বিনোদন প্রতিবেদক, ঢাকা
অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন আহসান হাবীব নাসিম। তিনি গেল দুই মেয়াদে সাধারণ সম্পাদক ছিলেন। এবার সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন রওনক হাসান। নাসিম পেয়েছেন ৪৯৬ ভোট, আর রওনক পেয়েছেন ৪২১ ভোট। টিভি নাটকের এই সংগঠনের সবচেয়ে বেশি ভোট পেয়েছেন দপ্তর সম্পাদক পদে শেখ মেরাজুল ইসলাম। তিনি পেয়েছেন ৫২০ ভোট।
২৮ জানুয়ারি জাতীয় শিল্পকলা একাডেমিতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে অভিনয়শিল্পী সংঘের ভোটগ্রহণ। জানা গেছে, অভিনয় শিল্পী সংঘে এবার মোট ভোটার ছিলেন ৭৪৮ জন। ভোট পড়েছে ৬৪২টি। বাতিল হয়েছে ৫৮টি।
ঘোষিত ফলাফলে সহসভাপতির তিনটি পদে জয়ী হয়েছেন আনিসুর রহমান মিলন, ইকবাল বাবু ও সেলিম মাহবুব। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন নাজনীন হাসান চুমকী ও জামিল হোসেন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে জয়ী হয়েছেন সাজু খাদেম, অর্থ সম্পাদক পদে মুহাম্মদ নূর এ আলম (নয়ন), দপ্তর সম্পাদক পদে শেখ মেরাজুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক পদে রাশেদ মামুন অপু, আইন ও কল্যাণ সম্পাদক পদে ঊর্মিলা শ্রাবন্তী কর, প্রচার ও প্রকাশনা পদে প্রাণ রায়, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সুজাত শিমুল এবং কার্যনির্বাহী সদস্যের সাতটি পদে জয়ী হয়েছেন আইনুন নাহার পুতুল, তানভীর মাসুদ, মাজনুন মিজান, আশরাফুল আশীষ, সূচনা সিকদার, শামস সুমন ও হিমে হাফিজ।
সহসভাপতি পদে আনিসুর রহমান মিলন (৩৯৮ ভোট), সেলিম মাহবুব (৩৯৭ ভোট), ইকবাল বাবু (৩৭৪ ভোট)।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাজনীন হাসান চুমকি (৫০০ ভোট), জামিল হোসেন (৩৩৮ ভোট)।
অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন আহসান হাবীব নাসিম। তিনি গেল দুই মেয়াদে সাধারণ সম্পাদক ছিলেন। এবার সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন রওনক হাসান। নাসিম পেয়েছেন ৪৯৬ ভোট, আর রওনক পেয়েছেন ৪২১ ভোট। টিভি নাটকের এই সংগঠনের সবচেয়ে বেশি ভোট পেয়েছেন দপ্তর সম্পাদক পদে শেখ মেরাজুল ইসলাম। তিনি পেয়েছেন ৫২০ ভোট।
২৮ জানুয়ারি জাতীয় শিল্পকলা একাডেমিতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে অভিনয়শিল্পী সংঘের ভোটগ্রহণ। জানা গেছে, অভিনয় শিল্পী সংঘে এবার মোট ভোটার ছিলেন ৭৪৮ জন। ভোট পড়েছে ৬৪২টি। বাতিল হয়েছে ৫৮টি।
ঘোষিত ফলাফলে সহসভাপতির তিনটি পদে জয়ী হয়েছেন আনিসুর রহমান মিলন, ইকবাল বাবু ও সেলিম মাহবুব। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন নাজনীন হাসান চুমকী ও জামিল হোসেন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে জয়ী হয়েছেন সাজু খাদেম, অর্থ সম্পাদক পদে মুহাম্মদ নূর এ আলম (নয়ন), দপ্তর সম্পাদক পদে শেখ মেরাজুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক পদে রাশেদ মামুন অপু, আইন ও কল্যাণ সম্পাদক পদে ঊর্মিলা শ্রাবন্তী কর, প্রচার ও প্রকাশনা পদে প্রাণ রায়, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সুজাত শিমুল এবং কার্যনির্বাহী সদস্যের সাতটি পদে জয়ী হয়েছেন আইনুন নাহার পুতুল, তানভীর মাসুদ, মাজনুন মিজান, আশরাফুল আশীষ, সূচনা সিকদার, শামস সুমন ও হিমে হাফিজ।
সহসভাপতি পদে আনিসুর রহমান মিলন (৩৯৮ ভোট), সেলিম মাহবুব (৩৯৭ ভোট), ইকবাল বাবু (৩৭৪ ভোট)।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাজনীন হাসান চুমকি (৫০০ ভোট), জামিল হোসেন (৩৩৮ ভোট)।
ঈদের সিনেমার পরীক্ষিত নায়ক শাকিব খান। প্রতি ঈদেই তাঁর সিনেমা থাকে আলোচনার কেন্দ্রে। শাকিবও মনোযোগ দিয়েছেন শুধু ঈদকেন্দ্রিক সিনেমায়। গত বছর ঈদ ছাড়া মুক্তি পাওয়া ‘দরদ’ সিনেমার ভরাডুবি জানান দিয়েছে কেন শাকিব ঈদের সিনেমা নিয়েই ব্যস্ত।
৬ ঘণ্টা আগে২০১২ সালে টিকিট কেটে মা, বাবা ও বড় বোনের সঙ্গে সংগীতবিষয়ক রিয়েলিটি শো সারেগামাপার গ্র্যান্ড ফিনালে দেখতে গিয়েছিলেন দেয়াশিনী রায়। ১৩ বছর পর সেই দেয়াশিনী জিতলেন সারেগামাপার মুকুট। গত রোববার শেষ হলো ‘সারেগামাপা’র এবারের সফর।
৬ ঘণ্টা আগেফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
১ দিন আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
১ দিন আগে