বিনোদন ডেস্ক
তেলুগু, তামিল, কন্নড় কিংবা বলিউড—সব ইন্ডাস্ট্রির পরিচিত মুখ রবি কিষাণ। সিনেমার পাশাপাশি রাজনীতির ময়দানেও পেয়েছেন সাফল্য। নিজের এই সাফল্যের পেছনে স্ত্রী প্রীতি শুক্লার অবদান সবচেয়ে বেশি বলে স্বীকার করেন অভিনেতা। আর তাই কৃতজ্ঞতা প্রকাশের জন্য প্রতি রাতে স্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করেন রবি কিষাণ। এটা তাঁর প্রতিদিনের অভ্যাস।
রবির সংসারের এই গোপন তথ্যটি ফাঁস করেছেন কপিল শর্মা। অজয়ের সঙ্গে ‘সন অব সরদার টু’ সিনেমায় অভিনয় করেছেন রবি। সিনেমাটি মুক্তি পাবে ১ আগস্ট। সিনেমার প্রচারের অংশ হিসেবে সম্প্রতি নেটফ্লিক্সের দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে গিয়েছিলেন অজয় দেবগন, ম্রুণাল ঠাকুর, রবি কিষাণ, সঞ্জয় মিশ্রাসহ সিনেমাটির কলাকুশলীরা।
আলোচনার এক পর্যায়ে রবি কিষাণের কাছে কপিল শর্মা জানতে চান, তিনি নাকি রোজ রাতে ঘুমানোর আগে স্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করেন! এ কথা স্বীকার করে রবি বলেন, ‘হ্যাঁ, আমি এটা করি। ও কখনো আমাকে এটা করতে দেয় না। তবে ও যখন ঘুমায় তখন পা ছুঁয়ে প্রণাম করি।’
কারণ জানিয়ে রবি কিষাণ বলেন, ‘কারণ ও আমার দুঃসময়ের সঙ্গী। যখন আমার কিছুই ছিল না, কোনো অর্থ সম্পদ ছিল না; তখনো সে আমার সঙ্গ ছাড়েনি। সকল উত্থান পতনে একমাত্র ভরসা হয়ে সে ছিল আমার পাশে। আজ আমার যত অর্জন, যত সাফল্য; সবই ওর জন্য।’
অনুষ্ঠানে দর্শকসারিতে রবি কিষাণের ছেলেও উপস্থিত ছিল, তার দিকে তাকিয়ে অভিনেতা বলেন, ‘এখানে আমার ছেলেও বসে আছে। সে জানে, আমার স্ত্রী যেভাবে আমাকে আগলে রেখেছে, তাতে সে পা ছোঁয়ার যোগ্য।’
এর আগেও সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর প্রশংসা করে তাঁকে নিজের ‘সাপোর্ট সিস্টেম’ বলে জানিয়েছিলেন রবি কিষাণ। করবা চৌথ উপলক্ষে স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘প্রীতি হচ্ছে আমাদের পরিবারের সাপোর্ট সিস্টেম। আমার সকল দুঃসময় সুসময়ে সে ছিল আমার পাশে। আমার জীবনকে এত সুন্দর করে তোলার জন্য ওর প্রতি অশেষ কৃতজ্ঞতা। করবা চৌথ আমাদের দুজনের জন্যই বিশেষ উৎসব। এ দিনটা আমরা একসঙ্গে পালন করি। এটা আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করে।’
তেলুগু, তামিল, কন্নড় কিংবা বলিউড—সব ইন্ডাস্ট্রির পরিচিত মুখ রবি কিষাণ। সিনেমার পাশাপাশি রাজনীতির ময়দানেও পেয়েছেন সাফল্য। নিজের এই সাফল্যের পেছনে স্ত্রী প্রীতি শুক্লার অবদান সবচেয়ে বেশি বলে স্বীকার করেন অভিনেতা। আর তাই কৃতজ্ঞতা প্রকাশের জন্য প্রতি রাতে স্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করেন রবি কিষাণ। এটা তাঁর প্রতিদিনের অভ্যাস।
রবির সংসারের এই গোপন তথ্যটি ফাঁস করেছেন কপিল শর্মা। অজয়ের সঙ্গে ‘সন অব সরদার টু’ সিনেমায় অভিনয় করেছেন রবি। সিনেমাটি মুক্তি পাবে ১ আগস্ট। সিনেমার প্রচারের অংশ হিসেবে সম্প্রতি নেটফ্লিক্সের দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে গিয়েছিলেন অজয় দেবগন, ম্রুণাল ঠাকুর, রবি কিষাণ, সঞ্জয় মিশ্রাসহ সিনেমাটির কলাকুশলীরা।
আলোচনার এক পর্যায়ে রবি কিষাণের কাছে কপিল শর্মা জানতে চান, তিনি নাকি রোজ রাতে ঘুমানোর আগে স্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করেন! এ কথা স্বীকার করে রবি বলেন, ‘হ্যাঁ, আমি এটা করি। ও কখনো আমাকে এটা করতে দেয় না। তবে ও যখন ঘুমায় তখন পা ছুঁয়ে প্রণাম করি।’
কারণ জানিয়ে রবি কিষাণ বলেন, ‘কারণ ও আমার দুঃসময়ের সঙ্গী। যখন আমার কিছুই ছিল না, কোনো অর্থ সম্পদ ছিল না; তখনো সে আমার সঙ্গ ছাড়েনি। সকল উত্থান পতনে একমাত্র ভরসা হয়ে সে ছিল আমার পাশে। আজ আমার যত অর্জন, যত সাফল্য; সবই ওর জন্য।’
অনুষ্ঠানে দর্শকসারিতে রবি কিষাণের ছেলেও উপস্থিত ছিল, তার দিকে তাকিয়ে অভিনেতা বলেন, ‘এখানে আমার ছেলেও বসে আছে। সে জানে, আমার স্ত্রী যেভাবে আমাকে আগলে রেখেছে, তাতে সে পা ছোঁয়ার যোগ্য।’
এর আগেও সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর প্রশংসা করে তাঁকে নিজের ‘সাপোর্ট সিস্টেম’ বলে জানিয়েছিলেন রবি কিষাণ। করবা চৌথ উপলক্ষে স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘প্রীতি হচ্ছে আমাদের পরিবারের সাপোর্ট সিস্টেম। আমার সকল দুঃসময় সুসময়ে সে ছিল আমার পাশে। আমার জীবনকে এত সুন্দর করে তোলার জন্য ওর প্রতি অশেষ কৃতজ্ঞতা। করবা চৌথ আমাদের দুজনের জন্যই বিশেষ উৎসব। এ দিনটা আমরা একসঙ্গে পালন করি। এটা আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করে।’
নাট্য সংগঠন বটতলার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে নাটক ‘খনা’। আগামীকাল সোমবার একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মঞ্চায়িত হবে খনা নাটকের ৯৩তম প্রদর্শনী।
৫ ঘণ্টা আগেস্বপ্নে দেখা রাজকন্যা সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও নিশাত নাওয়ার সালওয়া। দুর্গাপূজা উপলক্ষে ২৬ সেপ্টেম্বর মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।
৬ ঘণ্টা আগেগাজায় ইসরায়েলি হামলায় নিহত পাঁচ বছর বয়সী কন্যাশিশু রজবের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নির্মিত ডকুড্রামা ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে সিলভার লায়ন পুরস্কার জিতেছে। ‘সিলভার লায়ন’ এই উৎসবের দ্বিতীয় সেরা ছবির পুরস্কার। ছবিটি নির্মাণ করেছেন ফরাসি-তিউনিসীয় পরিচালক কুসারু বিন হানিয়া।
১৭ ঘণ্টা আগেপ্রিন্স সিনেমায় অমিত রায়ের যুক্ত হওয়ার খবর জানিয়ে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘প্রিন্স এখন কিংবদন্তীর লেন্সে! বাংলাদেশি সিনেমা এবার দেখতে যাচ্ছে এমন ভিজ্যুয়াল, যা আগে কখনো দেখা যায়নি।'
১ দিন আগে