Ajker Patrika

কংগ্রেসের পদযাত্রা শুরু

কলকাতা প্রতিনিধি
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৫: ১৫
কংগ্রেসের পদযাত্রা শুরু

রাহুল গান্ধীর নেতৃত্বে শুরু হলো কংগ্রেসের ভারত জোড়ো পদযাত্রা। তামিলনাড়ু রাজ্যের অগস্তিপুরম থেকে এদিন সকালে ১১৮ জন ‘ভারতযাত্রী’ এই পদযাত্রায় অংশ নেন। জাতীয় পতাকা উত্তোলন করে ৩ হাজার ৫৭০ কিলোমিটার পদযাত্রার সূচনা করেন দলের সাবেক সভাপতি রাহুল গান্ধী।

১৫০ দিনে ১২টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চল অতিক্রম করে এই পদযাত্রা কাশ্মীরে পৌঁছাবে। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বুধবার ভার্চুয়ালি এই পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন। তাঁর মতে, ঐতিহাসিক চেহারা নিতে চলেছে ভারত জোড়ো যাত্রা।

রাহুল জানিয়েছেন, প্রতিদিন ২২ থেকে ২৩ কিলোমিটার পথ অতিক্রম করবেন ভারতযাত্রীরা। তাঁদের গড় বয়স ৩৮। প্রতিদিন ভারতীয় সময় সকাল ৭টা থেকে ১০টা ৩০ মিনিট এবং বিকেল ৩টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ নমিনিট পর্যন্ত চলবে এই পদযাত্রা। ২০২৪ সালের লোকসভা নির্বাচন সামনে রেখে দলকে সংঘবদ্ধ করতে অভিনব এই পদযাত্রাকেই পাখির চোখ করতে চাইছেন গান্ধী পরিবারের প্রতি আস্থাভাজন কংগ্রেসের নেতা-কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত