Ajker Patrika

চলচ্চিত্র নির্মাণ শেখাতে রাজশাহীতে সালাহউদ্দিন লাভলু

রাজশাহী প্রতিনিধি
চলচ্চিত্র নির্মাণ শেখাতে রাজশাহীতে সালাহউদ্দিন লাভলু

জেলা শিল্পকলা একাডেমি চলচ্চিত্র সংসদ, রাজশাহীর আয়োজনে ৫ মিনিটের চলচ্চিত্র নির্মাণ কর্মশালা পরিচালনা করবেন জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা সালাহউদ্দিন লাভলু। আগামীকাল মঙ্গলবার শুরু থেকে শুরু হতে চলা এ উৎসব চলবে পরদিন বুধবার পর্যন্ত। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জেলা কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকার। 

আয়োজক সূত্রে জানা গেছে, এ কর্মশালায় ১৪ বছর থেকে ৩৫ বছরের যে কেউ অংশগ্রহণ করতে পারবেন। তবে তাদের অবশ্যই চলচ্চিত্র বিষয়ক যে কোনো কাজে বিশেষ করে নির্মাণে আগ্রহী হতে হবে। কর্মশালায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের প্রাথমিক ধারণা, চলচ্চিত্রের বিষয়বস্তু নির্ধারণ, ক্যামেরার ব্যবহার, সম্পাদনা ও শব্দ সংযোজন প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। কর্মশালাটি পরিচালনা হবে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। 

জেলা কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকার বলেন, ‘ইতিমধ্যে ৪০০ জন কর্মশালায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন। বিষয়টি বেশ ইতিবাচক। আগ্রহীদের জন্য আগামীকাল (মঙ্গলবার) সকাল ৯টা পর্যন্ত সরাসরি এ কর্মশালায় নিবন্ধনের সুযোগ রয়েছে। জেলা শিল্পকলা একাডেমি চলচ্চিত্র সংসদ চলচ্চিত্র বিষয়ক যে জাগরণ তৈরি করতে চায় তা বাস্তবের পথে।’ 

আসাদুজ্জামান সরকার আরও বলেন, ‘কর্মশালায় ৩ মিনিটের চলচ্চিত্র নির্মাণের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার সেরা ১৫টি চলচ্চিত্র প্রদর্শনী হবে। এ ছাড়াও সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণসহ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। যেখানে জেলা শিল্পকলা একাডেমির নৃত্যকলা বিভাগের পরিবেশনায় সাইফুল ইসলাম পরিচালনায় কুশান পালার অংশবিশেষ পরিবেশিত হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন মলয় ভৌমিক।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত