Ajker Patrika

সাকিব যখন সতীর্থদের ‘কোচ’

রানা আব্বাস, ডালাস থেকে
আপডেট : ০৭ জুন ২০২৪, ১২: ৫০
সাকিব যখন সতীর্থদের ‘কোচ’

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের স্পিন আক্রমণের প্রস্তুতি গত পরশু একেবারে কাছ থেকে দেখার সুযোগ করে দিল ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামের ছোট্ট নেট।

রাস্তাঘেঁষা বেড়ার কাছের নেটে বোলিং অনুশীলন করছিলেন পাঁচ স্পিনার—সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, শেখ মেহেদী আর তানভীর ইসলাম। তাঁদের তত্ত্বাবধান করছিলেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। আর মাঠের মতো এখানেও স্পিন আক্রমণের মধ্যমণি হয়ে রইলেন সাকিব।

স্পিন কোচ উপস্থিত থাকলেও অনুজ সতীর্থদের টিপস দেওয়ার কাজটা দারুণভাবে করে যাচ্ছিলেন সাকিব। কোন বল কীভাবে করলে সাফল্য মিলবে—যেন শেখ মেহেদী-তানভীরদের আরেকজন ‘কোচ’ সাকিব!  একপর্যায়ে তানভীরকে উদ্দেশ্য করে তারকা অলরাউন্ডার বলছিলেন, ‘উইকেট পেলে কেমন উদ্‌যাপন হবে?’ তানভীরের চেনা উদ্‌যাপন (ডান হাতের তর্জনী উঁচিয়ে বাঁ হাতের তর্জনী মুখে রেখে চুপ করার ভঙ্গি) কিছুটা অনুকরণ করেও দেখালেন সাকিব।

সাকিব হাসছেন, অনুজ সতীর্থরা হাসছেন—এই হাসিখুশি চেহারাটা মাঠেও দেখা গেলে হয়! নিউইয়র্ক ও ডালাসের উইকেট নিয়ে এখনো রহস্য থেকে গেছে। ডালাসে হাই স্কোরিং ম্যাচ দেখা গেলেও নিউইয়র্কের উইকেট মন্থরই দেখা যাচ্ছে। উইকেট নিয়ে সমালোচনাও হচ্ছে এন্তার। ওয়েস্ট ইন্ডিজের বেশির ভাগ উইকেট মন্থর হওয়ার সম্ভাবনাই বেশি। এ ধরনের কন্ডিশনে আশার বাতি হতে পারে বাংলাদেশের স্পিন আক্রমণ।  

নেটে যেমন সতীর্থদের পথ দেখিয়ে দিচ্ছিলেন সাকিব, এই বিশ্বকাপে বাংলাদেশ দলের ভালো কিছু উপহার দিতে প্রতিবারের মতো এবারও তাঁকে বাতিঘর হতে হবে।

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে নেটে কাল অনুশীলন শেষে ড্রেসিংরুমে ফেরার পথে সাকিব রসিকতা করলেন সাংবাদিকদের সঙ্গেও।

টুর্নামেন্ট ভালো খেলতে শুভকামনা জানাতেই সাকিবের রসিকতা, ‘আমরা তো মায়ের দোয়া টিম হয়ে গেছি! দোয়া চাওয়া বন্ধ করে দিয়েছি!’ সাকিবের রসিকতায় হাসির রোল উঠল। গত বিশ্বকাপে ধারাবাহিক ব্যর্থতার ব্যাখ্যায় বাংলাদেশ দলের এক তরুণ স্পিনার সম্প্রচারকারী টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘দোয়া করবেন, দোয়া চাওয়া ছাড়া অপশন নেই!’ সেই থেকে বাংলাদেশ দল খারাপ করলেই ফেসবুকে ট্রল হচ্ছে ‘মায়ের দোয়া টিম’ হিসেবে। এই বিশ্বকাপেও ব্যতিক্রম নয়। বিশ্বকাপ কাভার করতে আসা এক সিনিয়র সাংবাদিকের অনুরোধে সাকিব এগিয়ে এলেন উপস্থিত সব বাংলাদেশি সংবাদকর্মীর সঙ্গে ছবি তুলতে।

পরশু অনুশীলনে হঠাৎ পাওয়া লিটন দাসের চোট সাময়িক উদ্বেগ ছড়ালেও পরে বাংলাদেশ ওপেনার নিজেই চিন্তা দূর করেছেন সাবলীলভাবে অনুশীলন সেশন শেষ করে। তাঁর চোট নিয়ে চিন্তা না থাকলেও ব্যাটিং ভাবাচ্ছে। দলের সঙ্গে থাকা বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু পরশু সাংবাদিকদের তাই বলছিলেন, ‘লিটন কুমার দাস তার যে স্বাভাবিক ছন্দ, যে খেলাটি তাকে লিটন কুমার দাস হিসেবে ক্রিকেটে পরিচিত করেছে, ঠিক সেই পর্যায়ে এখনো সে আসতে পারেনি। যেটা আমরা বলে থাকি একটা ইনিংস দরকার ফর্মে ফিরতে, সেই জায়গায় লিটন এখনো আসতে পারেনি। তবে কোনো না কোনো ম্যাচে, অবশ্যই কোনো খেলার মাধ্যমে সে হয়তো ফিরে আসবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরতে যাওয়া তাসকিন আহমেদ পরশু নেটে বোলিং করেছেন পূর্ণ ছন্দে। তিনি ফেরায় বড় স্বস্তি বাংলাদেশ দলের। তবে হাতে ছয় সেলাই পড়া শরীফুল ইসলামের জন্য আরও কদিন অপেক্ষা করতে চায় টিম ম্যানেজমেন্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত