নাটোর প্রতিনিধি
প্রাতিষ্ঠানিক ও প্রশিক্ষণের সুবিধা সৃষ্টির মাধ্যমে আগ্রহী শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের প্রযুক্তিগত জ্ঞান বাড়াতে ভূমিকা রাখছে নাটোরের শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। এখানে প্রশিক্ষণ নিয়ে অনেকে ওয়েব ডিজাইন, লোগো ডিজাইন, মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি, গ্রাফিক ডিজাইন, ডেটা এন্ট্রি, ওয়েব অ্যাপ ডেভেলপমেন্টসহ প্রযুক্তিঘনিষ্ঠ উপার্জনের পন্থা শিখে অনলাইনেই ক্যারিয়ার গড়ছেন।
২০১৬ থেকে ২০১৮ সালে নাটোর শহরের কান্দিভিটুয়া এলাকার পুরাতন জেলখানা চত্বরে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অধীনে ৭ কোটি ৯৮ লাখ ৮৭ হাজার টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হয়।
জানা গেছে, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের উদ্যোক্তা এবং তাঁদের প্রতিষ্ঠানের অনুকূলে ১০টি ইনকিউবেশন সেল বরাদ্দ দেওয়া হয়। প্রতিটি কোম্পানি তাদের নিজ নিজ ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। প্রশিক্ষণ কার্যক্রমের জন্য কম্পিউটার, আসবাবপত্র, ইন্টারনেট সুবিধা রয়েছে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ বলেন, পরিত্যক্ত জেলখানার চারটি ভবন মেরামত ও আধুনিকায়নের কাজ শেষ হয়েছে। ছয়তলা ফাউন্ডেশন বিশিষ্ট দোতলা নতুন ভবন নির্মাণকাজ শেষ হয়েছে। নতুন ভবনে প্রাতিষ্ঠানিক উদ্যোক্তাদের জন্য ১০টি ইনকিউবেশন সেল বা রুম তৈরি করা হয়েছে। এ ছাড়া নতুন ভবনে একটি ট্রেনিং রুম, একটি কনফারেন্স রুম এবং অফিস কক্ষ রয়েছে। প্রতিষ্ঠানটি থেকে বাস্তবভিত্তিক এবং চাহিদার নিরিখে কোর্স কারিকুলাম প্রণয়ন, প্রশিক্ষণ দেওয়া এবং ইনকিউবেশন সুবিধার মাধ্যমে প্রযুক্তি খাতের প্রশিক্ষিত জনবল ও উদ্যোক্তা সৃষ্টি করা হচ্ছে। বর্তমানে বিভিন্ন কোর্সে সহস্রাধিক তরুণ-তরুণী প্রশিক্ষণ নিচ্ছেন।
সদর উপজেলার হরিশপুর ইউনিয়নের প্রযুক্তি উদ্যোক্তা আহমদ আলী ওয়েব ডেভেলপার ও ডিজাইনার হিসেবে কাজ করছেন। তিনি বলেন, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার থেকে ট্রেনিং নিয়ে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন তিনি।
সাইফুল ইসলাম নামের অন্য এক ফ্রিল্যান্সার বলেন, নামমাত্র রেজিস্ট্রেশন ও ভর্তি ফি দিয়ে তিনি গ্রাফিকস ডিজাইনের প্রশিক্ষণ নেন। এখন নিজ এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে পোস্টার, ফ্লাইয়ার ডিজাইন করেন তিনি।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সার্বিক নির্দেশনার আলোকেই নাটোরের শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নে বেকারত্বমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হবে। তাই সম্ভাবনাময় তরুণ সমাজকে আমরা প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের আওতায় এনে উপার্জনের পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখার সুযোগ করে দিয়েছি। ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সরকার।’
প্রাতিষ্ঠানিক ও প্রশিক্ষণের সুবিধা সৃষ্টির মাধ্যমে আগ্রহী শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের প্রযুক্তিগত জ্ঞান বাড়াতে ভূমিকা রাখছে নাটোরের শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। এখানে প্রশিক্ষণ নিয়ে অনেকে ওয়েব ডিজাইন, লোগো ডিজাইন, মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি, গ্রাফিক ডিজাইন, ডেটা এন্ট্রি, ওয়েব অ্যাপ ডেভেলপমেন্টসহ প্রযুক্তিঘনিষ্ঠ উপার্জনের পন্থা শিখে অনলাইনেই ক্যারিয়ার গড়ছেন।
২০১৬ থেকে ২০১৮ সালে নাটোর শহরের কান্দিভিটুয়া এলাকার পুরাতন জেলখানা চত্বরে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অধীনে ৭ কোটি ৯৮ লাখ ৮৭ হাজার টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হয়।
জানা গেছে, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের উদ্যোক্তা এবং তাঁদের প্রতিষ্ঠানের অনুকূলে ১০টি ইনকিউবেশন সেল বরাদ্দ দেওয়া হয়। প্রতিটি কোম্পানি তাদের নিজ নিজ ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। প্রশিক্ষণ কার্যক্রমের জন্য কম্পিউটার, আসবাবপত্র, ইন্টারনেট সুবিধা রয়েছে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ বলেন, পরিত্যক্ত জেলখানার চারটি ভবন মেরামত ও আধুনিকায়নের কাজ শেষ হয়েছে। ছয়তলা ফাউন্ডেশন বিশিষ্ট দোতলা নতুন ভবন নির্মাণকাজ শেষ হয়েছে। নতুন ভবনে প্রাতিষ্ঠানিক উদ্যোক্তাদের জন্য ১০টি ইনকিউবেশন সেল বা রুম তৈরি করা হয়েছে। এ ছাড়া নতুন ভবনে একটি ট্রেনিং রুম, একটি কনফারেন্স রুম এবং অফিস কক্ষ রয়েছে। প্রতিষ্ঠানটি থেকে বাস্তবভিত্তিক এবং চাহিদার নিরিখে কোর্স কারিকুলাম প্রণয়ন, প্রশিক্ষণ দেওয়া এবং ইনকিউবেশন সুবিধার মাধ্যমে প্রযুক্তি খাতের প্রশিক্ষিত জনবল ও উদ্যোক্তা সৃষ্টি করা হচ্ছে। বর্তমানে বিভিন্ন কোর্সে সহস্রাধিক তরুণ-তরুণী প্রশিক্ষণ নিচ্ছেন।
সদর উপজেলার হরিশপুর ইউনিয়নের প্রযুক্তি উদ্যোক্তা আহমদ আলী ওয়েব ডেভেলপার ও ডিজাইনার হিসেবে কাজ করছেন। তিনি বলেন, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার থেকে ট্রেনিং নিয়ে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন তিনি।
সাইফুল ইসলাম নামের অন্য এক ফ্রিল্যান্সার বলেন, নামমাত্র রেজিস্ট্রেশন ও ভর্তি ফি দিয়ে তিনি গ্রাফিকস ডিজাইনের প্রশিক্ষণ নেন। এখন নিজ এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে পোস্টার, ফ্লাইয়ার ডিজাইন করেন তিনি।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সার্বিক নির্দেশনার আলোকেই নাটোরের শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নে বেকারত্বমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হবে। তাই সম্ভাবনাময় তরুণ সমাজকে আমরা প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের আওতায় এনে উপার্জনের পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখার সুযোগ করে দিয়েছি। ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সরকার।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪