Ajker Patrika

ইতালিতে সোনিয়া গান্ধীর মায়ের মৃত্যু

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ১১: ১১
ইতালিতে সোনিয়া গান্ধীর মায়ের মৃত্যু

ভারতের অন্যতম প্রধান রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীর মা পাওলা মাইনো মারা গেছেন। স্থানীয় সময় শনিবার ইতালিতে নিজ বাসভবনে মারা গেছেন তিনি। গত মঙ্গলবার তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই।

গত ২৩ আগস্ট সোনিয়া গান্ধী তাঁর ৯০ বছর বয়সী অসুস্থ মাকে দেখতে ইতালি গিয়েছিলেন।

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ গতকাল বুধবার এক টুইটার পোস্টে বলেছেন, সোনিয়া গান্ধীর মা পাওলা মাইনো গত ২৭ আগস্ট ইতালির নিজ বাড়িতে মারা গেছেন। গতকাল (মঙ্গলবার) তাঁর শেষকৃত্য হয়েছে।

পিটিআই জানিয়েছে, পাওলা মাইনোর শেষকৃত্যানুষ্ঠানে সোনিয়া গান্ধীর ছেলে রাহুল গান্ধী ও মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র অংশ নিয়েছিলেন বলে জানা গেছে। রোববার সেখান থেকে অনলাইনে এই তিন নেতা কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে অংশ নেন। বৈঠকে দলের সভাপতি পদে নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হয়। 

 সোনিয়া গান্ধীর মায়ের মৃত্যুতে ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্যান্য দলের নেতারা গভীর সমবেদনা জানিয়েছেন। 

নরেন্দ্র মোদি এক টুইটার পোস্টে বলেছেন, ‘তাঁর মা মিসেস পাওলা মাইনোর মৃত্যুতে সোনিয়া গান্ধীর প্রতি গভীর সমবেদনা জানাই। তাঁর আত্মা শান্তিতে থাকুক। এই শোকের সময়ে আমার সমব্যথী হৃদয় পুরো পরিবারের সঙ্গে রয়েছে।’ 

কংগ্রেস তার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বলেছে, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর মা পাওলা মাইনোর দুঃখজনক মৃত্যুতে কংগ্রেস পরিবার গভীর সমবেদনা প্রকাশ করছে। আমরা প্রয়াত আত্মার জন্য প্রার্থনা করছি এবং শোকাহত পরিবারের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত