Ajker Patrika

অভিষেকেই সুপার ওভারে রোমাঞ্চকর জয় সাকিবের

আপডেট : ৩১ জুলাই ২০২৩, ২০: ১৫
অভিষেকেই সুপার ওভারে রোমাঞ্চকর জয় সাকিবের

জয়ের জন্য শেষ ওভারে ডাম্বুলা অরার দরকার ছিল ১৬ রান। কাসুন রাজিথার করা ওভারটির প্রথম বলের কোনো রান নিতে না পারলেও অ্যালেক্স রস পরের ৪ বলে নেন ১৪ রান। শেষ বলে দরকার ছিল ২ রান। কিন্তু লেগ বাই থেকে এল ১। তাতেই রোমাঞ্চকর ড্র। 

এরপর ম্যাচ গড়াল সুপার ওভারে। সেখানে রাজিথাকে শুরুতেই চার কুশল পেরেরার। তবে তৃতীয় বলেই ক্যাচ হয়ে ফেরেন শ্রীলঙ্কান ব্যাটার। শেষ বলে রসের চারে ডাম্বুলার স্কোর ১ উইকেটে ৯ রান। গল টাইটানসের লক্ষ্য দাঁড়ায় ১০ রান। লক্ষ্য তাড়া করতে নেমে বিনোরা ফার্নান্দোকে চার মেরে শুরু ভানুকা রাজাপাক্ষের। পরের বল ওয়াইড। জয়ের জন্য বাকি রান পরের বলে ছয় মেরে এনে দেন তিনি। 

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮০ রান করে গল। ৩৪ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন রাজাপাক্ষে। ২১ বলে ৪২ রানের ক্যামিও উপহার দেন অপরাজিত ব্যাটার অধিনায়ক দাসুন শানাকা। প্রথমবারের মতো এলপিএল খেলতে নেমে সাকিব আল হাসান শাহনেওয়াজ দাহানির বলে বোল্ড হওয়ার আগে করেন ১৪ বলে ২৩ রান। পাঁচে ব্যাটিংয়ে নামেন বাংলাদেশি অলরাউন্ডার। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১ চার ও ২ ছয়ে। স্ট্রাইক রেট ১৬৪.২৮। 

বল হাতেও কার্যকরী ভূমিকা রাখেন সাকিব। ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ১ উইকেট। তাঁর শিকার সাদিরা সামারাবিক্রমা। ২৬ জুলাই ব্রাম্পটনে মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলে শ্রীলঙ্কায় উড়াল দেন তিনি। লঙ্কা প্রিমিয়ার লিগে গল টাইটানসের হয়ে অভিষেকেই অলরাউন্ড পারফরম্যান্স উপহার দিলেন সাকিব। 

লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২ রানে দুই ওপেনারকে হারায় ডাম্বুলা। এরপর তৃতীয় উইকেট জুটিতে ধনাঞ্জয়া ডি সিলভার (৪৩) ও কুশল পেরেরার (৪০) ৪৮ বলে ৭৬ রানের সুবাদে সেই ধাক্কা সামলে উঠে জয়ের দিকে ছুটতে থাকে তারা। তবে শানাকার দুর্দান্ত নৈপুণ্যে ম্যাচে ফিরে গল। ৩ উইকেট নিয়েছেন এই লঙ্কান বোলার। ৫ উইকেটে ১৮০ রানে থামে ডাম্বুলাও। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন শানাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

নেছারাবাদের সেই প্রধান শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত