Ajker Patrika

শিল্পকলার ডিজির দুর্নীতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১০: ২০
শিল্পকলার ডিজির দুর্নীতি

অনিয়ম-দুর্নীতির মাধ্যমে ভুয়া বিল ভাউচার তৈরি করে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর কাছে আয়-ব্যয়ের হিসাব চেয়ে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক প্রধান কার্যালয় থেকে গতকাল বুধবার সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম স্বাক্ষরিত এই চিঠি শিল্পকলা একাডেমির মহাপরিচালকের কাছে পাঠানো হয়।

চিঠিতে ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থবছরে শিল্পকলার ঢাকা কার্যালয়ে বরাদ্দকৃত বাজেট ও ব্যয়সংক্রান্ত রেকর্ডপত্র সংবলিত নথির ফটোকপি এবং ২০২০-২১ অর্থবছরে অব্যয়িত ৩৫ কোটি টাকা ২০২১ সালের ৩০ জুনে ব্যয়করণসংক্রান্ত রেকর্ডপত্র তলব করা হয়েছে। এ ছাড়া চিঠিতে ২০২০-২১ অর্থবছরে ভার্চুয়াল অনুষ্ঠান আয়োজনসংক্রান্ত রেকর্ডপত্র সংবলিত নথির ফটোকপিও চাওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত