দশ দিনব্যাপী ‘সাংস্কৃতিক উৎসব’ আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। গতকাল বুধবার সন্ধ্যা ৬.৩০টায় একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় ‘সাংস্কৃতিক উৎসব-২০২২’ এর উদ্বোধন। অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো এবং সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
উদ্বোধনী দিন সাংস্কৃতিক উৎসবে বরেণ্য, প্রতিশ্রুতিশীল ও শিশু শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। অনন্যা প্রজ্ঞা পরিবেশন করেন দেশাত্মবোধ গান ‘সুন্দর সুবর্ণ’। অণ্বেষা রওশন এর কণ্ঠে লোকনৃত্য ‘কান্দুরী’, অপূর্বা ইসলাম ভরতনাট্যম ‘গোকুল’, হিয়া মেহজাবীন প্রজাপতি সৃজনশীল ‘সেদিন আর কত দূরে’ এবং টাপুর সাহা পরিবেশন করেন একক শিশু নৃত্য ভরতনাট্যম ‘শিবকৃত্ত নাম’।
ওয়ার্দা রিহাব পরিবেশন করেন একক নৃত্য ‘শিবস্তুতি’ মনিপুরী, অমিত চৌধুরী ‘নরসিংহ কৌতুবাম’ ভরতনাট্যম, অনিক বোস ‘মোর বীণা ওঠে কোন সুরে বাজি’ দেশাত্মবোধক, রাফিয়া খন্দকার রোজা ‘মেঘপল্লবী’ ওডিসি প্রান্তিক দেবশিব ‘তান্ডব’ ভরতনাট্যম, কস্তুরী মুখার্জী ‘ঝর ঝর বরিষে বারিধারা’ সৃজনশীল, আরিবা ইবনাত ‘ছোয়ারাধা অভিসার’ মনিপুরী, মেহবুবা চাঁদনী ‘কাদের কূলের বউ’ সৃজনশীল, মেহেরাজ হক তুষার ‘মা’ সমসাময়িক, মোহনা মিম ‘তিল্লানা’ ভরতনাট্যম, মৌসুমী রানী বর্মণ ‘চন্ডি বন্দনা’ গৌড়ীয়, হেনা হোসেন ‘আমি বনফুল গো’ সৃজনশীল, অনিন্দিতা খান ‘হারমনি অফ লাইফ’ সমসাময়িক, মো. সোহেল ভূঁইয়া ‘পিনাকেতে লাগে টংকার’ সৃজনশীল এবং দিশা মনি পাল পরিবেশন করেন একক লোকনৃত্য ‘আজ ফাগুনে আগুন লাগে’। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দিলরুবা সাথী।
অনুষ্ঠানটি শিল্পকলা একাডেমির ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হয়।
দশ দিনব্যাপী ‘সাংস্কৃতিক উৎসব’ আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। গতকাল বুধবার সন্ধ্যা ৬.৩০টায় একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় ‘সাংস্কৃতিক উৎসব-২০২২’ এর উদ্বোধন। অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো এবং সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
উদ্বোধনী দিন সাংস্কৃতিক উৎসবে বরেণ্য, প্রতিশ্রুতিশীল ও শিশু শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। অনন্যা প্রজ্ঞা পরিবেশন করেন দেশাত্মবোধ গান ‘সুন্দর সুবর্ণ’। অণ্বেষা রওশন এর কণ্ঠে লোকনৃত্য ‘কান্দুরী’, অপূর্বা ইসলাম ভরতনাট্যম ‘গোকুল’, হিয়া মেহজাবীন প্রজাপতি সৃজনশীল ‘সেদিন আর কত দূরে’ এবং টাপুর সাহা পরিবেশন করেন একক শিশু নৃত্য ভরতনাট্যম ‘শিবকৃত্ত নাম’।
ওয়ার্দা রিহাব পরিবেশন করেন একক নৃত্য ‘শিবস্তুতি’ মনিপুরী, অমিত চৌধুরী ‘নরসিংহ কৌতুবাম’ ভরতনাট্যম, অনিক বোস ‘মোর বীণা ওঠে কোন সুরে বাজি’ দেশাত্মবোধক, রাফিয়া খন্দকার রোজা ‘মেঘপল্লবী’ ওডিসি প্রান্তিক দেবশিব ‘তান্ডব’ ভরতনাট্যম, কস্তুরী মুখার্জী ‘ঝর ঝর বরিষে বারিধারা’ সৃজনশীল, আরিবা ইবনাত ‘ছোয়ারাধা অভিসার’ মনিপুরী, মেহবুবা চাঁদনী ‘কাদের কূলের বউ’ সৃজনশীল, মেহেরাজ হক তুষার ‘মা’ সমসাময়িক, মোহনা মিম ‘তিল্লানা’ ভরতনাট্যম, মৌসুমী রানী বর্মণ ‘চন্ডি বন্দনা’ গৌড়ীয়, হেনা হোসেন ‘আমি বনফুল গো’ সৃজনশীল, অনিন্দিতা খান ‘হারমনি অফ লাইফ’ সমসাময়িক, মো. সোহেল ভূঁইয়া ‘পিনাকেতে লাগে টংকার’ সৃজনশীল এবং দিশা মনি পাল পরিবেশন করেন একক লোকনৃত্য ‘আজ ফাগুনে আগুন লাগে’। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দিলরুবা সাথী।
অনুষ্ঠানটি শিল্পকলা একাডেমির ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হয়।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
২ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
২ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
২ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
২ ঘণ্টা আগে