Ajker Patrika

কংগ্রেসের পাঁচ মাসব্যাপী ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু আজ 

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৩: ৩৩
কংগ্রেসের পাঁচ মাসব্যাপী ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু আজ 

আজ থেকে শুরু হচ্ছে কংগ্রেসের পাঁচ মাসব্যাপী ‘ভারত জোড়ো যাত্রা’। রাহুল গান্ধীর নেতৃত্বে ১৫০ দিনের এই পদযাত্রায় ১২টি রাজ্য ঘুরবেন কংগ্রেসের নেতা-কর্মীরা। 

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, ২০২৪ সালের লোকসভা নির্বাচন ঘিরে নতুন উদ্যমে মাঠে নামতে মরিয়া দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস। এরই অংশ হিসেবে বুধবার (৭ সেপ্টেম্বর) থেকে কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু করেছেন। কন্যাকুমারী থেকে কাশ্মীর—মোট ৩ হাজার ৫৭০ কিলোমিটার পথ পাড়ি দেওয়া হবে এই পদযাত্রায়। 

এতে রাহুল গান্ধীর সঙ্গে অন্যান্য কংগ্রেস নেতা থাকবেন, একই সঙ্গে নাগরিক সমাজের প্রতিনিধিসহ ৩০০ জন এই ‘ভারত জোড়ো যাত্রায়’ শামিল হবেন। 

কংগ্রেস জানিয়েছে, এই যাত্রায় রাহুল গান্ধী রাতে কোনো হোটেলে থাকবেন না। যাত্রা চলাকালীন তিনি একটি কনটেইনারে থাকবেন। দলের নেতাদের সঙ্গে তাঁবু খাঁটিয়ে একসঙ্গে খাওয়াদাওয়া সারবেন। 

কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ৩ হাজার ৫৭০ কিলোমিটার পথে প্রতিদিন একটি করে নতুন গ্রামে রাতে থাকবে রাহুলসহ দলটি। পাঁচ মাস ধরে চলা ‘ভারত জোড়ো যাত্রায়’ এক দিনে ২২ থেকে ২৩ কিলোমিটার যাত্রা করবে। রোজ সকাল ৭টায় যাত্রা শুরু হবে, চলবে ১০টা পর্যন্ত। তারপর কয়েক ঘণ্টার বিশ্রাম। ফের বেলা সাড়ে ৩টায় যাত্রা শুরু হবে। চলবে সন্ধে ৭টা পর্যন্ত। 

‘ভারত জোড়ো যাত্রা’ সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক পদযাত্রা হতে যাচ্ছে বলে দাবি করেছে কংগ্রেস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত