Ajker Patrika

ভয় নিয়ে বোলিং করি না, ম্যাচের পর রিশাদ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৮ জুন ২০২৪, ১২: ১৯
Thumbnail image

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নেমেছেন রিশাদ হোসেন। বিশ্বমঞ্চে প্রথম খেলতে নেমে স্বাভাবিকভাবেই একটু নার্ভাস থাকার কথা ছিল বাংলাদেশি লেগ স্পিনারের। কিন্তু ম্যাচ শেষে ভিন্ন কিছু জানিয়েছেন রিশাদ। 

ভয় নিয়ে কোনো বোলিং করেননি বলে জানিয়েছেন রিশাদ। রিশাদ যে ভুল বলেননি তাঁর প্রমাণ পাওয়া গেছে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে। প্রথম ম্যাচ খেলতে নেমেই বাজিমাত করেছেন তিনি। ২২ রানে ৩ উইকেট নিয়ে ক্যারিয়ার-সেরা বোলিং করেছেন ২১ বছর বয়সী লেগ স্পিনার। 

শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটে বাংলাদেশ জয় পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে নিজের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন রিশাদ। তিনি বলেছেন, ‘ভালো লাগছে, বিশ্বকাপের প্রথম ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছি। চেষ্টা করছি যে দুই-চারটা বল করার পর এই উইকেটে কী হতে পারে।’

প্রথমবার বোলিং করতে নেমে নার্ভাস ছিলেন কি না—এমন প্রশ্নের জবাবে রিশাদ বলেছেন, ‘আমি ভয় নিয়ে বোলিং করি না। চেষ্টা করেছি, বোলিংয়ে এলে যেন দলকে উইকেট এনে দিতে পারি। উইকেট এনে দিলে খেলার মোড় পরিবর্তন হবে।’ 

শ্রীলঙ্কা যখন দারুণ ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই ১৫তম ওভারে বোলিংয়ে এসে টানা ২ বলে ২ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরে দেন রিশাদ। এ সময় সৌম্য সরকারের হাতে ক্যাচ দিতে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে বাধ্য করেছিলেন তিনি। সেই উইকেটকেই তাঁর সেরা উইকেট বলে জানিয়েছেন এই লেগ স্পিনার। সঙ্গে এটাও জানিয়েছেন যে ম্যাচ জেতায় হ্যাটট্রিক না পাওয়ার আক্ষেপ নেই তাঁর। রিশাদ বলেছেন, ‘স্লিপে যেটা ক্যাচ হয়েছে বেশি আনন্দ দিয়েছে। কোনো কিছু নিয়ে আক্ষেপ না করাই ভালো।’ 

দুর্দান্ত বোলিং করায় ম্যাচ-সেরাও হয়েছেন রিশাদ। বিশ্বকাপে অভিষেক ম্যাচ খেলতে নেমেই এমন পুরস্কারের আনন্দ দ্বিগুণ হয়েছে বাংলাদেশ ম্যাচ জেতায়। তাই আজকের দিনটা উপভোগ করেই কাটাতে চান তিনি। ২১ বছর বয়সী লেগ স্পিনার বলেছেন, ‘আজকের দিনটা এনজয় করি, তারপর দেখা যাবে ইনশা আল্লাহ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত