Ajker Patrika

২২ বছর পর নিত্যপুরাণ

জাহিদ হাসান, যশোর
২২ বছর পর নিত্যপুরাণ

ভালোবাসাহীন দ্রৌপদীর অব্যক্ত বেদনা আর বঞ্চিত একলব্যের কষ্টকে কেন্দ্র করে ‘মহাভারত’ ভেঙে রচিত হয়েছিল মঞ্চনাটক ‘নিত্যপুরাণ’। নিম্নবর্ণের সন্তান একলব্য। নিচু জাত বলে তাকে শিষ্য হিসেবে গ্রহণ করেনি দ্রোণাচার্য। অস্ত্রশিক্ষা লাভের জন্য তার শিষ্য অর্জুনের সঙ্গে একলব্যের অস্ত্র প্রতিযোগিতা হয়।

ধনুর্বিদ্যায় একলব্যের কাছে পরাজিত হয় অর্জুন। শর্ত অনুসারে পঞ্চপাণ্ডব মৃত্যুর মুখোমুখি। কিন্তু দ্রোণাচার্যের কুটিলতায় প্রাণে বেঁচে যায় পাণ্ডবদের পাঁচ ভাই। 
এটিই নিত্যপুরাণ নাটকের মূল কাহিনি। যশোর আন্তর্জাতিক নাট্যোৎসবের দ্বিতীয় দিন শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে দেখানো হয় এ নাটক। মহাভারতের সাতটি চরিত্র পঞ্চপাণ্ডব অর্থাৎ পাণ্ডবদের পাঁচ ভাই, দ্রৌপদী আর দ্রোণাচার্যকে নিয়ে এই আখ্যান রচনা করেছেন মাসুম রেজা। প্রথম মঞ্চায়নের ২২ বছর পর যশোরে মঞ্চায়িত হলো নিত্যপুরাণ। দিনে দিনে নাটকটির  যে জনপ্রিয়তা বাড়ছে, তা আবারও প্রমাণিত হয়েছে যশোর আন্তর্জাতিক নাট্য উৎসবে। নারী ও নিম্নবর্গের স্বরূপ সন্ধানের মর্মবাণী এ নাটকের প্রতিটি পরতে সুস্পষ্ট। বর্ণপরিচয়ে নিচু হলেও একলব্যের আচরণ ও বিনয় আর পঞ্চপাণ্ডবের দম্ভ নাটকের কাহিনিকে নিয়ে যায় নতুন এক মাত্রায়।

একলব্য চরিত্রে মামুন চৌধুরী রিপন যেমন দর্শকের মনোযোগ আকর্ষণ করেছেন, তেমনি দ্রৌপদী চরিত্রে নাজনীন হাসান চুমকির অভিনয়েও মুগ্ধ সবাই। অর্জুন চরিত্রে লরেন্স উজ্জ্বল, যুধিষ্ঠির চরিত্রে কামাল আহমেদ, ভীম চরিত্রে ফিরোজ আলম, সহদেব চরিত্রে মাঈন হাসান, নকুল চরিতে হোসেন নীরব, দ্রোণাচার্য চরিত্রে হাফিজ রেদুও কোনো অংশে কম ছিলেন না।

নাটকটির মঞ্চায়ন দেখতে উপস্থিত ছিলেন মাইকেল মধুসূদন কলেজের সহকারী অধ্যাপক শাহজাহান কবীর। তিনি জানিয়েছেন, যশোরে ১২ দিনব্যাপী যে আন্তর্জাতিক নাট্যোৎসব অনুষ্ঠিত হচ্ছে, সেটা সত্যিই প্রশংসনীয়। নাটকের মাধ্যমে দর্শকদের সঙ্গে সরাসরি, তাৎক্ষণিক ও নিবিড়ভাবে সংযোগ ঘটানো সম্ভব। নাটকের মাধ্যমে সহজে সব ধরনের অসংগতি ও অন্যায় জনবোধগম্য করে তুলে ধরা যায়, প্রতিবাদ করা যায়; অন্য মাধ্যমে সেটা দুরূহ।

নাটকের প্রদর্শনী দেখতে গিয়ে আন্তর্জাতিক নাট্যোৎসব কমিটির সদস্যসচিব কামরুল হাসানের সঙ্গে কথা হয়। এই আন্তর্জাতিক নাট্যোৎসব প্রসঙ্গে তিনি জানান, শিল্প-সংস্কৃতির রাজধানী হিসেবে যশোরকে তুলে ধরার জন্য এই আন্তর্জাতিক নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। এই উৎসবে ঢাকার ৯টি এবং যশোর, মৌলভীবাজার ও ভারতের একটি করে মোট ১২টি নাট্যদল নাটক মঞ্চস্থ করবে। এর মধ্যে দুটি নাটক মঞ্চস্থ হয়েছে। শুধু নাটক মঞ্চস্থই নয়, নাটক বিষয় সেমিনারও করা হয়েছে বলে জানান কামরুল হাসান।

দেশের খ্যাতিমান ২৫ জন নাট্য অভিনেতা, নির্দেশক ও নাট্যকারকে সম্মাননা দেওয়া হবে এই উৎসবে। আজ থেকে প্রাঙ্গণেমোর ‘হাছন জানের রাজা’, পালাকার ‘উজানে মৃত্যু’, নাট্যম রেপার্টরি ‘কোথায় জলে মরাল চলে’, নাট্যকেন্দ্র ‘পুণ্যাহ’, স্টেইজ ওয়ান ‘শোধ’ ও প্রাচ্যনাট ‘সার্কাস সার্কাস’, মৌলভীবাজারের মণিপুরী থিয়েটার ‘কহে বীরাঙ্গনা’, যশোরের থিয়েটার ক্যানভাস ‘লালসালু’ এবং ভারতের নাট্যদল শান্তিপুর সাংস্কৃতিক ‘অংশুপট উপাখ্যান’ নাটক মঞ্চস্থ করবে। আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় ‘জয়তুন বিবির পালা’ নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে ১২ দিনব্যাপী যশোর আন্তর্জাতিক নাট্যোৎসব শেষ হবে।

গত বৃহস্পতিবার প্রদীপ জ্বালিয়ে যশোর আন্তর্জাতিক নাট্যোৎসবের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত