Ajker Patrika

বার্গার খেয়ে সাফল্য উদ্‌যাপন আলিয়ার

আপডেট : ১১ মার্চ ২০২২, ১৭: ২০
বার্গার খেয়ে সাফল্য উদ্‌যাপন আলিয়ার

মুক্তির দুই সপ্তাহের মধ্যেই ১০০ কোটির ক্লাবে আলিয়া ভাট অভিনীত ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। আর এই ছবির সাফল্যে ভিন্নধর্মী উদ্‌যাপন করেছেন মহেশ ভাট তনয়া আলিয়া। একেবারে নিজের মতো করে পেট পুরে ভিগান বার্গার আর ফ্রাই খেয়ে সাফল্য উদ্‌যাপন করেন আলিয়া। পরে সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে জানান মনের কথা। 

ছবির ক্যাপশনে আলিয়া লিখেছেন, ‘হ্যাপি সেঞ্চুরি টু গাঙ্গুবাই অ্যান্ড হ্যাপি ভিগান বার্গার প্লাস ফ্রাই টু আলিয়া। ভালোবাসা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ।’ এরপর ভক্ত ও কাছের মানুষদের ভালোবাসা উপচে পড়ে ছবিতে। বাচ্চাসুলভ আলিয়ার এমন মজার কাণ্ডে উচ্ছ্বসিত নেটিজেনরা। কমেন্ট সেকশনে আলিয়ার মা সোনি রাজদান লিখেছেন: ‘আর তোমাকে রোমানিয়ার মিষ্টি মেয়ের মতো দেখাচ্ছে।’ প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ‘অভিনন্দন ও ইয়াম ইয়াম।’ আলিয়ার ‘গালি বয়’ ছবির সহ-অভিনেতা রণবীর সিং লেখেন ‘নমনমনম’। 

বুধবার রাতে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় নৈশভোজে আলিয়া-রণবীরএর আগে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবির সফলতা উদ্‌যাপনে প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে বুধবার নৈশভোজে যান আলিয়া ভাট। নৈশভোজে গিয়ে পাপারাজ্জিদের লেন্সবন্দী হন এই তারকা জুটি। মুহূর্তেই সেই সব ছবি ভাইরাল হয় নেট দুনিয়ায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন

‘মামলা করি কী হইবে, পুলিশ থাকিয়াও হামার জীবনে নিরাপত্তা নাই’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত