Ajker Patrika

রুদ্ধশ্বাস জয়ে নবম শিরোপা জিতল ব্রাজিল

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১১: ১৯
নারী কোপা আমেরিকায় নবম শিরোপা জয়ের পর ব্রাজিলের উদযাপন। ছবি: এএফপি
নারী কোপা আমেরিকায় নবম শিরোপা জয়ের পর ব্রাজিলের উদযাপন। ছবি: এএফপি

সমানে সমানে যুদ্ধ বলতে যা বোঝায়, ইকুয়েডরের কুইটো শহরের রদ্রিগো পাজ এলগাদো স্টেডিয়ামে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে তা-ই হয়েছে। নারী কোপা আমেরিকার ফাইনালের পরতে পরতে ছিল রোমাঞ্চ। টাইব্রেকারেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। সব রোমাঞ্চ ছাপিয়ে অবশেষে ২০২৫ কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন ব্রাজিলের নারী ফুটবল দল।

নারী কোপা আমেরিকার শিরোপা জেতা যেন একরকম অভ্যাস বানিয়ে ফেলেছে ব্রাজিল। কলম্বিয়া গত রাতে ভিন্ন গল্প লেখার জন্য প্রাণপণে চেষ্টা করেছিল। ৯০ মিনিট ছাড়িয়ে ১২০ মিনিট হওয়ার পর মূল ম্যাচে ৪-৪ গোলে সমতায় ছিল ব্রাজিল-কলম্বিয়া। খেলা এরপর টাইব্রেকারে গড়ালে ৫-৪ গোলে নারী কোপা আমেরিকায় নবম শিরোপা জেতে ব্রাজিল।

রদ্রিগো পাজ এলগাদো স্টেডিয়ামে টাইব্রেকারে গতকাল ব্রাজিল-কলম্বিয়া দুই দলই প্রথম ৬ গোলের মধ্যে ৪টি করে গোল করেছে। ব্রাজিলের গোল ৪টি করেছেন তারসিয়ানে, আমান্দা গুতিয়েরেস, মারিজা ও জনসন। ক্যাটালিনা উসমি, মার্সেলা রেস্ত্রেপো, লিন্ডা কাইসেদো, ওয়েন্দি বোনিলা—এই চার ফুটবলার করেছেন কলম্বিয়ার ৪ গোল। ব্রাজিলের পঞ্চম গোলটি করেন লুয়ানি। এরপর কলম্বিয়ার জোরেলিন ক্যারাবালি গোল করতে ব্যর্থ হলে ব্রাজিল জেতে ২০২৫ নারী কোপা আমেরিকার শিরোপা।

টাইব্রেকারে গড়ানোর আগে মূল ম্যাচে প্রথমে গোল পায় কলম্বিয়া। ২৫ মিনিটে দলটির ফরোয়ার্ড কাইসেদো লক্ষ্য ভেদ করেন। প্রথমার্ধের শেষ দিকে (৪৫ মিনিটের পর অতিরিক্ত ৯ মিনিটে) ব্রাজিলকে সমতায় ফেরান অ্যাঞ্জেলিনা। ১-১ গোলে সমতায় দ্বিতীয়ার্ধ শুরুর পরই দেখা যায় গোলের বন্যা। ৮৮ মিনিটে মাইরা রামিরেজের গোলে কলম্বিয়া এগিয়ে যায় ৩-২ গোলে। কলম্বিয়ার শিরোপা জয় যখন সময়ের ব্যাপার মাত্র, তখনই ম্যাচের গল্প বদলাতে শুরু করে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৬ মিনিট ও ১০৫ মিনিটে জোড়া গোল করেন ব্রাজিলের কিংবদন্তি মার্তা। ৮২ মিনিটে তিনি নেমেছেন জিও গার্বেলিনির পরিবর্তে।

অতিরিক্ত সময়ের শেষ ভাগে এসে চমক দেখায় কলম্বিয়া। ১১৫ মিনিটে দলটির মিডফিল্ডার লেসি সান্তোস গোল করে ম্যাচে ৪-৪ সমতা করেন। ব্রাজিলের ৪ গোলের মধ্যে মার্তার জোড়া গোলের পাশাপাশি একটি করে গোল করেন অ্যাঞ্জেলিনা ও গুতিয়েরেস। কলম্বিয়াকে ১টি গোলও উপহার দিয়েছে ব্রাজিল। ৬৯ মিনিটে আত্মঘাতী গোল করেন ব্রাজিলের ডিফেন্ডার তারসিয়ানে। এরপর পেনাল্টি শুটআউটে ৫-৪ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।

নারী কোপা আমেরিকায় এখন পর্যন্ত ১০ বারের মধ্যে ৯ বারই চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। টুর্নামেন্টের আরেক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা জিতেছে ২০০৬ সালে। ১৯ বছর আগে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। অন্যদিকে ব্রাজিলের ৯ শিরোপার ৪টিই এসেছে কলম্বিয়াকে হারিয়ে। ২০১০, ২০১৪, ২০২২-এর পর এবার কলম্বিয়াকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। সবশেষ ২০২২ সালের ফাইনালের প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকলেও সেটা আর করতে পারল না কলম্বিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

দলীয় প্রধান আসবেন, তাই পুলিশ এনে খোলা হলো কার্যালয়ের তালা

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত