‘সর্বগ্রাসী মনোভাব চট্টগ্রামকে নষ্ট করে ফেলছে’
মার্কস দৃষ্টি সপ্তম জাতীয় বিতর্ক উৎসবের সমাপনী ও সম্মাননা অনুষ্ঠান গত শুক্রবার রাতে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ‘যুক্তি আছে বচনে, যুক্তি আছে বিশ্বাসে, নতুন স্বপ্নের উল্লাসে, দৃষ্টি এখন ত্রিশে’ স্লোগানে ৩০ বছর পূর্তিতে দৃষ্টি চট্টগ্রাম এই অনুষ্ঠানের আয়োজন করে।