Ajker Patrika

অভিনয়শিল্পী সংঘের সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছেন মেরাজুল

আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১২: ৫৪
অভিনয়শিল্পী সংঘের সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছেন মেরাজুল

অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন আহসান হাবীব নাসিম। তিনি গেল দুই মেয়াদে সাধারণ সম্পাদক ছিলেন। এবার সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন রওনক হাসান। নাসিম পেয়েছেন ৪৯৬ ভোট, আর রওনক পেয়েছেন ৪২১ ভোট। টিভি নাটকের এই সংগঠনের সবচেয়ে বেশি ভোট পেয়েছেন দপ্তর সম্পাদক পদে শেখ মেরাজুল ইসলাম। তিনি পেয়েছেন ৫২০ ভোট।

২৮ জানুয়ারি জাতীয় শিল্পকলা একাডেমিতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে অভিনয়শিল্পী সংঘের ভোটগ্রহণ। জানা গেছে, অভিনয় শিল্পী সংঘে এবার মোট ভোটার ছিলেন ৭৪৮ জন। ভোট পড়েছে ৬৪২টি। বাতিল হয়েছে ৫৮টি।

ঘোষিত ফলাফলে সহসভাপতির তিনটি পদে জয়ী হয়েছেন আনিসুর রহমান মিলন, ইকবাল বাবু ও সেলিম মাহবুব। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন নাজনীন হাসান চুমকী ও জামিল হোসেন।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে জয়ী হয়েছেন সাজু খাদেম, অর্থ সম্পাদক পদে মুহাম্মদ নূর এ আলম (নয়ন), দপ্তর সম্পাদক পদে শেখ মেরাজুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক পদে রাশেদ মামুন অপু, আইন ও কল্যাণ সম্পাদক পদে ঊর্মিলা শ্রাবন্তী কর, প্রচার ও প্রকাশনা পদে প্রাণ রায়, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সুজাত শিমুল এবং কার্যনির্বাহী সদস্যের সাতটি পদে জয়ী হয়েছেন আইনুন নাহার পুতুল, তানভীর মাসুদ, মাজনুন মিজান, আশরাফুল আশীষ, সূচনা সিকদার, শামস সুমন ও হিমে হাফিজ।

সহসভাপতি পদে আনিসুর রহমান মিলন (৩৯৮ ভোট), সেলিম মাহবুব (৩৯৭ ভোট), ইকবাল বাবু (৩৭৪ ভোট)।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাজনীন হাসান চুমকি (৫০০ ভোট), জামিল হোসেন (৩৩৮ ভোট)।

  • সাংগঠনিক সম্পাদক পদে সাজু খাদেম (৩২৫ ভোট)
  • অর্থ সম্পাদক পদে মুহাম্মদ নূর-এ-আলম নয়ন (৪১২ ভোট)
  • দপ্তর সম্পাদক শেখ মেরাজুল ইসলাম (৫২০ ভোট)
  • অনুষ্ঠান সম্পাদক পদে রাশেদুল মামুনুর রহমান অপু (৪৪৫ ভোট)
  • আইন ও কল্যাণবিষয়ক সম্পাদক পদে ঊর্মিলা শ্রাবন্তী কর (৪৬৩ ভোট)
  • প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রাণ রায় (৩৫৮ ভোট)
  • তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সুজাত শিমুল (৩১৫ ভোট)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এবার তিন নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তথ্য চেয়ে ডিসিদের চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত