Ajker Patrika

লিটনরা ভালো অবস্থায় আছেন, দাবি শান্তর

নিজস্ব প্রতিবেদক, ডালাস থেকে 
আপডেট : ০৭ জুন ২০২৪, ১০: ৪৫
লিটনরা ভালো অবস্থায় আছেন, দাবি শান্তর

আগামীকাল বাংলাদেশ সময় ভোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছেন সাকিব-শান্তরা। গতকাল ডালাসে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্তর কথার প্রায় পুরোটাই থাকল এখানে।

বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বৈরথ
‘ম্যাচটা খুবই চ্যালেঞ্জিং হবে দুই দলের। খুব বেশি চিন্তা করি না যে, পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করা যায়। খুব বেশি সামনের দিকে না তাকিয়ে বর্তমান মুহূর্তে থাকা ভালো। সবাই খুব ভালো প্রস্তুতি নিয়েছে। আশা করি, সবাই পরিকল্পনা ভালোভাবে বাস্তবায়ন করতে পারবে।’

দর্শকদের আশা পূরণ
‘সব সময়ই তো দর্শকের প্রত্যাশা থাকে। সবাই চায় আমরা ভালো খেলি। আমরাও চাই ভালো খেলে বাংলাদেশের মানুষকে ভালো কিছু উপহার দিতে। আমরা শক্তি অনুযায়ী যদি খেলতে পারি, আশা করি ভালো ম্যাচ উপহার দিতে পারব।’

টপ অর্ডার ব্যাটারদের আত্মবিশ্বাস
‘এটা সত্যি সাম্প্রতিক সময়ে টপ অর্ডাররা ভালো করতে পারেনি বা পারছে না। তবে কাল একটা ভিন্ন দিন, ভিন্ন ম্যাচ। যার জায়গায় ঘাটতি আছে, শতভাগ দিয়ে উন্নতি করার চেষ্টা করছে। আগের চেয়ে তারা ভালো অবস্থায় আছে, যতটা নেটে অনুশীলন হয়েছে। আগে কী হয়েছে তা ভুলে কাল একটা নতুন দিন। নতুন দিনে শুরুটা যে ভালো করবে, যে সেট হবে, তার ভালো দায়িত্ব খেলা শেষ করা আসা।’

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ
‘সবাই ভালো অবস্থানে আছে, মানসিক দিকের কথা যদি বলেন। বিশ্বকাপের প্রথম ম্যাচে একটু হলেও নার্ভাস থাকবে। এটা কীভাবে সামলাচ্ছি, সেটাই গুরুত্বপূর্ণ।’ 

ডালাসের উইকেট

‘এই উইকেটটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি চিন্তার কিছু আছে। যার যেই ম্যাচ খেলার সামর্থ্য আছে, দক্ষতা আছে, সেই দক্ষতার ওপর বিশ্বাস করে খেললেই হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত