সৌম্য-লিটনকে কিছু করতেই হবে
পাঁচ মাস আগের কথা। নিউজিল্যান্ড সফর থেকে ফেরার পর সৌম্য সরকারের কাছে সাক্ষাৎকার চাইতেই তাঁর জবাব, ‘এখন না, আরও ভালো খেলি, তখন নিয়েন।’ লম্বা সময় পর ফিরে নিউজিল্যান্ড সফরে ভালোই খেলেছিলেন সৌম্য, ক্যারিয়ারসেরা ১৬৯ রানের ইনিংস এল ওই সফরেই।