হালের আলোচিত বলিউড জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে এখন টক অব দ্য টাউন। সবার একটাই প্রশ্ন, ‘বিয়ে করছেন কবে?’
কাপুর পরিবার এর মধ্যে সাদরে গ্রহণ করে নিয়েছে আলিয়াকে। আলিয়া-রণবীরের বিয়ে নিয়ে আলোচনা চলছে অনেক দিন থেকেই। বিশেষ করে নেটিজেনদের আলোচনা আর জল্পনার শেষ নেই। কেউ কেউ বলছেন, গোপনে বিয়েটা সেরেই নিয়েছেন এ জুটি।
২০১৮ সাল থেকে আলোচনায় রণবীর-আলিয়ার প্রেম। চলতি বছরের এপ্রিলেই তাঁরা বিয়ের পিঁড়িতে বসবেন বলে খবর ছড়িয়েছিল। ফের গুঞ্জন উঠেছে ডিসেম্বরে নাকি বিয়ে করতে চলেছেন তাঁরা।
সম্প্রতি বাবা ঋষি কাপুরের শেষ ছবি ‘শর্মাজি নামকিন’-এর প্রচারে এসে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সঙ্গে আলাপকালে নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর।
‘বিয়ে করছেন কবে?’ —এ প্রশ্নের জবাবে রণবীর বলেন, ‘আমাকে পাগলা কুকুর কামড়ায়নি যে আমি মিডিয়ায় বিয়ের তারিখ ঘোষণা করব। তবে আমার আর আলিয়ার শিগগিরই বিয়ে করার ইচ্ছা আছে। এটুকু বলতে পারি, আমরা তাড়াতাড়ি বিয়ে করছি।’
রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে মুখে কুলুপ এঁটেছে কাপুর পরিবার। বিয়ের গুঞ্জন নিয়ে রণবীরের পিসি রিমা জৈন বলেন, ‘রণবীর-আলিয়ার বিয়ে হবে ঠিকই, কিন্তু কবে বিয়ে হবে, তা আমরা জানি না। এখনো পর্যন্ত কোনো প্রস্তুতি নেওয়া হয়নি। তাহলে এত তাড়াতাড়ি কীভাবে বিয়ে হবে বলুন।’
এদিকে কিছুদিন আগে এক সাক্ষাৎকারে রণবীরের সঙ্গে নতুন অধ্যায় শুরুর প্রসঙ্গ নিয়ে আলিয়া বলেন, ‘মনে মনে আমার রণবীরের সঙ্গে বিয়ে হয়েছে। বহু দিন আগেই আমি আমার ভাবনায় ওর সঙ্গে বিয়ে করে নিয়েছি।’
হালের আলোচিত বলিউড জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে এখন টক অব দ্য টাউন। সবার একটাই প্রশ্ন, ‘বিয়ে করছেন কবে?’
কাপুর পরিবার এর মধ্যে সাদরে গ্রহণ করে নিয়েছে আলিয়াকে। আলিয়া-রণবীরের বিয়ে নিয়ে আলোচনা চলছে অনেক দিন থেকেই। বিশেষ করে নেটিজেনদের আলোচনা আর জল্পনার শেষ নেই। কেউ কেউ বলছেন, গোপনে বিয়েটা সেরেই নিয়েছেন এ জুটি।
২০১৮ সাল থেকে আলোচনায় রণবীর-আলিয়ার প্রেম। চলতি বছরের এপ্রিলেই তাঁরা বিয়ের পিঁড়িতে বসবেন বলে খবর ছড়িয়েছিল। ফের গুঞ্জন উঠেছে ডিসেম্বরে নাকি বিয়ে করতে চলেছেন তাঁরা।
সম্প্রতি বাবা ঋষি কাপুরের শেষ ছবি ‘শর্মাজি নামকিন’-এর প্রচারে এসে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সঙ্গে আলাপকালে নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর।
‘বিয়ে করছেন কবে?’ —এ প্রশ্নের জবাবে রণবীর বলেন, ‘আমাকে পাগলা কুকুর কামড়ায়নি যে আমি মিডিয়ায় বিয়ের তারিখ ঘোষণা করব। তবে আমার আর আলিয়ার শিগগিরই বিয়ে করার ইচ্ছা আছে। এটুকু বলতে পারি, আমরা তাড়াতাড়ি বিয়ে করছি।’
রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে মুখে কুলুপ এঁটেছে কাপুর পরিবার। বিয়ের গুঞ্জন নিয়ে রণবীরের পিসি রিমা জৈন বলেন, ‘রণবীর-আলিয়ার বিয়ে হবে ঠিকই, কিন্তু কবে বিয়ে হবে, তা আমরা জানি না। এখনো পর্যন্ত কোনো প্রস্তুতি নেওয়া হয়নি। তাহলে এত তাড়াতাড়ি কীভাবে বিয়ে হবে বলুন।’
এদিকে কিছুদিন আগে এক সাক্ষাৎকারে রণবীরের সঙ্গে নতুন অধ্যায় শুরুর প্রসঙ্গ নিয়ে আলিয়া বলেন, ‘মনে মনে আমার রণবীরের সঙ্গে বিয়ে হয়েছে। বহু দিন আগেই আমি আমার ভাবনায় ওর সঙ্গে বিয়ে করে নিয়েছি।’
১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘হঠাৎ বৃষ্টি’। সিনেমাটি প্রথম প্রদর্শিত হয় টেলিভিশনে। এরপর সিনেমা হলে মুক্তি পেয়েও রেকর্ড পরিমাণ ব্যবসা করে। সিনেমার গল্পে দর্শক যেভাবে মুগ্ধ হয়েছেন, গানগুলোও পেয়েছিল জনপ্রিয়তা।
৪ ঘণ্টা আগেনাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন অভিনেতা, নাট্যকার ও নাট্যনির্দেশক আবুল হায়াত। ভালো গল্প ও চরিত্র পেলে কাজ করতে চান তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘এখন আগের মতো টানা কাজ করার আগ্রহ পাই না। বয়স বেড়েছে; শরীরটাকে বিশ্রাম দেওয়া দরকার।
৪ ঘণ্টা আগেশুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। সমাজের নীতিমান ও নীতিহীন মানুষের গল্পে ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। আগামী ৭ আগস্ট থেকে মাছরাঙা টেলিভিশনে প্রচার করা হবে ধারাবাহিকটি। প্রচারিত হবে সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায়।
৪ ঘণ্টা আগেএক যুগের বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন আলিয়া ভাট। শুরুটা হয়েছিল ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমা দিয়ে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। উপহার দিয়েছেন ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘রাজি’র মতো সিনেমা।
৪ ঘণ্টা আগে