Ajker Patrika

এবার ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে যাচ্ছেন সোনিয়া গান্ধী

কলকাতা প্রতিনিধি
এবার ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে যাচ্ছেন সোনিয়া গান্ধী

কংগ্রেসের মুখপাত্র বলে পরিচিত সংবাদপত্র ন্যাশনাল হেরাল্ডের তহবিল তছরুপের মামলায় এবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে যাচ্ছেন দলটির সভানেত্রী সোনিয়া গান্ধী। আগামী ২৩ জুন ভারতের অর্থনৈতিক দুর্নীতির তদন্তকারী প্রতিষ্ঠান এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট–ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন সোনিয়া। 

সোনিয়া গান্ধীকে গত ৮ জুন ইডি কার্যালয়ে যাওয়ার জন্য চিঠি পাঠিয়েছিল ইডি। তবে গত ২ জুন কোভিড আক্রান্ত হন সোনিয়া গান্ধী। চিকিৎসা নিতে ভর্তি হন নয়া দিল্লির একটি হাসপাতালে। পরে গত ২০ জুন হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। হাসপাতাল ছাড়ার পরপরই আলোচনা শুরু হয় সোনিয়া গান্ধী কবে ইডি কার্যালয়ে যাবেন। পরে, ইডি থেকে আগামী ২৩ জুন ইডি কার্যালয়ে হাজির হওয়ার জন্য জানানো সোনিয়া গান্ধীকে। 

এর আগে, ন্যাশনাল হেরাল্ডের ২ হাজার কোটি রুপি তছরুপের অভিযোগে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে ৫ দিনে প্রায় ৫০ ঘণ্টা জেরা করা হয়। 

এদিকে, কংগ্রেসের একটি সূত্র জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার সোনিয়া গান্ধী ইডি কার্যালয়ে যাবেন। দলটির তরফ থেকে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনে সত্যাগ্রহ আন্দোলনও চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, ২০১৭ সালে ইডি সোনিয়া ও রাহুলকে ন্যাশনাল হেরাল্ড মামলা থেকে মুক্তি দিয়েছিল। কিন্তু সম্প্রতি তাঁদের বিরুদ্ধে আবারও নতুন করে তদন্ত শুরু হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত