২০২৪ লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলামের পরই মালিকানা নিয়ে জটিলতায় পড়ে যায় ডাম্বুলা থান্ডার্স। অবশেষে মোস্তাফিজুর রহমানের দল খুঁজে পেল নতুন মালিক। ফ্র্যাঞ্চাইজিটির নাম বদলে এখন হয়েছে ডাম্বুলা সিক্সার্স।
এলপিএল ২০২৪ আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডাম্বুলার মালিকানা বদলের ব্যাপারটি নিশ্চিত করেছে। ক্যালিফর্নিয়ার লস অ্যাঞ্জেলেস ভিত্তিক একটি সিভিল ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘সিকুয়ে কনসালটেন্ট’ ফ্র্যাঞ্চাইজিটির অধিকাংশ শেয়ারের মালিক। ‘সিকুয়ে কনসালটেন্ট’ কোম্পানিটি একজন চার্টার্ড প্রকৌশলী প্রিয়ঙ্গা ডি সিলভার অধীনে পরিচালিত হচ্ছে। ইঞ্জিনিয়ারিং কোম্পানিটির প্রধান নির্বাহী ও সভাপতি হচ্ছেন ডি সিলভা। ডি সিলভা শ্রীলঙ্কার সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার। ১৯৮৩ সালে লঙ্কানদের অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন। এলপিএলে ফ্রাঞ্জাইজি ক্লাব কেনা প্রসঙ্গে ডি সিলভা বলেন, ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ইচ্ছে থেকে, বিশেষ করে শ্রীলংঙ্কা ক্রিকেটের সঙ্গে থাকব বলে ডাম্বুলা সিক্সারস ক্লাবটি কিনেছি।’
ডি সিলভারকে ডাম্বুলার মালিক হিসেবে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এলপিএলের টুর্নামেন্ট পরিচালক সামান্থা দোদানওয়ালা। দোদানওয়ালা বলেন, ‘ডাম্বুলার নতুন মালিক পেয়ে আমরা খুবই খুশি এবং ডি সিলভার পূর্বের ক্রিকেট সংশ্লিষ্টতা অবশ্যই ফ্র্যাঞ্চাইজির আরও মান বাড়িয়ে দেবে। তিনি দেশের ক্রিকেটের জনপ্রিয়তা ভালোই বোঝেন।’
আইকন খেলোয়াড় হিসেবে মোস্তাফিজকে নিয়েছিল ডাম্বুলা ফ্র্যাঞ্চাইজি। পরে ফিক্সিং সন্দেহে দলটির পূর্বের মালিক তামিম রহমানকে গ্রেপ্তার করেন পুলিশ। ডাম্বুলার সঙ্গে চুক্তি বাতিল করেছিল এলপিএল কর্তৃপক্ষ।
২০২০ সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত চারবার হয়েছে এলপিএল। নিলাম থেকে তাসকিন আহমেদকে ৫০ হাজার মার্কিন ডলারে কিনেছে কলম্বো স্ট্রাইকার্স। বাংলাদেশি মুদ্রায় তা ৫৮ লাখ ৬০ হাজার টাকা। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিমরা নাম দিলেও কোনো দল তাঁদের কেনেনি। বি-লাভ ক্যান্ডি, গল মার্ভেলস, জাফনা কিংস, ডাম্বুলা সিক্সার্স, কলম্বো স্ট্রাইকার্স—এই পাঁচ দল নিয়ে ১ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত হবে এলপিএলের পঞ্চম মৌসুম।
২০২৪ লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলামের পরই মালিকানা নিয়ে জটিলতায় পড়ে যায় ডাম্বুলা থান্ডার্স। অবশেষে মোস্তাফিজুর রহমানের দল খুঁজে পেল নতুন মালিক। ফ্র্যাঞ্চাইজিটির নাম বদলে এখন হয়েছে ডাম্বুলা সিক্সার্স।
এলপিএল ২০২৪ আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডাম্বুলার মালিকানা বদলের ব্যাপারটি নিশ্চিত করেছে। ক্যালিফর্নিয়ার লস অ্যাঞ্জেলেস ভিত্তিক একটি সিভিল ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘সিকুয়ে কনসালটেন্ট’ ফ্র্যাঞ্চাইজিটির অধিকাংশ শেয়ারের মালিক। ‘সিকুয়ে কনসালটেন্ট’ কোম্পানিটি একজন চার্টার্ড প্রকৌশলী প্রিয়ঙ্গা ডি সিলভার অধীনে পরিচালিত হচ্ছে। ইঞ্জিনিয়ারিং কোম্পানিটির প্রধান নির্বাহী ও সভাপতি হচ্ছেন ডি সিলভা। ডি সিলভা শ্রীলঙ্কার সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার। ১৯৮৩ সালে লঙ্কানদের অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন। এলপিএলে ফ্রাঞ্জাইজি ক্লাব কেনা প্রসঙ্গে ডি সিলভা বলেন, ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ইচ্ছে থেকে, বিশেষ করে শ্রীলংঙ্কা ক্রিকেটের সঙ্গে থাকব বলে ডাম্বুলা সিক্সারস ক্লাবটি কিনেছি।’
ডি সিলভারকে ডাম্বুলার মালিক হিসেবে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এলপিএলের টুর্নামেন্ট পরিচালক সামান্থা দোদানওয়ালা। দোদানওয়ালা বলেন, ‘ডাম্বুলার নতুন মালিক পেয়ে আমরা খুবই খুশি এবং ডি সিলভার পূর্বের ক্রিকেট সংশ্লিষ্টতা অবশ্যই ফ্র্যাঞ্চাইজির আরও মান বাড়িয়ে দেবে। তিনি দেশের ক্রিকেটের জনপ্রিয়তা ভালোই বোঝেন।’
আইকন খেলোয়াড় হিসেবে মোস্তাফিজকে নিয়েছিল ডাম্বুলা ফ্র্যাঞ্চাইজি। পরে ফিক্সিং সন্দেহে দলটির পূর্বের মালিক তামিম রহমানকে গ্রেপ্তার করেন পুলিশ। ডাম্বুলার সঙ্গে চুক্তি বাতিল করেছিল এলপিএল কর্তৃপক্ষ।
২০২০ সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত চারবার হয়েছে এলপিএল। নিলাম থেকে তাসকিন আহমেদকে ৫০ হাজার মার্কিন ডলারে কিনেছে কলম্বো স্ট্রাইকার্স। বাংলাদেশি মুদ্রায় তা ৫৮ লাখ ৬০ হাজার টাকা। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিমরা নাম দিলেও কোনো দল তাঁদের কেনেনি। বি-লাভ ক্যান্ডি, গল মার্ভেলস, জাফনা কিংস, ডাম্বুলা সিক্সার্স, কলম্বো স্ট্রাইকার্স—এই পাঁচ দল নিয়ে ১ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত হবে এলপিএলের পঞ্চম মৌসুম।
টেস্ট শুরুর আগে নাহিদ রানাকে নিয়ে নাজমুল হোসেন শান্ত ও শন উইলিয়ামসের মধ্যে কথার লড়াই জমে উঠেছিল। উইলিয়ামস জানিয়েছিলেন, নাহিদ রানার চেয়েও বেশি গতির বোলিং মেশিন জিম্বাবুয়ের আছে। এরপর শান্ত জবাব দিয়েছিলেন এই বলে যে খেললেই জিম্বাবুয়ে বুঝবে তাঁর (নাহিদ রানার) গতি কী জিনিস।
১৯ মিনিট আগেম্যাচের শেষ বাঁশি না বাজা পর্যন্ত রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়ে বলার উপায় নেই। ম্যাচের ফল যখন অনেকেই ধারণা করে ফেলেন, সেই মুহূর্তে চমক দেখায় মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে কার্লো আনচেলত্তির দল পেয়েছে রুদ্ধশ্বাস এক জয়।
১ ঘণ্টা আগেসিলেটে গতকাল শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটা ছিল জিম্বাবুয়ের। বাংলাদেশ যেখানে রানের জন্য হাঁসফাঁস করেছে, যেভাবে উইকেট বিলিয়ে দিয়েছেন, জিম্বাবুয়ে ব্যাটিং করেছে স্বচ্ছন্দে। সফরকারীরা ব্যাটিং করেছে ওয়ানডে মেজাজে। অবশেষে সেই জুটি ভাঙল দ্বিতীয় দিনের সকালে।
২ ঘণ্টা আগেদ্বিতীয় মেয়াদে ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশের প্রধান কোচ হয়ে এসেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তবে দুই বছরের চুক্তিতে এলেও সেটা পূর্ণ হওয়ার আগেই তাঁকে চাকরিচ্যুত করা হয়। ছয় মাস আগের সেই ঘটনা নিয়ে হাথুরু এবার যা বললেন, তা পিলে চমকে দেওয়ার মতো।
২ ঘণ্টা আগে