মান্দায় দাম বাড়লেও কমেছে খাবারের মান
নির্মাণশ্রমিক হজরত আলী সকালের খাবার খেয়ে কাজে বের হন, ফেরেন সন্ধ্যার পর। চুক্তিবদ্ধ কাজের কারণে দুপুরে বাড়ি ফেরা হয় না। প্রতিদিন কোনো না কোনো খাবারের দোকানে সারতে হয় দুপুরের খাবার। পকেটের দিকে খেয়াল রেখে প্রতিদিন দুপুরের খাবারের তালিকায় পরিবর্তন আনতে হয়। রুটি, ডিম-ভাত, সবজি-ভাত দিয়ে সেরে নেন দুপুরের