ভারতে চরম সংকটে কংগ্রেস, বিপাকে বিরোধীরাও
রাহুল গান্ধীর বালখিল্যপনাতেই ডুবছে কংগ্রেস—পদত্যাগী কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ এ কথা চিঠি লিখে জানিয়েছেন। আর সাধারণ কংগ্রেসিদেরও একটা বড় অংশ এমনটা বিশ্বাস করেন। তাঁরা মনে করেন, ভারতের জাতীয় কংগ্রেসে রাহুলের উত্থানের পর থেকেই গোটা দেশে নেতা-কর্মীদের মধ্যে দল ছাড়ার হিড়িক শুরু হয়েছে।