শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে টেস্ট সিরিজ শুরু করেছে পাকিস্তান। গলে প্রথম টেস্টে গতকাল ৪ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। তবে ম্যাচজয়ী পাকিস্তান কত টাকার পুরস্কার পেল, তা ঠিক বোঝা যায়নি।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বাবরের হাতে তুলে দেওয়া হয় ম্যাচ জয়ের পুরস্কারের টাকার চেক। সেই চেকে টাকার পরিমাণ লেখা ছিল দুই রকম। কথায় লেখা ছিল ২ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ২ লাখ ১৭ হাজার টাকা। আর অঙ্কে লেখা ছিল ৫ হাজার ডলার (বাংলাদেশি ৫ লাখ ৪২ হাজার টাকা)। এই ছবি ভাইরাল হলে নেটিজেনরা অনেক রসিকতা করেছেন। কেউ একজন টুইট করেছেন, ‘কিছু তো বলো শ্রীলঙ্কা।’ অন্য একজন টুইট করেছেন, ’ ১০ জিবি ডেটা দেওয়া উচিত ছিল। তাতে বাবর আজম পরের ম্যাচে আগে সঠিক একাদশ নিয়ে খেলতে পারবে।’ মজার ছলে একজন সামাজিকমাধ্যমে লিখেছেন, ‘ট্যাক্স কাটার পর’ এই ক্যাপশন দেওয়ার পর হাসির ইমোজি দিয়েছেন।
সামাজিকমাধ্যমে এই ছবি নিয়ে বিদ্রুপের পর শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) দুঃখ প্রকাশ করেছে। এসএলসি জানিয়েছে, পাকিস্তান দল আসলে ৫ লাখ ৪২ হাজার টাকার পুরস্কার পেয়েছে। ভবিষ্যতে এমন ভুল যেন না হয়, তার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
পাকিস্তানের ৪ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন সৌদ শাকিল। প্রথম ইনিংসে ২০৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন আর দ্বিতীয় ইনিংসে করেন ৩০ রান। সোমবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-পাকিস্তান।
শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে টেস্ট সিরিজ শুরু করেছে পাকিস্তান। গলে প্রথম টেস্টে গতকাল ৪ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। তবে ম্যাচজয়ী পাকিস্তান কত টাকার পুরস্কার পেল, তা ঠিক বোঝা যায়নি।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বাবরের হাতে তুলে দেওয়া হয় ম্যাচ জয়ের পুরস্কারের টাকার চেক। সেই চেকে টাকার পরিমাণ লেখা ছিল দুই রকম। কথায় লেখা ছিল ২ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ২ লাখ ১৭ হাজার টাকা। আর অঙ্কে লেখা ছিল ৫ হাজার ডলার (বাংলাদেশি ৫ লাখ ৪২ হাজার টাকা)। এই ছবি ভাইরাল হলে নেটিজেনরা অনেক রসিকতা করেছেন। কেউ একজন টুইট করেছেন, ‘কিছু তো বলো শ্রীলঙ্কা।’ অন্য একজন টুইট করেছেন, ’ ১০ জিবি ডেটা দেওয়া উচিত ছিল। তাতে বাবর আজম পরের ম্যাচে আগে সঠিক একাদশ নিয়ে খেলতে পারবে।’ মজার ছলে একজন সামাজিকমাধ্যমে লিখেছেন, ‘ট্যাক্স কাটার পর’ এই ক্যাপশন দেওয়ার পর হাসির ইমোজি দিয়েছেন।
সামাজিকমাধ্যমে এই ছবি নিয়ে বিদ্রুপের পর শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) দুঃখ প্রকাশ করেছে। এসএলসি জানিয়েছে, পাকিস্তান দল আসলে ৫ লাখ ৪২ হাজার টাকার পুরস্কার পেয়েছে। ভবিষ্যতে এমন ভুল যেন না হয়, তার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
পাকিস্তানের ৪ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন সৌদ শাকিল। প্রথম ইনিংসে ২০৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন আর দ্বিতীয় ইনিংসে করেন ৩০ রান। সোমবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-পাকিস্তান।
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার ফ্রাঙ্ক মিল। তাঁর সাবেক ক্লাব ফর্টুনা ডুসেলডর্ফ নিশ্চিত করেছে খবরটি। গত মে মাসে হার্ট অ্যাটাক করেন তিনি। অসুস্থতার সেই ধকল আর কাটিয়ে উঠতে পারেননি ৬৭ বছর বয়সী সাবেক এই স্ট্রাইকার।
৩ মিনিট আগেসাবেক আর্সেনাল ও ঘানার জাতীয় দলের মিডফিল্ডার থমাস পার্টে ধর্ষণ ও যৌন নিপীড়নের একাধিক অভিযোগে জামিন পেয়েছেন। আজ লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে তিনি হাজির হলে আদালত তাঁকে শর্ত সাপেক্ষে জামিন দেন।
২ ঘণ্টা আগেভালো কিংবা খারাপ—ভারতের পারফরম্যান্স যেমনই হোক, সুনীল গাভাস্কার তো চুপ করে থাকার মানুষ নন। এমনকি ভারত ভালো খেললেও সেখানে খুঁত খুঁজে বের করেন তিনি। লন্ডনের ওভালে গতকাল পঞ্চম টেস্টে ৬ রানের নাটকীয় জয়ে ভারত সিরিজ বাঁচানোর পরও কোচ গৌতম গম্ভীরকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন গাভাস্কার।
২ ঘণ্টা আগেবাবর আজম সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের ডিসেম্বরে। এই সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। ১২১ ইনিংসে ৪২২৩ রান। কিন্তু স্ট্রাইকরেট ১২৯.২২। বাবর থিতু হন, তারপর আক্রমণ করেন। বর্তমান পাকিস্তান দল ঠিক বিপরীতে। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং দর্শন নিয়ে এগোচ্ছে তারা।
৩ ঘণ্টা আগে