Ajker Patrika

প্রতি রাতে স্ত্রীর পা ছুঁয়ে কৃতজ্ঞতা জানান রবি কিষাণ

বিনোদন ডেস্ক
রবি কিষাণ। ছবি: ইনস্টাগ্রাম
রবি কিষাণ। ছবি: ইনস্টাগ্রাম

তেলুগু, তামিল, কন্নড় কিংবা বলিউড—সব ইন্ডাস্ট্রির পরিচিত মুখ রবি কিষাণ। সিনেমার পাশাপাশি রাজনীতির ময়দানেও পেয়েছেন সাফল্য। নিজের এই সাফল্যের পেছনে স্ত্রী প্রীতি শুক্লার অবদান সবচেয়ে বেশি বলে স্বীকার করেন অভিনেতা। আর তাই কৃতজ্ঞতা প্রকাশের জন্য প্রতি রাতে স্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করেন রবি কিষাণ। এটা তাঁর প্রতিদিনের অভ্যাস।

রবির সংসারের এই গোপন তথ্যটি ফাঁস করেছেন কপিল শর্মা। অজয়ের সঙ্গে ‘সন অব সরদার টু’ সিনেমায় অভিনয় করেছেন রবি। সিনেমাটি মুক্তি পাবে ১ আগস্ট। সিনেমার প্রচারের অংশ হিসেবে সম্প্রতি নেটফ্লিক্সের দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে গিয়েছিলেন অজয় দেবগন, ম্রুণাল ঠাকুর, রবি কিষাণ, সঞ্জয় মিশ্রাসহ সিনেমাটির কলাকুশলীরা।

স্ত্রীর সঙ্গে রবি কিষাণ। ছবি: ইনস্টাগ্রাম
স্ত্রীর সঙ্গে রবি কিষাণ। ছবি: ইনস্টাগ্রাম

আলোচনার এক পর্যায়ে রবি কিষাণের কাছে কপিল শর্মা জানতে চান, তিনি নাকি রোজ রাতে ঘুমানোর আগে স্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করেন! এ কথা স্বীকার করে রবি বলেন, ‘হ্যাঁ, আমি এটা করি। ও কখনো আমাকে এটা করতে দেয় না। তবে ও যখন ঘুমায় তখন পা ছুঁয়ে প্রণাম করি।’

কারণ জানিয়ে রবি কিষাণ বলেন, ‘কারণ ও আমার দুঃসময়ের সঙ্গী। যখন আমার কিছুই ছিল না, কোনো অর্থ সম্পদ ছিল না; তখনো সে আমার সঙ্গ ছাড়েনি। সকল উত্থান পতনে একমাত্র ভরসা হয়ে সে ছিল আমার পাশে। আজ আমার যত অর্জন, যত সাফল্য; সবই ওর জন্য।’

দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে অজয় দেবগন, ম্রুণাল ঠাকুর ও রবি কিষাণ। ছবি: ইনস্টাগ্রাম
দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে অজয় দেবগন, ম্রুণাল ঠাকুর ও রবি কিষাণ। ছবি: ইনস্টাগ্রাম

অনুষ্ঠানে দর্শকসারিতে রবি কিষাণের ছেলেও উপস্থিত ছিল, তার দিকে তাকিয়ে অভিনেতা বলেন, ‘এখানে আমার ছেলেও বসে আছে। সে জানে, আমার স্ত্রী যেভাবে আমাকে আগলে রেখেছে, তাতে সে পা ছোঁয়ার যোগ্য।’

এর আগেও সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর প্রশংসা করে তাঁকে নিজের ‘সাপোর্ট সিস্টেম’ বলে জানিয়েছিলেন রবি কিষাণ। করবা চৌথ উপলক্ষে স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘প্রীতি হচ্ছে আমাদের পরিবারের সাপোর্ট সিস্টেম। আমার সকল দুঃসময় সুসময়ে সে ছিল আমার পাশে। আমার জীবনকে এত সুন্দর করে তোলার জন্য ওর প্রতি অশেষ কৃতজ্ঞতা। করবা চৌথ আমাদের দুজনের জন্যই বিশেষ উৎসব। এ দিনটা আমরা একসঙ্গে পালন করি। এটা আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত