ক্রীড়া ডেস্ক
সমানে সমানে যুদ্ধ বলতে যা বোঝায়, ইকুয়েডরের কুইটো শহরের রদ্রিগো পাজ এলগাদো স্টেডিয়ামে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে তা-ই হয়েছে। নারী কোপা আমেরিকার ফাইনালের পরতে পরতে ছিল রোমাঞ্চ। টাইব্রেকারেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। সব রোমাঞ্চ ছাপিয়ে অবশেষে ২০২৫ কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন ব্রাজিলের নারী ফুটবল দল।
নারী কোপা আমেরিকার শিরোপা জেতা যেন একরকম অভ্যাস বানিয়ে ফেলেছে ব্রাজিল। কলম্বিয়া গত রাতে ভিন্ন গল্প লেখার জন্য প্রাণপণে চেষ্টা করেছিল। ৯০ মিনিট ছাড়িয়ে ১২০ মিনিট হওয়ার পর মূল ম্যাচে ৪-৪ গোলে সমতায় ছিল ব্রাজিল-কলম্বিয়া। খেলা এরপর টাইব্রেকারে গড়ালে ৫-৪ গোলে নারী কোপা আমেরিকায় নবম শিরোপা জেতে ব্রাজিল।
রদ্রিগো পাজ এলগাদো স্টেডিয়ামে টাইব্রেকারে গতকাল ব্রাজিল-কলম্বিয়া দুই দলই প্রথম ৬ গোলের মধ্যে ৪টি করে গোল করেছে। ব্রাজিলের গোল ৪টি করেছেন তারসিয়ানে, আমান্দা গুতিয়েরেস, মারিজা ও জনসন। ক্যাটালিনা উসমি, মার্সেলা রেস্ত্রেপো, লিন্ডা কাইসেদো, ওয়েন্দি বোনিলা—এই চার ফুটবলার করেছেন কলম্বিয়ার ৪ গোল। ব্রাজিলের পঞ্চম গোলটি করেন লুয়ানি। এরপর কলম্বিয়ার জোরেলিন ক্যারাবালি গোল করতে ব্যর্থ হলে ব্রাজিল জেতে ২০২৫ নারী কোপা আমেরিকার শিরোপা।
টাইব্রেকারে গড়ানোর আগে মূল ম্যাচে প্রথমে গোল পায় কলম্বিয়া। ২৫ মিনিটে দলটির ফরোয়ার্ড কাইসেদো লক্ষ্য ভেদ করেন। প্রথমার্ধের শেষ দিকে (৪৫ মিনিটের পর অতিরিক্ত ৯ মিনিটে) ব্রাজিলকে সমতায় ফেরান অ্যাঞ্জেলিনা। ১-১ গোলে সমতায় দ্বিতীয়ার্ধ শুরুর পরই দেখা যায় গোলের বন্যা। ৮৮ মিনিটে মাইরা রামিরেজের গোলে কলম্বিয়া এগিয়ে যায় ৩-২ গোলে। কলম্বিয়ার শিরোপা জয় যখন সময়ের ব্যাপার মাত্র, তখনই ম্যাচের গল্প বদলাতে শুরু করে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৬ মিনিট ও ১০৫ মিনিটে জোড়া গোল করেন ব্রাজিলের কিংবদন্তি মার্তা। ৮২ মিনিটে তিনি নেমেছেন জিও গার্বেলিনির পরিবর্তে।
অতিরিক্ত সময়ের শেষ ভাগে এসে চমক দেখায় কলম্বিয়া। ১১৫ মিনিটে দলটির মিডফিল্ডার লেসি সান্তোস গোল করে ম্যাচে ৪-৪ সমতা করেন। ব্রাজিলের ৪ গোলের মধ্যে মার্তার জোড়া গোলের পাশাপাশি একটি করে গোল করেন অ্যাঞ্জেলিনা ও গুতিয়েরেস। কলম্বিয়াকে ১টি গোলও উপহার দিয়েছে ব্রাজিল। ৬৯ মিনিটে আত্মঘাতী গোল করেন ব্রাজিলের ডিফেন্ডার তারসিয়ানে। এরপর পেনাল্টি শুটআউটে ৫-৪ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।
নারী কোপা আমেরিকায় এখন পর্যন্ত ১০ বারের মধ্যে ৯ বারই চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। টুর্নামেন্টের আরেক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা জিতেছে ২০০৬ সালে। ১৯ বছর আগে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। অন্যদিকে ব্রাজিলের ৯ শিরোপার ৪টিই এসেছে কলম্বিয়াকে হারিয়ে। ২০১০, ২০১৪, ২০২২-এর পর এবার কলম্বিয়াকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। সবশেষ ২০২২ সালের ফাইনালের প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকলেও সেটা আর করতে পারল না কলম্বিয়া।
সমানে সমানে যুদ্ধ বলতে যা বোঝায়, ইকুয়েডরের কুইটো শহরের রদ্রিগো পাজ এলগাদো স্টেডিয়ামে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে তা-ই হয়েছে। নারী কোপা আমেরিকার ফাইনালের পরতে পরতে ছিল রোমাঞ্চ। টাইব্রেকারেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। সব রোমাঞ্চ ছাপিয়ে অবশেষে ২০২৫ কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন ব্রাজিলের নারী ফুটবল দল।
নারী কোপা আমেরিকার শিরোপা জেতা যেন একরকম অভ্যাস বানিয়ে ফেলেছে ব্রাজিল। কলম্বিয়া গত রাতে ভিন্ন গল্প লেখার জন্য প্রাণপণে চেষ্টা করেছিল। ৯০ মিনিট ছাড়িয়ে ১২০ মিনিট হওয়ার পর মূল ম্যাচে ৪-৪ গোলে সমতায় ছিল ব্রাজিল-কলম্বিয়া। খেলা এরপর টাইব্রেকারে গড়ালে ৫-৪ গোলে নারী কোপা আমেরিকায় নবম শিরোপা জেতে ব্রাজিল।
রদ্রিগো পাজ এলগাদো স্টেডিয়ামে টাইব্রেকারে গতকাল ব্রাজিল-কলম্বিয়া দুই দলই প্রথম ৬ গোলের মধ্যে ৪টি করে গোল করেছে। ব্রাজিলের গোল ৪টি করেছেন তারসিয়ানে, আমান্দা গুতিয়েরেস, মারিজা ও জনসন। ক্যাটালিনা উসমি, মার্সেলা রেস্ত্রেপো, লিন্ডা কাইসেদো, ওয়েন্দি বোনিলা—এই চার ফুটবলার করেছেন কলম্বিয়ার ৪ গোল। ব্রাজিলের পঞ্চম গোলটি করেন লুয়ানি। এরপর কলম্বিয়ার জোরেলিন ক্যারাবালি গোল করতে ব্যর্থ হলে ব্রাজিল জেতে ২০২৫ নারী কোপা আমেরিকার শিরোপা।
টাইব্রেকারে গড়ানোর আগে মূল ম্যাচে প্রথমে গোল পায় কলম্বিয়া। ২৫ মিনিটে দলটির ফরোয়ার্ড কাইসেদো লক্ষ্য ভেদ করেন। প্রথমার্ধের শেষ দিকে (৪৫ মিনিটের পর অতিরিক্ত ৯ মিনিটে) ব্রাজিলকে সমতায় ফেরান অ্যাঞ্জেলিনা। ১-১ গোলে সমতায় দ্বিতীয়ার্ধ শুরুর পরই দেখা যায় গোলের বন্যা। ৮৮ মিনিটে মাইরা রামিরেজের গোলে কলম্বিয়া এগিয়ে যায় ৩-২ গোলে। কলম্বিয়ার শিরোপা জয় যখন সময়ের ব্যাপার মাত্র, তখনই ম্যাচের গল্প বদলাতে শুরু করে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৬ মিনিট ও ১০৫ মিনিটে জোড়া গোল করেন ব্রাজিলের কিংবদন্তি মার্তা। ৮২ মিনিটে তিনি নেমেছেন জিও গার্বেলিনির পরিবর্তে।
অতিরিক্ত সময়ের শেষ ভাগে এসে চমক দেখায় কলম্বিয়া। ১১৫ মিনিটে দলটির মিডফিল্ডার লেসি সান্তোস গোল করে ম্যাচে ৪-৪ সমতা করেন। ব্রাজিলের ৪ গোলের মধ্যে মার্তার জোড়া গোলের পাশাপাশি একটি করে গোল করেন অ্যাঞ্জেলিনা ও গুতিয়েরেস। কলম্বিয়াকে ১টি গোলও উপহার দিয়েছে ব্রাজিল। ৬৯ মিনিটে আত্মঘাতী গোল করেন ব্রাজিলের ডিফেন্ডার তারসিয়ানে। এরপর পেনাল্টি শুটআউটে ৫-৪ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।
নারী কোপা আমেরিকায় এখন পর্যন্ত ১০ বারের মধ্যে ৯ বারই চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। টুর্নামেন্টের আরেক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা জিতেছে ২০০৬ সালে। ১৯ বছর আগে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। অন্যদিকে ব্রাজিলের ৯ শিরোপার ৪টিই এসেছে কলম্বিয়াকে হারিয়ে। ২০১০, ২০১৪, ২০২২-এর পর এবার কলম্বিয়াকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। সবশেষ ২০২২ সালের ফাইনালের প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকলেও সেটা আর করতে পারল না কলম্বিয়া।
টেস্ট ক্রিকেটে বিদায় বলার তিন মাসও পূর্ণ হয়নি রোহিত শর্মার। খেলোয়াড় হিসেবে এবার তাই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে নেই রোহিত। কিন্তু যে ভারতের হয়ে ২০০৭ সাল থেকে খেলছেন, সেই দলের (ভারত) টানে এবার লন্ডনের ওভালে এসেছেন রোহিত।
২ মিনিট আগেলন্ডনের ওভালে টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২৬৩ রান করে জয়ের কীর্তি ইংল্যান্ডের। ১৯০২ সালে সেই ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। ইংলিশদের সামনে এবার নিজেদেরই ১২৩ বছরের পুরোনো রেকর্ড ভাঙার হাতছানি। ওভালে সিরিজের পঞ্চম টেস্টে ইংল্যান্ডের সামনে ৩৭৪ রানের লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে ভারত।
৩৯ মিনিট আগেভারত সেমিফাইনালে না খেলায় পাকিস্তান সরাসরি উঠে যায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ফাইনালে। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তান বিন্দুমাত্র পাত্তা পায়নি। এবি ডি ভিলিয়ার্সের ঝোড়ো সেঞ্চুরিতেই পাকিস্তান চ্যাম্পিয়নস হয়ে যায় স্তব্ধ। একতরফা ফাইনালের পর রহস্যময় পোস্ট দিয়েছেন সুরেশ রা
১ ঘণ্টা আগেসভাপতির দায়িত্ব নিয়ে আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছিলেন, তাঁর প্রথম লক্ষ্য হলো, দেশব্যাপী ক্রিকেট ছড়িয়ে দেওয়া। আর ক্রিকেট বিকেন্দ্রীকরণের প্রথম শর্ত, দেশব্যাপী ভালো মানের কোচিং ছড়িয়ে দেওয়া। সেই লক্ষ্যে বিসিবি এখন জোর দিয়েছে গেম এডুকেশনে।
২ ঘণ্টা আগে