Ajker Patrika

নতুন মালিক খুঁজে পেল মোস্তাফিজের লঙ্কা প্রিমিয়ার লিগের দল

নতুন মালিক খুঁজে পেল মোস্তাফিজের লঙ্কা প্রিমিয়ার লিগের দল

২০২৪ লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলামের পরই মালিকানা নিয়ে জটিলতায় পড়ে যায় ডাম্বুলা থান্ডার্স। অবশেষে মোস্তাফিজুর রহমানের দল খুঁজে পেল নতুন মালিক। ফ্র্যাঞ্চাইজিটির নাম বদলে এখন হয়েছে ডাম্বুলা সিক্সার্স।

এলপিএল ২০২৪ আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডাম্বুলার মালিকানা বদলের ব্যাপারটি নিশ্চিত করেছে। ক্যালিফর্নিয়ার লস অ্যাঞ্জেলেস ভিত্তিক একটি সিভিল ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘সিকুয়ে কনসালটেন্ট’ ফ্র্যাঞ্চাইজিটির অধিকাংশ শেয়ারের মালিক। ‘সিকুয়ে কনসালটেন্ট’ কোম্পানিটি একজন চার্টার্ড প্রকৌশলী প্রিয়ঙ্গা ডি সিলভার অধীনে পরিচালিত হচ্ছে। ইঞ্জিনিয়ারিং কোম্পানিটির প্রধান নির্বাহী ও সভাপতি হচ্ছেন ডি সিলভা। ডি সিলভা শ্রীলঙ্কার সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার। ১৯৮৩ সালে লঙ্কানদের অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন। এলপিএলে ফ্রাঞ্জাইজি ক্লাব কেনা প্রসঙ্গে ডি সিলভা বলেন, ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ইচ্ছে থেকে, বিশেষ করে শ্রীলংঙ্কা ক্রিকেটের সঙ্গে থাকব বলে ডাম্বুলা সিক্সারস ক্লাবটি কিনেছি।’

ডি সিলভারকে ডাম্বুলার মালিক হিসেবে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এলপিএলের টুর্নামেন্ট পরিচালক সামান্থা দোদানওয়ালা। দোদানওয়ালা বলেন, ‘ডাম্বুলার নতুন মালিক পেয়ে আমরা খুবই খুশি এবং ডি সিলভার পূর্বের ক্রিকেট সংশ্লিষ্টতা অবশ্যই ফ্র্যাঞ্চাইজির আরও মান বাড়িয়ে দেবে। তিনি দেশের ক্রিকেটের জনপ্রিয়তা ভালোই বোঝেন।’

আইকন খেলোয়াড় হিসেবে মোস্তাফিজকে নিয়েছিল ডাম্বুলা ফ্র্যাঞ্চাইজি। পরে ফিক্সিং সন্দেহে দলটির পূর্বের মালিক তামিম রহমানকে গ্রেপ্তার করেন পুলিশ। ডাম্বুলার সঙ্গে চুক্তি বাতিল করেছিল এলপিএল কর্তৃপক্ষ।

২০২০ সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত চারবার হয়েছে এলপিএল। নিলাম থেকে তাসকিন আহমেদকে ৫০ হাজার মার্কিন ডলারে কিনেছে কলম্বো স্ট্রাইকার্স। বাংলাদেশি মুদ্রায় তা ৫৮ লাখ ৬০ হাজার টাকা। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিমরা নাম দিলেও কোনো দল তাঁদের কেনেনি। বি-লাভ ক্যান্ডি, গল মার্ভেলস, জাফনা কিংস, ডাম্বুলা সিক্সার্স, কলম্বো স্ট্রাইকার্স—এই পাঁচ দল নিয়ে ১ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত হবে এলপিএলের পঞ্চম মৌসুম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত