রামের চরিত্রে রণবীর, রাবন হবেন হৃত্বিক
বলিউড তারকা রণবীর কাপুর ও হৃত্বিক রোশনকে গত শনিবার একসঙ্গে দেখা যায় প্রযোজক জ্যাকি ভাগনানির অফিসের সামনে। এরপরই তাঁদেরকে নিয়ে শুরু হয়েছে জল্পনা। সেখানে নাকি ‘রামায়ণ’ ছবি নিয়ে বৈঠক করেছেন হৃত্বিক রোশন, রণবীর কাপুর, নমিত, মধু মান্টেনা, নিতেশ তিওয়ারি এবং জ্যাকি ভগনানি।