শিল্পকলা একাডেমিতে ‘সাংস্কৃতিক উৎসব ২০২২’ এর উদ্বোধন
উদ্বোধনী দিন সাংস্কৃতিক উৎসবে বরেণ্য, প্রতিশ্রুতিশীল ও শিশু শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। অনন্যা প্রজ্ঞা পরিবেশন করেন দেশাত্মবোধ গান ‘সুন্দর সুবর্ণ’। অণ্বেষা রওশন এর কণ্ঠে লোকনৃত্য ‘কান্দুরী’, অপূর্বা ইসলাম ভরতনাট্যম ‘গোকুল’, হিয়া মেহজাবীন প্রজাপতি সৃজনশীল ‘সেদিন আর কত দূরে’ এবং টাপুর সাহা পরিবেশন কর