো ম্যাথ্যুস। ১২৭ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন ম্যাথ্যুস, যা লঙ্কানদের ইনিংসের সর্বোচ্চ রান। ম্যাথ্যুস শুধুই ব্যবধান কমাতে পেরেছেন। ১১ রানে শেষ ৩ উইকেট হারিয়ে ১৮৮ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা।
ইনিংস ও ২২২ রানে জিতে পাকিস্তান ৮ বছর পর টেস্ট সিরিজ জিতল শ্রীলঙ্কার মাঠে। এই নিয়ে পাঁচবার শ্রীলঙ্কার মাঠে টেস্ট সিরিজ জিতল পাকিস্তান, যা কোনো বিদেশি দল হিসেবে সর্বোচ্চ। একই সঙ্গে পাকিস্তান ইনিংসে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড গড়ল লঙ্কানদের বিপক্ষে।
ম্যাচসেরা হয়েছেন আব্দুল্লাহ শফিক। ৩২৬ বলে ২০১ রান করেন শফিক, পাকিস্তানি এই ব্যাটারের টেস্টে তা প্রথম ডাবল সেঞ্চুরি।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ১৬৬ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা। ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করেছিলেন ধনঞ্জয় ডি সিলভা। পাকিস্তানি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছিলেন আবরার আহমেদ। এরপর ৫ উইকেটে ৫৭৬ রানে পাকিস্তান তাদের প্রথম ইনিংস ঘোষণা করেছে। সর্বোচ্চ ২০১ রান করেছেন শফিক। সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছিলেন আসিথা ফার্নান্দো।
সিরিজসেরা হয়েছেন সালমান। দুই ম্যাচের টেস্ট সিরিজে ২২১ গড়ে করেছেন ২২১ রান ও বোলিংয়ে ৩ উইকেট নিয়েছেন।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) দ্বিতীয় টেস্টের শুরু থেকেই শ্রীলঙ্কার ওপর দাপট দেখিয়ে খেলছিল পাকিস্তান। শেষ পর্যন্ত এক দিন হাতে রেখেই ম্যাচ জিতেছে পাকিস্তান। ইনিংস ও ২২২ রানে জিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতল বাবর আজমের পাকিস্তান। বিশাল ব্যবধানে এই জয়ে ইতিহাস গড়লেন বাবররা।
৫ উইকেটে ৫৬৩ রানে আজ চতুর্থ দিনে প্রথম ইনিংসের খেলা শুরু করে পাকিস্তান। মাত্র ১৩ রান যোগ করেই ইনিংস ঘোষণা করে পাকিস্তান। আগা সালমান ১৩২ রানে ও মোহাম্মদ রিজওয়ান ৫০ রানে অপরাজিত থেকে প্রথম ইনিংসের খেলা শেষ করেছেন। যেখানে রিজওয়ান নেমেছেন সরফরাজ আহমেদের কনকাশন বদলি হিসেবে। ৪১০ রানে পিছিয়ে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালোই হয়েছিল। উদ্বোধনী জুটিতে নিশান মধুষ্কা-ডিমুথ করুণারত্নে ৬৯ রানের জুটি গড়েছেন। মধুষ্কাকে বোল্ড করে লঙ্কানদের উদ্বোধনী জুটি ভাঙেন নোমান আলি। ৭২ বলে ৩৩ রান করেন লঙ্কান এই ওপেনার।
উদ্বোধনী জুটি ভাঙার পরই মূলত শ্রীলঙ্কার ইনিংসে ভাঙন শুরু হয়। নোমানের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারানো লঙ্কানদের এক পর্যায়ে স্কোর হয় ৭ উইকেটে ১৭৭ রান। প্রথম ৭ উইকেটের ৭টিই নিয়েছেন পাকিস্তানের এই বাঁহাতি স্পিনার। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে খেলতে থাকেন অ্যাঞ্জেলো ম্যাথ্যুস। ১২৭ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন ম্যাথ্যুস, যা লঙ্কানদের ইনিংসের সর্বোচ্চ রান। ম্যাথ্যুস শুধুই ব্যবধান কমাতে পেরেছেন। ১১ রানে শেষ ৩ উইকেট হারিয়ে ১৮৮ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা।
ইনিংস ও ২২২ রানে জিতে পাকিস্তান ৮ বছর পর টেস্ট সিরিজ জিতল শ্রীলঙ্কার মাঠে। এই নিয়ে পাঁচবার শ্রীলঙ্কার মাঠে টেস্ট সিরিজ জিতল পাকিস্তান, যা কোনো বিদেশি দল হিসেবে সর্বোচ্চ। একই সঙ্গে পাকিস্তান ইনিংসে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড গড়ল লঙ্কানদের বিপক্ষে।
ম্যাচসেরা হয়েছেন আব্দুল্লাহ শফিক। ৩২৬ বলে ২০১ রান করেন শফিক, পাকিস্তানি এই ব্যাটারের টেস্টে তা প্রথম ডাবল সেঞ্চুরি।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ১৬৬ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা। ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করেছিলেন ধনঞ্জয় ডি সিলভা। পাকিস্তানি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছিলেন আবরার আহমেদ। এরপর ৫ উইকেটে ৫৭৬ রানে পাকিস্তান তাদের প্রথম ইনিংস ঘোষণা করেছে। সর্বোচ্চ ২০১ রান করেছেন শফিক। সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছিলেন আসিথা ফার্নান্দো।
সিরিজসেরা হয়েছেন সালমান। দুই ম্যাচের টেস্ট সিরিজে ২২১ গড়ে করেছেন ২২১ রান ও বোলিংয়ে ৩ উইকেট নিয়েছেন।
বিশ্ব অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়শিপে টাইমিংয়ে উন্নতির লক্ষ্য নিয়ে পুলে নামেন বাংলাদেশি সাঁতারুরা। অ্যানি আক্তার মেয়েদের ১০০ মিটার ফ্রি স্ট্রাইলে ক্যারিয়ারসেরা টাইমিং করলেও আজ হতাশ করেন ৫০ মিটার ফ্রিস্টাইলে।
১ ঘণ্টা আগেফরাসি প্রসিকিউটররা প্যারিস সেন্ট-জার্মেইয়ের তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে বিচার শুরু করার আহ্বান জানিয়েছেন। ২০২৩ সালে এক নারী তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। তবে মরক্কোর এই ডিফেন্ডার অভিযোগটি অস্বীকার করেছেন।
২ ঘণ্টা আগেশৃঙ্খলাভঙ্গের অভিযোগে লিওনেল মেসির ব্যক্তিগত দেহরক্ষী ইয়াসিন চুকোকে লিগস কাপের বাকি অংশ থেকে বহিষ্কার করেছে আয়োজক কমিটি। পাশাপাশি জরিমানা গুনতে হচ্ছে ইন্টার মায়ামিকে। কত ডলার অর্থদণ্ড দেওয়া হয়েছে সেটি অবশ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগেকোনো আভাস ছিল না। হঠাৎ করেই হিউং-মিন সন ঘোষণা দিয়েছেন, এই গ্রীষ্মে টটেনহাম হটস্পার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজ নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচের আগে দক্ষিণ কোরিয়ার সিউলে এক সংবাদ সম্মেলনে সন এ ঘোষণা দিয়েছেন।
৩ ঘণ্টা আগে