আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটক ‘লাইলী-মজনু’। দৌলত উজির বাহরাম খাঁ বিরচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান এবং নাটকটির পালাকার রুবাইয়াৎ আহমেদ।
লাইলী-মজনুর প্রেম কাহিনির জন্ম ইরানে। তবে এর সত্যতার বিষয়ে সুনিশ্চিতভাবে কিছু জানা যায়নি। কিন্তু এরপরও হাজার বছর ধরে এই প্রেম কাহিনি প্রাসঙ্গিক। ফারসি ভাষার বেশ কয়েকজন কবি এই কাহিনি অবলম্বনে কাব্য রচনা করেছেন। এই কাব্য পাঠের অভিজ্ঞতা থেকে বাংলা ভাষার বেশ কয়েকজন কবিও বর্ণনা করেছেন এ আখ্যানের। তবে প্রাচীনত্বের দিক থেকে প্রথম বাংলা ভাষায় এই আখ্যান রচনা করেন দৌলত উজির বাহরাম খাঁ। তাঁর রচিত ‘লায়লী-মজনু’ কাব্য অবলম্বনেই রচিত হয়েছে নাটকটি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর অভিনয়কলা শাখা ২০১৯ এর প্রযোজনায় নাটকটির নেপথ্যে মঞ্চ, সংগীত, পাণ্ডুলিপি সম্পাদনা ও নির্দেশনায় ছিলেন ইউসুফ হাসান এবং পালাকার রুবাইয়াৎ আহমেদ। এতে মূল চরিত্রে অভিনয় করছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর অভিনয়কলা শাখা ২০১৯ এর রাহাত সরকার, শফিউল্লাহ খান নিক্সন এবং সাকিনা ইসলাম ঈষিকা।
নাটকটিতে আরও অভিনয় করছেন, নীল সরকার অসীম, সাজিদ উচ্ছ্বাস, কৃষ্ণা সজ্জন পূজা, মোক্তাফী রওনক ঐতৃজা, রেফাত হাসান সৈকত, ফয়সাল আবির, অন্তরা সাহা লাকি, নূর-ই-নাজনীন (তমা), তানভীর পালোয়ান অপূর্ব, মীম সুলতানা দোলা, আবির হাসান, ইগিমি চাকমা, নির্ঝর অধিকারি ও প্রশান্ত প্রসাদ স্বর্ণকার।
আলোক পরিকল্পনায় ছিলেন অম্লান বিশ্বাস। আলোক প্রক্ষেপণ সিদ্দিকুর রহমান ও রাকিবুল ইসলাম রাসেল। পোশাক পরিকল্পনায় ছিলেন শাহিনুর আক্তার। প্রীতি অঙ্গ রচনা নূর-ই-নাজনীন বৃষ্টি ও জয়ন্ত ত্রিপুরা। কোরিওগ্রাফি কৃষ্ণা সজ্জন পূজা। সেট নির্মাণ ও প্রপস তুষার ধর ও শহিদ মৃধা। মঞ্চ ব্যবস্থাপনা শফিউল্লাহ খান নিক্সন।
আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটক ‘লাইলী-মজনু’। দৌলত উজির বাহরাম খাঁ বিরচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান এবং নাটকটির পালাকার রুবাইয়াৎ আহমেদ।
লাইলী-মজনুর প্রেম কাহিনির জন্ম ইরানে। তবে এর সত্যতার বিষয়ে সুনিশ্চিতভাবে কিছু জানা যায়নি। কিন্তু এরপরও হাজার বছর ধরে এই প্রেম কাহিনি প্রাসঙ্গিক। ফারসি ভাষার বেশ কয়েকজন কবি এই কাহিনি অবলম্বনে কাব্য রচনা করেছেন। এই কাব্য পাঠের অভিজ্ঞতা থেকে বাংলা ভাষার বেশ কয়েকজন কবিও বর্ণনা করেছেন এ আখ্যানের। তবে প্রাচীনত্বের দিক থেকে প্রথম বাংলা ভাষায় এই আখ্যান রচনা করেন দৌলত উজির বাহরাম খাঁ। তাঁর রচিত ‘লায়লী-মজনু’ কাব্য অবলম্বনেই রচিত হয়েছে নাটকটি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর অভিনয়কলা শাখা ২০১৯ এর প্রযোজনায় নাটকটির নেপথ্যে মঞ্চ, সংগীত, পাণ্ডুলিপি সম্পাদনা ও নির্দেশনায় ছিলেন ইউসুফ হাসান এবং পালাকার রুবাইয়াৎ আহমেদ। এতে মূল চরিত্রে অভিনয় করছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর অভিনয়কলা শাখা ২০১৯ এর রাহাত সরকার, শফিউল্লাহ খান নিক্সন এবং সাকিনা ইসলাম ঈষিকা।
নাটকটিতে আরও অভিনয় করছেন, নীল সরকার অসীম, সাজিদ উচ্ছ্বাস, কৃষ্ণা সজ্জন পূজা, মোক্তাফী রওনক ঐতৃজা, রেফাত হাসান সৈকত, ফয়সাল আবির, অন্তরা সাহা লাকি, নূর-ই-নাজনীন (তমা), তানভীর পালোয়ান অপূর্ব, মীম সুলতানা দোলা, আবির হাসান, ইগিমি চাকমা, নির্ঝর অধিকারি ও প্রশান্ত প্রসাদ স্বর্ণকার।
আলোক পরিকল্পনায় ছিলেন অম্লান বিশ্বাস। আলোক প্রক্ষেপণ সিদ্দিকুর রহমান ও রাকিবুল ইসলাম রাসেল। পোশাক পরিকল্পনায় ছিলেন শাহিনুর আক্তার। প্রীতি অঙ্গ রচনা নূর-ই-নাজনীন বৃষ্টি ও জয়ন্ত ত্রিপুরা। কোরিওগ্রাফি কৃষ্ণা সজ্জন পূজা। সেট নির্মাণ ও প্রপস তুষার ধর ও শহিদ মৃধা। মঞ্চ ব্যবস্থাপনা শফিউল্লাহ খান নিক্সন।
রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ও আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন শোবিজ তারকারা। একই সঙ্গে তাঁরা আহত ব্যক্তিদের চিকিৎসার্থে এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন।
৮ ঘণ্টা আগেরবি কিষাণ বলেন, ‘সে আমার দুঃসময়ের সঙ্গী। যখন আমার কিছুই ছিল না, কোনো অর্থ সম্পদ ছিল না; তখনো সে আমার সঙ্গ ছাড়েনি। সকল উত্থান পতনে একমাত্র ভরসা হয়ে সে ছিল আমার পাশে। আজ আমার যত অর্জন, যত সাফল্য; সবই তার জন্য।’
১৩ ঘণ্টা আগেজাই উলফের আসল নাম সজীব সাহা। বাংলাদেশে জন্ম নেওয়া এই মার্কিন শিল্পী অনেক নামীদামি ফেস্টিভ্যালে তাঁর পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করেছেন শ্রোতাদের। এবার প্রথমবারের মতো বাংলাদেশে পারফর্ম করতে আসছেন জাই উলফ।
১৫ ঘণ্টা আগেএক আফ্রিকান ব্রিটিশ যুবক লন্ডনের ইসকনের নিরামিষ রেস্তোরাঁয় প্রবেশ করেন। হঠাৎ ব্যাগ থেকে কেএফসির একটি বাক্স বের করেন। সেখানে দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে চিকেন ফ্রাই খেতে শুরু করেন।
১৬ ঘণ্টা আগে