বিনোদন প্রতিবেদক, ঢাকা
আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটক ‘লাইলী-মজনু’। দৌলত উজির বাহরাম খাঁ বিরচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান এবং নাটকটির পালাকার রুবাইয়াৎ আহমেদ।
লাইলী-মজনুর প্রেম কাহিনির জন্ম ইরানে। তবে এর সত্যতার বিষয়ে সুনিশ্চিতভাবে কিছু জানা যায়নি। কিন্তু এরপরও হাজার বছর ধরে এই প্রেম কাহিনি প্রাসঙ্গিক। ফারসি ভাষার বেশ কয়েকজন কবি এই কাহিনি অবলম্বনে কাব্য রচনা করেছেন। এই কাব্য পাঠের অভিজ্ঞতা থেকে বাংলা ভাষার বেশ কয়েকজন কবিও বর্ণনা করেছেন এ আখ্যানের। তবে প্রাচীনত্বের দিক থেকে প্রথম বাংলা ভাষায় এই আখ্যান রচনা করেন দৌলত উজির বাহরাম খাঁ। তাঁর রচিত ‘লায়লী-মজনু’ কাব্য অবলম্বনেই রচিত হয়েছে নাটকটি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর অভিনয়কলা শাখা ২০১৯ এর প্রযোজনায় নাটকটির নেপথ্যে মঞ্চ, সংগীত, পাণ্ডুলিপি সম্পাদনা ও নির্দেশনায় ছিলেন ইউসুফ হাসান এবং পালাকার রুবাইয়াৎ আহমেদ। এতে মূল চরিত্রে অভিনয় করছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর অভিনয়কলা শাখা ২০১৯ এর রাহাত সরকার, শফিউল্লাহ খান নিক্সন এবং সাকিনা ইসলাম ঈষিকা।
নাটকটিতে আরও অভিনয় করছেন, নীল সরকার অসীম, সাজিদ উচ্ছ্বাস, কৃষ্ণা সজ্জন পূজা, মোক্তাফী রওনক ঐতৃজা, রেফাত হাসান সৈকত, ফয়সাল আবির, অন্তরা সাহা লাকি, নূর-ই-নাজনীন (তমা), তানভীর পালোয়ান অপূর্ব, মীম সুলতানা দোলা, আবির হাসান, ইগিমি চাকমা, নির্ঝর অধিকারি ও প্রশান্ত প্রসাদ স্বর্ণকার।
আলোক পরিকল্পনায় ছিলেন অম্লান বিশ্বাস। আলোক প্রক্ষেপণ সিদ্দিকুর রহমান ও রাকিবুল ইসলাম রাসেল। পোশাক পরিকল্পনায় ছিলেন শাহিনুর আক্তার। প্রীতি অঙ্গ রচনা নূর-ই-নাজনীন বৃষ্টি ও জয়ন্ত ত্রিপুরা। কোরিওগ্রাফি কৃষ্ণা সজ্জন পূজা। সেট নির্মাণ ও প্রপস তুষার ধর ও শহিদ মৃধা। মঞ্চ ব্যবস্থাপনা শফিউল্লাহ খান নিক্সন।
আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটক ‘লাইলী-মজনু’। দৌলত উজির বাহরাম খাঁ বিরচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান এবং নাটকটির পালাকার রুবাইয়াৎ আহমেদ।
লাইলী-মজনুর প্রেম কাহিনির জন্ম ইরানে। তবে এর সত্যতার বিষয়ে সুনিশ্চিতভাবে কিছু জানা যায়নি। কিন্তু এরপরও হাজার বছর ধরে এই প্রেম কাহিনি প্রাসঙ্গিক। ফারসি ভাষার বেশ কয়েকজন কবি এই কাহিনি অবলম্বনে কাব্য রচনা করেছেন। এই কাব্য পাঠের অভিজ্ঞতা থেকে বাংলা ভাষার বেশ কয়েকজন কবিও বর্ণনা করেছেন এ আখ্যানের। তবে প্রাচীনত্বের দিক থেকে প্রথম বাংলা ভাষায় এই আখ্যান রচনা করেন দৌলত উজির বাহরাম খাঁ। তাঁর রচিত ‘লায়লী-মজনু’ কাব্য অবলম্বনেই রচিত হয়েছে নাটকটি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর অভিনয়কলা শাখা ২০১৯ এর প্রযোজনায় নাটকটির নেপথ্যে মঞ্চ, সংগীত, পাণ্ডুলিপি সম্পাদনা ও নির্দেশনায় ছিলেন ইউসুফ হাসান এবং পালাকার রুবাইয়াৎ আহমেদ। এতে মূল চরিত্রে অভিনয় করছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর অভিনয়কলা শাখা ২০১৯ এর রাহাত সরকার, শফিউল্লাহ খান নিক্সন এবং সাকিনা ইসলাম ঈষিকা।
নাটকটিতে আরও অভিনয় করছেন, নীল সরকার অসীম, সাজিদ উচ্ছ্বাস, কৃষ্ণা সজ্জন পূজা, মোক্তাফী রওনক ঐতৃজা, রেফাত হাসান সৈকত, ফয়সাল আবির, অন্তরা সাহা লাকি, নূর-ই-নাজনীন (তমা), তানভীর পালোয়ান অপূর্ব, মীম সুলতানা দোলা, আবির হাসান, ইগিমি চাকমা, নির্ঝর অধিকারি ও প্রশান্ত প্রসাদ স্বর্ণকার।
আলোক পরিকল্পনায় ছিলেন অম্লান বিশ্বাস। আলোক প্রক্ষেপণ সিদ্দিকুর রহমান ও রাকিবুল ইসলাম রাসেল। পোশাক পরিকল্পনায় ছিলেন শাহিনুর আক্তার। প্রীতি অঙ্গ রচনা নূর-ই-নাজনীন বৃষ্টি ও জয়ন্ত ত্রিপুরা। কোরিওগ্রাফি কৃষ্ণা সজ্জন পূজা। সেট নির্মাণ ও প্রপস তুষার ধর ও শহিদ মৃধা। মঞ্চ ব্যবস্থাপনা শফিউল্লাহ খান নিক্সন।
মার্কিন পপ তারকা বিয়ন্সে ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন। এই গুণী তারকা আরও একবার নতুন ইতিহাস গড়লেন। ৫০ বছর পর এই প্রথমবার কোনো কৃষ্ণাঙ্গ সংগীতশিল্পী...
৪ ঘণ্টা আগেমঞ্চে গান গাওয়ার সময় নারী ভক্তের ঠোঁটে চুমু দিয়ে সমালোচনার কেন্দ্রে প্রবীণ গায়ক উদিত নারায়ণ। এই রেশ না কাটতেই নতুন করে সামনে এসেছে গায়কের পুরোনো সব চুমু কাণ্ড। এর আগেও তিনি মঞ্চে চুমু দিয়েছেন।
৭ ঘণ্টা আগেক্যারিয়ারে ত্রিভুজ প্রেমের অনেক গল্পে অভিনয় করেছেন বাপ্পারাজ। বেশির ভাগ সিনেমায় শেষ দৃশ্যে থাকতেন আত্মত্যাগের ভূমিকায়। পর্দায় নেই অনেক দিন, তবে এখনো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ান বাপ্পারাজ। প্রায়ই দেখা যায় তাঁর সিনেমার দৃশ্য শেয়ার করে কেউ লিখছেন ব্যর্থ প্রেমিক কিংবা কেউ লিখছেন ব্যর্থ প্রেমের সফল নায়ক।
১১ ঘণ্টা আগেজুলাই আন্দোলনে অনুপ্রাণিত হয়ে নতুন গান উপহার দিলেন কণ্ঠশিল্পী সায়েরা রেজা। গানের শিরোনাম ‘বেলা চাও, আলো দাও’। আদিব কবিরের সংগীত আয়োজনে গানটির কথা লিখেছেন কাজী জহিরুল ইসলাম। এরই মধ্যে গানটি ইউটিউব, স্পটিফাই, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মিডিয়ায় প্রকাশিত হয়েছে।
১১ ঘণ্টা আগে