মুক্তির দুই সপ্তাহের মধ্যেই ১০০ কোটির ক্লাবে আলিয়া ভাট অভিনীত ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। আর এই ছবির সাফল্যে ভিন্নধর্মী উদ্যাপন করেছেন মহেশ ভাট তনয়া আলিয়া। একেবারে নিজের মতো করে পেট পুরে ভিগান বার্গার আর ফ্রাই খেয়ে সাফল্য উদ্যাপন করেন আলিয়া। পরে সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে জানান মনের কথা।
ছবির ক্যাপশনে আলিয়া লিখেছেন, ‘হ্যাপি সেঞ্চুরি টু গাঙ্গুবাই অ্যান্ড হ্যাপি ভিগান বার্গার প্লাস ফ্রাই টু আলিয়া। ভালোবাসা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ।’ এরপর ভক্ত ও কাছের মানুষদের ভালোবাসা উপচে পড়ে ছবিতে। বাচ্চাসুলভ আলিয়ার এমন মজার কাণ্ডে উচ্ছ্বসিত নেটিজেনরা। কমেন্ট সেকশনে আলিয়ার মা সোনি রাজদান লিখেছেন: ‘আর তোমাকে রোমানিয়ার মিষ্টি মেয়ের মতো দেখাচ্ছে।’ প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ‘অভিনন্দন ও ইয়াম ইয়াম।’ আলিয়ার ‘গালি বয়’ ছবির সহ-অভিনেতা রণবীর সিং লেখেন ‘নমনমনম’।
এর আগে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবির সফলতা উদ্যাপনে প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে বুধবার নৈশভোজে যান আলিয়া ভাট। নৈশভোজে গিয়ে পাপারাজ্জিদের লেন্সবন্দী হন এই তারকা জুটি। মুহূর্তেই সেই সব ছবি ভাইরাল হয় নেট দুনিয়ায়।
মুক্তির দুই সপ্তাহের মধ্যেই ১০০ কোটির ক্লাবে আলিয়া ভাট অভিনীত ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। আর এই ছবির সাফল্যে ভিন্নধর্মী উদ্যাপন করেছেন মহেশ ভাট তনয়া আলিয়া। একেবারে নিজের মতো করে পেট পুরে ভিগান বার্গার আর ফ্রাই খেয়ে সাফল্য উদ্যাপন করেন আলিয়া। পরে সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে জানান মনের কথা।
ছবির ক্যাপশনে আলিয়া লিখেছেন, ‘হ্যাপি সেঞ্চুরি টু গাঙ্গুবাই অ্যান্ড হ্যাপি ভিগান বার্গার প্লাস ফ্রাই টু আলিয়া। ভালোবাসা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ।’ এরপর ভক্ত ও কাছের মানুষদের ভালোবাসা উপচে পড়ে ছবিতে। বাচ্চাসুলভ আলিয়ার এমন মজার কাণ্ডে উচ্ছ্বসিত নেটিজেনরা। কমেন্ট সেকশনে আলিয়ার মা সোনি রাজদান লিখেছেন: ‘আর তোমাকে রোমানিয়ার মিষ্টি মেয়ের মতো দেখাচ্ছে।’ প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ‘অভিনন্দন ও ইয়াম ইয়াম।’ আলিয়ার ‘গালি বয়’ ছবির সহ-অভিনেতা রণবীর সিং লেখেন ‘নমনমনম’।
এর আগে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবির সফলতা উদ্যাপনে প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে বুধবার নৈশভোজে যান আলিয়া ভাট। নৈশভোজে গিয়ে পাপারাজ্জিদের লেন্সবন্দী হন এই তারকা জুটি। মুহূর্তেই সেই সব ছবি ভাইরাল হয় নেট দুনিয়ায়।
অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশে নতুন অনেক কিছু যুক্ত করেছেন পরিচালক জেমস ক্যামেরন। গল্পের প্লটে বদল এসেছে। প্যান্ডোরার অধিবাসী না’ভি জাতির সংকট বদলেছে। মানুষ ছাড়াও আরেক ভয়ানক জাতির বিরুদ্ধে লড়তে হচ্ছে তাদের।
৪ ঘণ্টা আগে১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘হঠাৎ বৃষ্টি’। সিনেমাটি প্রথম প্রদর্শিত হয় টেলিভিশনে। এরপর সিনেমা হলে মুক্তি পেয়েও রেকর্ড পরিমাণ ব্যবসা করে। সিনেমার গল্পে দর্শক যেভাবে মুগ্ধ হয়েছেন, গানগুলোও পেয়েছিল জনপ্রিয়তা।
১১ ঘণ্টা আগেনাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন অভিনেতা, নাট্যকার ও নাট্যনির্দেশক আবুল হায়াত। ভালো গল্প ও চরিত্র পেলে কাজ করতে চান তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘এখন আগের মতো টানা কাজ করার আগ্রহ পাই না। বয়স বেড়েছে; শরীরটাকে বিশ্রাম দেওয়া দরকার।
১১ ঘণ্টা আগেশুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। সমাজের নীতিমান ও নীতিহীন মানুষের গল্পে ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। আগামী ৭ আগস্ট থেকে মাছরাঙা টেলিভিশনে ধারাবাহিকটি প্রচারিত হবে সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায়।
১১ ঘণ্টা আগে