Ajker Patrika

শেষ বলের রোমাঞ্চে পাকিস্তানকে হারিয়ে অবশেষে জিতল ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক    
ওয়েস্ট ইন্ডিজের রুদ্ধশ্বাস জয়ের পর জেসন হোল্ডারের উচ্ছ্বাস। ছবি: ক্রিকইনফো
ওয়েস্ট ইন্ডিজের রুদ্ধশ্বাস জয়ের পর জেসন হোল্ডারের উচ্ছ্বাস। ছবি: ক্রিকইনফো

ফাইন লেগ দিয়ে বল সীমানা পেরোতেই উল্লাস জেসন হোল্ডারের। শেষ বলে চার মেরে দলকে জেতানোর পর এমন উচ্ছ্বাস থাকাই তো স্বাভাবিক। ওয়েস্ট ইন্ডিজের রুদ্ধশ্বাস জয়ের পর ডাগআউট থেকে এসে হোল্ডারের হাতে তালি দিয়ে উদযাপন করলেন গুড়াকেশ মোতি, রস্টন চেজরাও।

আয়ারল্যান্ডের বিপক্ষে এ বছরের জুনে টি-টোয়েন্টি জয়ের পর হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার কাছে তিন টেস্ট, পাঁচ টি-টোয়েন্টি, পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি—আন্তর্জাতিক ক্রিকেটে টানা ৯ ম্যাচ হেরেছে ক্যারিবীয়রা। হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা উইন্ডিজ আজ পেল অধরা জয়। ফ্লোরিডার লডারহিল স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সকালে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ২ উইকেটের রুদ্ধশ্বাস জয় তুলে নিয়েছে ক্যারিবীয়রা।

১৩৪ রানের লক্ষ্য হলেও ওয়েস্ট ইন্ডিজের জন্য পথটা এত মসৃণ ছিল না। পাকিস্তানের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ওয়েস্ট ইন্ডিজের স্কোর হয়ে যায় ১৬.৫ ওভারে ৭ উইকেটে ৯৮ রান। হাতে ৩ উইকেট নিয়ে শেষ ১৯ বলে ৩৬ রানের সমীকরণও তখন স্বাগতিকদের সামনে মনে হচ্ছিল পাহাড় সমান। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে অভ্যস্ত ওয়েস্ট ইন্ডিজের লেজের দিকের ব্যাটাররা যতই ঝড় তুলতে পারুন না কেন, বাজে ফর্মের চক্রে থাকা দলটির জন্য জয় অনেক দূরের পথই।

ম্যাচ জিততে ওয়েস্ট ইন্ডিজ শেষ দুই ওভারে ২৪ রানের সমীকরণের সামনে এসে পড়ে। স্বাগতিকদের হাতে তখন ৩ উইকেট। ১৯তম ওভারে বোলিংয়ে আসা হাসান আলীর ওভার থেকে ক্যারিবীয়রা নেয় ১৬ রান। এই ওভারে একটি করে চার ও ছক্কা মেরেছেন রোমারিও শেফার্ড। ম্যাচ জয়ের খুব কাছাকাছি যখন এসে পড়ে ওয়েস্ট ইন্ডিজ, তখন শেফার্ডকে (১৫) এলবিডব্লিউ করে ধাক্কা দেন শাহিন শাহ আফ্রিদি। অষ্টম উইকেটে শেফার্ড-হোল্ডার গড়েন ১৬ বলে ২৯ রানের জুটি।

শেফার্ডের উইকেট হারানোর পর ম্যাচ আবার হেলে পড়ে পাকিস্তানের দিকে। শেষ বলে ওয়েস্ট ইন্ডিজ এসে পড়ে ৩ রানের সমীকরণের সামনে। তখনই শাহিনকে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে চার মেরে উইন্ডিজকে ২ উইকেটের রুদ্ধশ্বাস জয় এনে দেন হোল্ডার। ম্যাচ শেষে হোল্ডারকে পিঠ চাপড়ে দিয়েছেন চেজ। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন হোল্ডার। ১০ বলে একটি করে চার ও ছক্কায় ১৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। বোলিংয়ে ৪ উইকেটের পাশাপাশি ধরেছেন দুটি ক্যাচ।

টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা। ওয়েস্ট ইন্ডিজের আগুনে বোলিংয়ে একটা পর্যায়ে তারা পরিণত হয় ৯.১ ওভারে ৪ উইকেটে ৫৩ রান। পঞ্চম উইকেটে সালমান ও হাসান নাওয়াজের ৩৯ বলে ৬০ রানের জুটিতে দিশা খুঁজে পায় পাকিস্তান। এই জুটি ভাঙার পর ধস নামে সফরকারীদের ইনিংসে। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৩ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস। ইনিংস সর্বোচ্চ ৪০ রান করেন নাওয়াজ। ৪০ বলের ইনিংসে চারটি ছক্কা ও একটি চার মারেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের হোল্ডার ৪ ওভারে ১৯ রান খরচ করে নিয়েছেন ৪ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

দলীয় প্রধান আসবেন, তাই পুলিশ এনে খোলা হলো কার্যালয়ের তালা

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত