কলকাতা প্রতিনিধি
ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর নিরপেক্ষতা নিয়ে শুক্রবার ও শনিবার পশ্চিমবঙ্গ জুড়ে আন্দোলনে নামছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। এর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) ডেকে পাঠালে কংগ্রেসও তদন্তকারী সংস্থাগুলোর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে।
ভারতের বিরোধী দলগুলোর অভিযোগ, ক্ষমতাসীন দল বিজেপি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে দিয়ে বিরোধীদের শায়েস্তা করছে। তবে, বিজেপির পাল্টা দাবি, অপরাধীদের নিস্তার নেই। এরই মধ্যে সিবিআই বীরভূম থেকে গ্রেপ্তার করে কলকাতায় নিয়ে এসেছে তৃণমূলের ডাকসাইটে নেতা অনুব্রত মণ্ডলকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ গরু পাচারের। আদালত তাঁকে ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন। অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগে জেলে বন্দী রাজ্যের সাবেক শিল্পমন্ত্রী ও তৃণমূলের সাবেক মহাসচিব পার্থ চ্যাটার্জি। সব মিলিয়ে জ্যেষ্ঠ দুই নেতার এমন বেকায়দা অবস্থান তৃণমূলকেও বেকায়দায় ফেলে দিয়েছে।
ভারতের বৃহৎ রাজনৈতিক দল কংগ্রেস স্বশাসিত তদন্ত সংস্থাগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলে দেশজুড়ে আন্দোলন করলেও তৃণমূল নেতাদের গ্রেপ্তারের বিষয়ে নীরব। তৃণমূলও অবশ্য আটক নেতাদের বিষয়ে বেশ সতর্ক।
এই বিষয়ে তৃণমূলের নেত্রী ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘কোনো অনৈতিকতা ও দুর্নীতিকে দলে প্রশ্রয় দেওয়া হয় না।’ তৃণমূলের এমপি ও দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন, ‘দুর্নীতিকে কোনোভাবেই মেনে নেবে না দল।’
একই কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে একই সঙ্গে মমতা বলেছেন, সিবিআই ও ইডি নিরপেক্ষ চেহারা না দেখানোয় শুক্র ও শনিবার দলের ছাত্র ও যুব সংগঠন জেলায় জেলায় বিক্ষোভ প্রদর্শন করবে। তবে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের পাল্টা দাবি, ‘কেবল তো দুই উইকেট পড়েছে। আরও পড়বে। কাউকে ছাড় দেওয়া হবে না।’
তৃণমূলের বিক্ষোভ কর্মসূচির বিপরীতে বিজেপি রাজ্য জুড়ে পাল্টা প্রচারে নেমেছে। তৃণমূলের বিরুদ্ধে আলাদা করে দুর্নীতির অভিযোগে সোচ্চার বামেরাও। ফলে বেশ কোণঠাসা অবস্থা পশ্চিমবঙ্গের শাসক দলের।
ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর নিরপেক্ষতা নিয়ে শুক্রবার ও শনিবার পশ্চিমবঙ্গ জুড়ে আন্দোলনে নামছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। এর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) ডেকে পাঠালে কংগ্রেসও তদন্তকারী সংস্থাগুলোর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে।
ভারতের বিরোধী দলগুলোর অভিযোগ, ক্ষমতাসীন দল বিজেপি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে দিয়ে বিরোধীদের শায়েস্তা করছে। তবে, বিজেপির পাল্টা দাবি, অপরাধীদের নিস্তার নেই। এরই মধ্যে সিবিআই বীরভূম থেকে গ্রেপ্তার করে কলকাতায় নিয়ে এসেছে তৃণমূলের ডাকসাইটে নেতা অনুব্রত মণ্ডলকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ গরু পাচারের। আদালত তাঁকে ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন। অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগে জেলে বন্দী রাজ্যের সাবেক শিল্পমন্ত্রী ও তৃণমূলের সাবেক মহাসচিব পার্থ চ্যাটার্জি। সব মিলিয়ে জ্যেষ্ঠ দুই নেতার এমন বেকায়দা অবস্থান তৃণমূলকেও বেকায়দায় ফেলে দিয়েছে।
ভারতের বৃহৎ রাজনৈতিক দল কংগ্রেস স্বশাসিত তদন্ত সংস্থাগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলে দেশজুড়ে আন্দোলন করলেও তৃণমূল নেতাদের গ্রেপ্তারের বিষয়ে নীরব। তৃণমূলও অবশ্য আটক নেতাদের বিষয়ে বেশ সতর্ক।
এই বিষয়ে তৃণমূলের নেত্রী ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘কোনো অনৈতিকতা ও দুর্নীতিকে দলে প্রশ্রয় দেওয়া হয় না।’ তৃণমূলের এমপি ও দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন, ‘দুর্নীতিকে কোনোভাবেই মেনে নেবে না দল।’
একই কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে একই সঙ্গে মমতা বলেছেন, সিবিআই ও ইডি নিরপেক্ষ চেহারা না দেখানোয় শুক্র ও শনিবার দলের ছাত্র ও যুব সংগঠন জেলায় জেলায় বিক্ষোভ প্রদর্শন করবে। তবে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের পাল্টা দাবি, ‘কেবল তো দুই উইকেট পড়েছে। আরও পড়বে। কাউকে ছাড় দেওয়া হবে না।’
তৃণমূলের বিক্ষোভ কর্মসূচির বিপরীতে বিজেপি রাজ্য জুড়ে পাল্টা প্রচারে নেমেছে। তৃণমূলের বিরুদ্ধে আলাদা করে দুর্নীতির অভিযোগে সোচ্চার বামেরাও। ফলে বেশ কোণঠাসা অবস্থা পশ্চিমবঙ্গের শাসক দলের।
খুব শিগগিরই মাসওয়ারি বেতনভিত্তিক চাকরির দিন শেষ হয়ে যাবে। বিলুপ্ত হয়ে যেতে পারে এ ধরনের বেতনভোগী মধ্যবিত্ত শ্রেণি। বিশেষ করে ভারতে এই মধ্যবিত্ত শ্রেণিটি চলতি দশকের মধ্যেই সম্ভবত বিলুপ্ত হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিকদের নিরাপত্তার কারণ দেখিয়ে রেল সংযোগ প্রকল্পের অর্থায়ন ও নির্মাণকাজ স্থগিত করেছে ভারত। এই সিদ্ধান্তের ফলে অন্তত তিনটি চলমান প্রকল্প থেমে গেছে এবং আরও পাঁচটি প্রকল্পের জরিপ কাজও বন্ধ হয়ে গেছে।
২ ঘণ্টা আগেইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
১৬ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১৯ ঘণ্টা আগে