বিনোদন প্রতিবেদক
চলছে দেশের সবচেয়ে বড় বাউল গানের রিয়ালিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’-এর চতুর্থ আসর। সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় মাছরাঙা টেলিভিশনে শিগগিরই দেখা যাবে এই গানের আসর।
২৪ জুন প্রতিযোগিতামূলক এই গানের অনুষ্ঠানের চতুর্থ অডিশন ও সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হয়। রাজশাহীর জেলা শিল্পকলা একাডেমিতে দিনভর অসংখ্য প্রতিযোগীর গান শুনে বিচারকেরা বিচারকার্য করেছেন। বিচারক হিসেবে ঢাকা থেকে ছিলেন আজাদ দেওয়ান মুক্তি, লাভলি দেব, কাজল রেখা, কামরুজ্জামান রাব্বি। রাজশাহী থেকে ছিলেন মো. হাবিবুর রহমান এবং ডা. শায়লা তাসনিম।
তাল-সুর-লয়, উচ্চারণ এবং গায়কী— এই পাঁচটি বিষয়ে মার্কিং করে বিচারকেরা ম্যাজিক কার্ড প্রদান করেন দুইজন শিল্পীকে। তাঁরা হলেন ঐশী রানী দৃষ্টি এবং মেহজাবিন খান সিঙ্গা। সারা দেশের মোট ১৮ জন প্রতিযোগী অংশ নেবেন মূল রাউন্ডে।
বাংলা লোকসংগীতে নতুন প্রতিভা অন্বেষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য যথাযথ আর্কাইভ তৈরির পাশাপাশি শিল্পীদের সহায়তা, মূল্যায়ন, গানের রাইটস ও রয়ালিটি যথাযথভাবে নিশ্চিত করার জন্য যাত্রা শুরু হয়েছিলো সান ফাউন্ডেশনের। তারই ধারাবাহিকতায় শুরু হলো এবারের ম্যাজিক বাউলিয়ানা ২০২২।
চতুর্থ আসরে রেজিস্ট্রেশন করেছেন সারা দেশের ৫০ হাজারেরও বেশি প্রতিযোগী। ম্যাজিক বাউলিয়ানার প্রতিটি পর্ব দেখতে চোখ রাখতে হবে মাছরাঙা টেলিভিশনের পর্দায়।
ম্যাজিক বাউলিয়ানার আয়োজক মাছরাঙা টেলিভিশন। পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। ক্রিয়েটিভ এবং ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড। ওয়ারড্রোর পার্টনার - দেশাল।
চলছে দেশের সবচেয়ে বড় বাউল গানের রিয়ালিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’-এর চতুর্থ আসর। সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় মাছরাঙা টেলিভিশনে শিগগিরই দেখা যাবে এই গানের আসর।
২৪ জুন প্রতিযোগিতামূলক এই গানের অনুষ্ঠানের চতুর্থ অডিশন ও সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হয়। রাজশাহীর জেলা শিল্পকলা একাডেমিতে দিনভর অসংখ্য প্রতিযোগীর গান শুনে বিচারকেরা বিচারকার্য করেছেন। বিচারক হিসেবে ঢাকা থেকে ছিলেন আজাদ দেওয়ান মুক্তি, লাভলি দেব, কাজল রেখা, কামরুজ্জামান রাব্বি। রাজশাহী থেকে ছিলেন মো. হাবিবুর রহমান এবং ডা. শায়লা তাসনিম।
তাল-সুর-লয়, উচ্চারণ এবং গায়কী— এই পাঁচটি বিষয়ে মার্কিং করে বিচারকেরা ম্যাজিক কার্ড প্রদান করেন দুইজন শিল্পীকে। তাঁরা হলেন ঐশী রানী দৃষ্টি এবং মেহজাবিন খান সিঙ্গা। সারা দেশের মোট ১৮ জন প্রতিযোগী অংশ নেবেন মূল রাউন্ডে।
বাংলা লোকসংগীতে নতুন প্রতিভা অন্বেষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য যথাযথ আর্কাইভ তৈরির পাশাপাশি শিল্পীদের সহায়তা, মূল্যায়ন, গানের রাইটস ও রয়ালিটি যথাযথভাবে নিশ্চিত করার জন্য যাত্রা শুরু হয়েছিলো সান ফাউন্ডেশনের। তারই ধারাবাহিকতায় শুরু হলো এবারের ম্যাজিক বাউলিয়ানা ২০২২।
চতুর্থ আসরে রেজিস্ট্রেশন করেছেন সারা দেশের ৫০ হাজারেরও বেশি প্রতিযোগী। ম্যাজিক বাউলিয়ানার প্রতিটি পর্ব দেখতে চোখ রাখতে হবে মাছরাঙা টেলিভিশনের পর্দায়।
ম্যাজিক বাউলিয়ানার আয়োজক মাছরাঙা টেলিভিশন। পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। ক্রিয়েটিভ এবং ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড। ওয়ারড্রোর পার্টনার - দেশাল।
ঈদের সিনেমার পরীক্ষিত নায়ক শাকিব খান। প্রতি ঈদেই তাঁর সিনেমা থাকে আলোচনার কেন্দ্রে। শাকিবও মনোযোগ দিয়েছেন শুধু ঈদকেন্দ্রিক সিনেমায়। গত বছর ঈদ ছাড়া মুক্তি পাওয়া ‘দরদ’ সিনেমার ভরাডুবি জানান দিয়েছে কেন শাকিব ঈদের সিনেমা নিয়েই ব্যস্ত।
৩ ঘণ্টা আগে২০১২ সালে টিকিট কেটে মা, বাবা ও বড় বোনের সঙ্গে সংগীতবিষয়ক রিয়েলিটি শো সারেগামাপার গ্র্যান্ড ফিনালে দেখতে গিয়েছিলেন দেয়াশিনী রায়। ১৩ বছর পর সেই দেয়াশিনী জিতলেন সারেগামাপার মুকুট। গত রোববার শেষ হলো ‘সারেগামাপা’র এবারের সফর।
৩ ঘণ্টা আগেফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
১ দিন আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
১ দিন আগে