২০২৪ লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলামের পরই মালিকানা নিয়ে জটিলতায় পড়ে যায় ডাম্বুলা থান্ডার্স। অবশেষে মোস্তাফিজুর রহমানের দল খুঁজে পেল নতুন মালিক। ফ্র্যাঞ্চাইজিটির নাম বদলে এখন হয়েছে ডাম্বুলা সিক্সার্স।
এলপিএল ২০২৪ আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডাম্বুলার মালিকানা বদলের ব্যাপারটি নিশ্চিত করেছে। ক্যালিফর্নিয়ার লস অ্যাঞ্জেলেস ভিত্তিক একটি সিভিল ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘সিকুয়ে কনসালটেন্ট’ ফ্র্যাঞ্চাইজিটির অধিকাংশ শেয়ারের মালিক। ‘সিকুয়ে কনসালটেন্ট’ কোম্পানিটি একজন চার্টার্ড প্রকৌশলী প্রিয়ঙ্গা ডি সিলভার অধীনে পরিচালিত হচ্ছে। ইঞ্জিনিয়ারিং কোম্পানিটির প্রধান নির্বাহী ও সভাপতি হচ্ছেন ডি সিলভা। ডি সিলভা শ্রীলঙ্কার সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার। ১৯৮৩ সালে লঙ্কানদের অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন। এলপিএলে ফ্রাঞ্জাইজি ক্লাব কেনা প্রসঙ্গে ডি সিলভা বলেন, ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ইচ্ছে থেকে, বিশেষ করে শ্রীলংঙ্কা ক্রিকেটের সঙ্গে থাকব বলে ডাম্বুলা সিক্সারস ক্লাবটি কিনেছি।’
ডি সিলভারকে ডাম্বুলার মালিক হিসেবে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এলপিএলের টুর্নামেন্ট পরিচালক সামান্থা দোদানওয়ালা। দোদানওয়ালা বলেন, ‘ডাম্বুলার নতুন মালিক পেয়ে আমরা খুবই খুশি এবং ডি সিলভার পূর্বের ক্রিকেট সংশ্লিষ্টতা অবশ্যই ফ্র্যাঞ্চাইজির আরও মান বাড়িয়ে দেবে। তিনি দেশের ক্রিকেটের জনপ্রিয়তা ভালোই বোঝেন।’
আইকন খেলোয়াড় হিসেবে মোস্তাফিজকে নিয়েছিল ডাম্বুলা ফ্র্যাঞ্চাইজি। পরে ফিক্সিং সন্দেহে দলটির পূর্বের মালিক তামিম রহমানকে গ্রেপ্তার করেন পুলিশ। ডাম্বুলার সঙ্গে চুক্তি বাতিল করেছিল এলপিএল কর্তৃপক্ষ।
২০২০ সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত চারবার হয়েছে এলপিএল। নিলাম থেকে তাসকিন আহমেদকে ৫০ হাজার মার্কিন ডলারে কিনেছে কলম্বো স্ট্রাইকার্স। বাংলাদেশি মুদ্রায় তা ৫৮ লাখ ৬০ হাজার টাকা। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিমরা নাম দিলেও কোনো দল তাঁদের কেনেনি। বি-লাভ ক্যান্ডি, গল মার্ভেলস, জাফনা কিংস, ডাম্বুলা সিক্সার্স, কলম্বো স্ট্রাইকার্স—এই পাঁচ দল নিয়ে ১ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত হবে এলপিএলের পঞ্চম মৌসুম।
২০২৪ লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলামের পরই মালিকানা নিয়ে জটিলতায় পড়ে যায় ডাম্বুলা থান্ডার্স। অবশেষে মোস্তাফিজুর রহমানের দল খুঁজে পেল নতুন মালিক। ফ্র্যাঞ্চাইজিটির নাম বদলে এখন হয়েছে ডাম্বুলা সিক্সার্স।
এলপিএল ২০২৪ আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডাম্বুলার মালিকানা বদলের ব্যাপারটি নিশ্চিত করেছে। ক্যালিফর্নিয়ার লস অ্যাঞ্জেলেস ভিত্তিক একটি সিভিল ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘সিকুয়ে কনসালটেন্ট’ ফ্র্যাঞ্চাইজিটির অধিকাংশ শেয়ারের মালিক। ‘সিকুয়ে কনসালটেন্ট’ কোম্পানিটি একজন চার্টার্ড প্রকৌশলী প্রিয়ঙ্গা ডি সিলভার অধীনে পরিচালিত হচ্ছে। ইঞ্জিনিয়ারিং কোম্পানিটির প্রধান নির্বাহী ও সভাপতি হচ্ছেন ডি সিলভা। ডি সিলভা শ্রীলঙ্কার সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার। ১৯৮৩ সালে লঙ্কানদের অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন। এলপিএলে ফ্রাঞ্জাইজি ক্লাব কেনা প্রসঙ্গে ডি সিলভা বলেন, ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ইচ্ছে থেকে, বিশেষ করে শ্রীলংঙ্কা ক্রিকেটের সঙ্গে থাকব বলে ডাম্বুলা সিক্সারস ক্লাবটি কিনেছি।’
ডি সিলভারকে ডাম্বুলার মালিক হিসেবে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এলপিএলের টুর্নামেন্ট পরিচালক সামান্থা দোদানওয়ালা। দোদানওয়ালা বলেন, ‘ডাম্বুলার নতুন মালিক পেয়ে আমরা খুবই খুশি এবং ডি সিলভার পূর্বের ক্রিকেট সংশ্লিষ্টতা অবশ্যই ফ্র্যাঞ্চাইজির আরও মান বাড়িয়ে দেবে। তিনি দেশের ক্রিকেটের জনপ্রিয়তা ভালোই বোঝেন।’
আইকন খেলোয়াড় হিসেবে মোস্তাফিজকে নিয়েছিল ডাম্বুলা ফ্র্যাঞ্চাইজি। পরে ফিক্সিং সন্দেহে দলটির পূর্বের মালিক তামিম রহমানকে গ্রেপ্তার করেন পুলিশ। ডাম্বুলার সঙ্গে চুক্তি বাতিল করেছিল এলপিএল কর্তৃপক্ষ।
২০২০ সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত চারবার হয়েছে এলপিএল। নিলাম থেকে তাসকিন আহমেদকে ৫০ হাজার মার্কিন ডলারে কিনেছে কলম্বো স্ট্রাইকার্স। বাংলাদেশি মুদ্রায় তা ৫৮ লাখ ৬০ হাজার টাকা। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিমরা নাম দিলেও কোনো দল তাঁদের কেনেনি। বি-লাভ ক্যান্ডি, গল মার্ভেলস, জাফনা কিংস, ডাম্বুলা সিক্সার্স, কলম্বো স্ট্রাইকার্স—এই পাঁচ দল নিয়ে ১ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত হবে এলপিএলের পঞ্চম মৌসুম।
সভাপতির দায়িত্ব নিয়ে আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছিলেন, তাঁর প্রথম লক্ষ্য হলো, দেশব্যাপী ক্রিকেট ছড়িয়ে দেওয়া। আর ক্রিকেট বিকেন্দ্রীকরণের প্রথম শর্ত, দেশব্যাপী ভালো মানের কোচিং ছড়িয়ে দেওয়া। সেই লক্ষ্যে বিসিবি এখন জোর দিয়েছে গেম এডুকেশনে।
১ ঘণ্টা আগেঅ্যাটলাসের বিপক্ষে গত বৃহস্পতিবার লিগস কাপের ম্যাচে জোড়া অ্যাসিস্টে প্রত্যাবর্তনের দারুণ গল্প লিখেছিলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের ওপর তাতে ভক্ত-সমর্থকদের আশা অনেক বেড়ে যায়।
১ ঘণ্টা আগেসমানে সমানে যুদ্ধ বলতে যা বোঝায়, ইকুয়েডরের কুইটো শহরের রদ্রিগো পাজ এলগাদো স্টেডিয়ামে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে তা-ই হয়েছে। নারী কোপা আমেরিকার ফাইনালের পরতে পরতে ছিল রোমাঞ্চ। টাইব্রেকারেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। সব রোমাঞ্চ ছাপিয়ে অবশেষে ২০২৫ কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন ব্রাজিলের নারী ফুটবল দল।
২ ঘণ্টা আগেফাইন লেগ দিয়ে বল সীমানা পেরোতেই উল্লাস জেসন হোল্ডারের। শেষ বলে চার মেরে দলকে জেতানোর পর এমন উচ্ছ্বাস থাকাই তো স্বাভাবিক। ওয়েস্ট ইন্ডিজের রুদ্ধশ্বাস জয়ের পর ডাগআউট থেকে এসে হোল্ডারের হাতে তালি দিয়ে উদযাপন করলেন গুড়াকেশ মোতি, রস্টন চেজরাও।
২ ঘণ্টা আগে