অনলাইন ডেস্ক
খুব শিগগিরই মাসওয়ারি বেতনভিত্তিক চাকরির দিন শেষ হয়ে যাবে। বিলুপ্ত হয়ে যেতে পারে এ ধরনের বেতনভোগী মধ্যবিত্ত শ্রেণি। বিশেষ করে ভারতে এই মধ্যবিত্ত শ্রেণিটি চলতি দশকের মধ্যেই সম্ভবত বিলুপ্ত হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
ভারত মার্সেলাস ইনভেস্টমেন্ট ম্যানেজার্স নামে পোর্টফোলিও ম্যানেজমেন্ট পরিষেবা সংস্থার প্রতিষ্ঠাতা সৌরভ মুখার্জিয়া সম্প্রতি ‘বিয়ন্ড দ্য পে চেক: ইন্ডিয়াস অনট্রপ্রুনারিয়াল রিবার্থ’ পডকাস্টে এমন ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছেন।
তাঁর মতে, এই দশকেই বেতনভিত্তিক চাকরি কাঠামোর অবসান ঘটবে। তাই পরিশ্রমী, শিক্ষিত মানুষের জন্য সেটি আর জীবিকা নির্বাহের টেকসই রাস্তা নয়। তিনি বলেন, ‘আমরা আমাদের বাবা–মাকে দেখেছি একই প্রতিষ্ঠানে ৩০ বছর ধরে কাজ করতেন। এই পুরোনো মডেলের অবসান ঘটতে যাচ্ছে। এই চাকরিভিত্তিক অবকাঠামোই আসলে মধ্যবিত্ত শ্রেণি গড়ে তুলেছে। এখন এই কাঠামো বিলুপ্তির পথে।’
ভারতের বাজারবিষয়ক বিশেষজ্ঞ সৌরভ মুখার্জিয়া বলেন, ‘এখন বেশির ভাগ কাজই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) করে ফেলছে। যে কাজগুলো আপনি বিনা মূল্যে এআই দিয়ে করাতে পারছেন, সেটির জন্য বেতন দিয়ে একজন মানুষ রাখার তো দরকার নেই! ফলে, ধীরে ধীরে চাকরির বাজার সংকুচিত হচ্ছে।’
তবে, চাকরিভিত্তিক ক্যারিয়ার কাঠামো বিলুপ্তির এই চিত্রকে কেবল হতাশাজনক বলে মানতে রাজি নন এই বিশেষজ্ঞ। জীবিকা নির্বাহের এই কাঠামোর বিলুপ্তিকে একজন ব্যক্তির জীবন তো বটেই পুরো সমাজব্যবস্থারই উন্নয়নের এক অপার সম্ভাবনা হিসেবে কাজে লাগানো যেতে পারে বলে মনে করেন তিনি। বলেন, ‘নিজেদের করপোরেট ক্যারিয়ার সুন্দর ও নিরাপদ করতে আমরা যে পরিমাণ অধ্যবসায়, পরিশ্রম আর মেধা খরচ করি, সেই একই উদ্যমে যদি উদ্যোক্তা হই, তাহলে তা হতে পারে নতুন সমৃদ্ধির ইঞ্জিন।’
সৌরভ আরও বলেন, ‘ভারতীয় সমাজের মানুষ ঝুঁকি নিতে চায় না, তারা স্থিতিশীলতা চায়। এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। মাস শেষে একটা নির্দিষ্ট পরিমাণ বেতন আসবে, এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। সন্তানদের কেবল চাকরিপ্রার্থী হিসেবে তৈরি করা বন্ধ করতে হবে অভিভাবকদের।’
ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, গুগলের দাবি, তাদের বিভিন্ন প্ল্যাটফর্ম ও পরিষেবার এক–তৃতীয়াংশ কোডই লিখছে এআই।
খুব শিগগিরই মাসওয়ারি বেতনভিত্তিক চাকরির দিন শেষ হয়ে যাবে। বিলুপ্ত হয়ে যেতে পারে এ ধরনের বেতনভোগী মধ্যবিত্ত শ্রেণি। বিশেষ করে ভারতে এই মধ্যবিত্ত শ্রেণিটি চলতি দশকের মধ্যেই সম্ভবত বিলুপ্ত হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
ভারত মার্সেলাস ইনভেস্টমেন্ট ম্যানেজার্স নামে পোর্টফোলিও ম্যানেজমেন্ট পরিষেবা সংস্থার প্রতিষ্ঠাতা সৌরভ মুখার্জিয়া সম্প্রতি ‘বিয়ন্ড দ্য পে চেক: ইন্ডিয়াস অনট্রপ্রুনারিয়াল রিবার্থ’ পডকাস্টে এমন ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছেন।
তাঁর মতে, এই দশকেই বেতনভিত্তিক চাকরি কাঠামোর অবসান ঘটবে। তাই পরিশ্রমী, শিক্ষিত মানুষের জন্য সেটি আর জীবিকা নির্বাহের টেকসই রাস্তা নয়। তিনি বলেন, ‘আমরা আমাদের বাবা–মাকে দেখেছি একই প্রতিষ্ঠানে ৩০ বছর ধরে কাজ করতেন। এই পুরোনো মডেলের অবসান ঘটতে যাচ্ছে। এই চাকরিভিত্তিক অবকাঠামোই আসলে মধ্যবিত্ত শ্রেণি গড়ে তুলেছে। এখন এই কাঠামো বিলুপ্তির পথে।’
ভারতের বাজারবিষয়ক বিশেষজ্ঞ সৌরভ মুখার্জিয়া বলেন, ‘এখন বেশির ভাগ কাজই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) করে ফেলছে। যে কাজগুলো আপনি বিনা মূল্যে এআই দিয়ে করাতে পারছেন, সেটির জন্য বেতন দিয়ে একজন মানুষ রাখার তো দরকার নেই! ফলে, ধীরে ধীরে চাকরির বাজার সংকুচিত হচ্ছে।’
তবে, চাকরিভিত্তিক ক্যারিয়ার কাঠামো বিলুপ্তির এই চিত্রকে কেবল হতাশাজনক বলে মানতে রাজি নন এই বিশেষজ্ঞ। জীবিকা নির্বাহের এই কাঠামোর বিলুপ্তিকে একজন ব্যক্তির জীবন তো বটেই পুরো সমাজব্যবস্থারই উন্নয়নের এক অপার সম্ভাবনা হিসেবে কাজে লাগানো যেতে পারে বলে মনে করেন তিনি। বলেন, ‘নিজেদের করপোরেট ক্যারিয়ার সুন্দর ও নিরাপদ করতে আমরা যে পরিমাণ অধ্যবসায়, পরিশ্রম আর মেধা খরচ করি, সেই একই উদ্যমে যদি উদ্যোক্তা হই, তাহলে তা হতে পারে নতুন সমৃদ্ধির ইঞ্জিন।’
সৌরভ আরও বলেন, ‘ভারতীয় সমাজের মানুষ ঝুঁকি নিতে চায় না, তারা স্থিতিশীলতা চায়। এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। মাস শেষে একটা নির্দিষ্ট পরিমাণ বেতন আসবে, এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। সন্তানদের কেবল চাকরিপ্রার্থী হিসেবে তৈরি করা বন্ধ করতে হবে অভিভাবকদের।’
ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, গুগলের দাবি, তাদের বিভিন্ন প্ল্যাটফর্ম ও পরিষেবার এক–তৃতীয়াংশ কোডই লিখছে এআই।
তিনি ইতিহাসের দিকে ইঙ্গিত করে বলেন, ‘পশ্চিমা দেশগুলো যুগের পর যুগ ধরে রাশিয়ার প্রতি অবিশ্বাস ও শত্রুতার মনোভাব পোষণ করে এসেছে। পিটার দা গ্রেটের আমল থেকেই তারা রাশিয়াকে ইউরোপীয় পরিবারে উপযুক্তভাবে স্থান দিতে চায়নি। বরং একে দুর্বল করে রাখার জন্য নানা ষড়যন্ত্র করেছে।’
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ফ্লোরিডার তরুণ উদ্যোক্তা ও আইসক্রিম দোকানের মালিক ছিলেন ২০ বছর বয়সী সাইফোল্লাহ মুসাল্লেত। সম্প্রতি ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের হাতে নির্মমভাবে নিহত হন তিনি। তাঁর শোকবিহ্বল পরিবারের আশা—এই তরুণ যেন ‘শুধু আরেকটি সংখ্যা’ হয়ে হারিয়ে না যান।
৩ ঘণ্টা আগেসাম্প্রতিক সময়ে রাশিয়া ও চীনের মধ্যে আরআইসিকে পুনরুজ্জীবিত করার আগ্রহ বেড়েছে, বিশেষত ভারতের কোয়াড সদস্য হওয়ার পর। যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার এই জোটকে বেইজিং মনে করে নিজেদের উত্থান ঠেকানোর জন্য গঠিত একটি জোট। এদিকে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঘনিষ্ঠতা...
৩ ঘণ্টা আগেসিরিয়ায় ইসরায়েলের বিমান হামলাকে কেন্দ্র করে তুরস্ক তাদের অবস্থান পরিষ্কার করেছে। নিজেদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে তুরস্ক তাদের এই অবস্থান জানিয়ে দিয়েছে। গতকাল বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেছেন, আঙ্কারা আঞ্চলিক শক্তি...
৫ ঘণ্টা আগে