বিনোদন প্রতিবেদক, ঢাকা
টেলিভিশন ও মঞ্চ—দুই মাধ্যমেই নিয়মিত কাজ করেছেন আসাদুজ্জামান নূর। রাজনৈতিক ব্যস্ততার কারণে অভিনয়ে এখন নিয়মিত দেখা যায় না তাঁকে। তবে সময় পেলেই হাজির হন ক্যামেরার সামনে। যাঁরা আসাদুজ্জামান নূরের মঞ্চনাটক দেখতে ভালোবাসেন, তাঁদের জন্য সুখবর। ‘আলী যাকের নতুনের উৎসব’ উপলক্ষে নতুন এক মঞ্চনাটকে অভিনয় করছেন নূর। নাটকের নাম ‘রিমান্ড’।
শিল্পকলা একাডেমিতে ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ‘আলী যাকের নতুনের উৎসব’ শিরোনামে ছয় দিনের নাট্যোৎসব। এবার ৫টি নতুন নাটক মঞ্চায়ন করা হবে। উৎসবের দ্বিতীয় দিন ২২ জানুয়ারি সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে প্রদর্শিত হবে রেপার্টরি নাট্যদল হৃৎমঞ্চের নাটক ‘রিমান্ড’। এতে লেখকের চরিত্রে দেখা যাবে আসাদুজ্জামান নূরকে।
রিমান্ড কক্ষে বসে আছেন একজন লেখক, তাঁকে জেরা করছেন পুলিশ কর্মকর্তা। টানটান উত্তেজনায় চলা জেরা পর্বের মধ্য দিয়েই এগিয়ে চলে ‘রিমান্ড’ নাটকের কাহিনি। নাটকে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে জ্যোতি সিনহাকে। এ ছাড়া অভিনয় করছেন কামাল উদ্দীন কবির, সউদ চৌধুরী, শাহনাজ জাহান, আনিসুর রহমান রিমন, বর্ষা, সৌম্য, শাকিল, সজিব ও শম্পা। মঞ্চ পরিকল্পনা করছেন কামাল উদ্দীন কবির, আলো পরিকল্পনায় সুদীপ চক্রবর্তী, পোশাক পরিকল্পনায় আছেন আইরিন পারভিন লোপা।
২০১৯ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রণোদনায় পাঁচটি নাটক নিয়ে প্রথমবারের মতো উদ্যাপিত হয় ‘নতুনের উৎসব’। করোনার কারণে বন্ধ থাকার পর এ বছর দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে উৎসবটি। নাগরিক নাট্য সম্প্রদায়ের সভাপতি আলী যাকেরকে স্মরণ করে এবারের উৎসবের নামকরণ করা হয়েছে ‘আলী যাকের নতুনের উৎসব’। উৎসবটি যৌথভাবে আয়োজন করছে নাগরিক নাট্য সম্প্রদায় ও মঙ্গলদীপ ফাউন্ডেশন।
টেলিভিশন ও মঞ্চ—দুই মাধ্যমেই নিয়মিত কাজ করেছেন আসাদুজ্জামান নূর। রাজনৈতিক ব্যস্ততার কারণে অভিনয়ে এখন নিয়মিত দেখা যায় না তাঁকে। তবে সময় পেলেই হাজির হন ক্যামেরার সামনে। যাঁরা আসাদুজ্জামান নূরের মঞ্চনাটক দেখতে ভালোবাসেন, তাঁদের জন্য সুখবর। ‘আলী যাকের নতুনের উৎসব’ উপলক্ষে নতুন এক মঞ্চনাটকে অভিনয় করছেন নূর। নাটকের নাম ‘রিমান্ড’।
শিল্পকলা একাডেমিতে ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ‘আলী যাকের নতুনের উৎসব’ শিরোনামে ছয় দিনের নাট্যোৎসব। এবার ৫টি নতুন নাটক মঞ্চায়ন করা হবে। উৎসবের দ্বিতীয় দিন ২২ জানুয়ারি সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে প্রদর্শিত হবে রেপার্টরি নাট্যদল হৃৎমঞ্চের নাটক ‘রিমান্ড’। এতে লেখকের চরিত্রে দেখা যাবে আসাদুজ্জামান নূরকে।
রিমান্ড কক্ষে বসে আছেন একজন লেখক, তাঁকে জেরা করছেন পুলিশ কর্মকর্তা। টানটান উত্তেজনায় চলা জেরা পর্বের মধ্য দিয়েই এগিয়ে চলে ‘রিমান্ড’ নাটকের কাহিনি। নাটকে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে জ্যোতি সিনহাকে। এ ছাড়া অভিনয় করছেন কামাল উদ্দীন কবির, সউদ চৌধুরী, শাহনাজ জাহান, আনিসুর রহমান রিমন, বর্ষা, সৌম্য, শাকিল, সজিব ও শম্পা। মঞ্চ পরিকল্পনা করছেন কামাল উদ্দীন কবির, আলো পরিকল্পনায় সুদীপ চক্রবর্তী, পোশাক পরিকল্পনায় আছেন আইরিন পারভিন লোপা।
২০১৯ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রণোদনায় পাঁচটি নাটক নিয়ে প্রথমবারের মতো উদ্যাপিত হয় ‘নতুনের উৎসব’। করোনার কারণে বন্ধ থাকার পর এ বছর দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে উৎসবটি। নাগরিক নাট্য সম্প্রদায়ের সভাপতি আলী যাকেরকে স্মরণ করে এবারের উৎসবের নামকরণ করা হয়েছে ‘আলী যাকের নতুনের উৎসব’। উৎসবটি যৌথভাবে আয়োজন করছে নাগরিক নাট্য সম্প্রদায় ও মঙ্গলদীপ ফাউন্ডেশন।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪