ঋষি কাপুর অভিনীত শেষ সিনেমা ‘শর্মাজি নমকিন’। আজ বৃহস্পতিবার আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে সিনেমাটি। পুরো সিনেমার শুটিং শেষ করার আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন ঋষি কাপুর। গত বছর ৩০ এপ্রিল সিনেমার শুটিং শেষ হওয়ার আগেই মারা যান এই অভিনেতা। মৃত্যুর পর বাকি অংশে তাঁর চরিত্রে অভিনয় করেন পরেশ রওয়াল। সম্প্রতি সিনেমাটি দেখেছেন ঋষির বড় ভাই অভিনেতা রণধীর কাপুর। সিনেমা দেখে বেরিয়ে এসে রণধীর ঋষি-পুত্র রণবীর কাপুরকে বলেন, ‘ঋষি কোথায়? ওকে অভিনন্দন জানাব। ফোন করো। কথা বলি।’ কারিনা-কারিশমা কাপুরের বাবা রণধীর কি তবে ভুলে গিয়েছেন যে তাঁর ভাই আর নেই?
ডিমেনশিয়া রোগের লক্ষণ দেখা দিয়েছে রণধীরের মধ্যে। সিনেমা দেখে বের হওয়ার পরের ঘটনার বর্ণনা দিয়ে রণবীর সেই তথ্য দিলেন এক সাক্ষাৎকারে। বললেন, ‘আমার চাচার মধ্যে ডিমেনশিয়ার লক্ষণ দেখা দিচ্ছে। ভুলে যাচ্ছেন সব।’
২০২১ সালে রণধীর বলেন, ‘আমার দুই ভাই চিম্পু (রাজীব কাপুর) এবং চিন্টু (ঋষি কাপুর), দুজনেই চলে গেল। শূন্যতা তৈরি করে দিয়ে গেল ওরা। আমরা তিন জন খুবই ঘনিষ্ঠ ছিলাম। চিম্পু তো আমার সঙ্গেই থাকত। আর শুাটং না থাকলে চিন্টু আমার অফিসে আসত বা ফোন করে আড্ডা মারত। আমরা একসঙ্গে থাকলে আর কাউকে দরকার পড়ত না। শুধু চিন্টু আর চিম্পুই নয়, গত আড়াই বছরে আমার মা (কৃষ্ণা কাপুর) এবং বোন (রীতু নন্দা)-কেও হারিয়েছি। জীবনটা ক্রমশ ছোট হয়ে আসছে।’
রণধীর জানান, প্রতি দিন দুই ভাইয়ের কথা মনে পড়ে তাঁর। সেই মজার দিনগুলোতে ফিরে যেতে চান তিনি। কিন্তু আক্ষেপ, আর কখনও সেই দিন ফিরবে না।
দীর্ঘ দু’বছর ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০২০ সালে সেই রোগে মারা যান অভিনেতা ঋষি কাপুর।
ঋষি কাপুর অভিনীত শেষ সিনেমা ‘শর্মাজি নমকিন’। আজ বৃহস্পতিবার আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে সিনেমাটি। পুরো সিনেমার শুটিং শেষ করার আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন ঋষি কাপুর। গত বছর ৩০ এপ্রিল সিনেমার শুটিং শেষ হওয়ার আগেই মারা যান এই অভিনেতা। মৃত্যুর পর বাকি অংশে তাঁর চরিত্রে অভিনয় করেন পরেশ রওয়াল। সম্প্রতি সিনেমাটি দেখেছেন ঋষির বড় ভাই অভিনেতা রণধীর কাপুর। সিনেমা দেখে বেরিয়ে এসে রণধীর ঋষি-পুত্র রণবীর কাপুরকে বলেন, ‘ঋষি কোথায়? ওকে অভিনন্দন জানাব। ফোন করো। কথা বলি।’ কারিনা-কারিশমা কাপুরের বাবা রণধীর কি তবে ভুলে গিয়েছেন যে তাঁর ভাই আর নেই?
ডিমেনশিয়া রোগের লক্ষণ দেখা দিয়েছে রণধীরের মধ্যে। সিনেমা দেখে বের হওয়ার পরের ঘটনার বর্ণনা দিয়ে রণবীর সেই তথ্য দিলেন এক সাক্ষাৎকারে। বললেন, ‘আমার চাচার মধ্যে ডিমেনশিয়ার লক্ষণ দেখা দিচ্ছে। ভুলে যাচ্ছেন সব।’
২০২১ সালে রণধীর বলেন, ‘আমার দুই ভাই চিম্পু (রাজীব কাপুর) এবং চিন্টু (ঋষি কাপুর), দুজনেই চলে গেল। শূন্যতা তৈরি করে দিয়ে গেল ওরা। আমরা তিন জন খুবই ঘনিষ্ঠ ছিলাম। চিম্পু তো আমার সঙ্গেই থাকত। আর শুাটং না থাকলে চিন্টু আমার অফিসে আসত বা ফোন করে আড্ডা মারত। আমরা একসঙ্গে থাকলে আর কাউকে দরকার পড়ত না। শুধু চিন্টু আর চিম্পুই নয়, গত আড়াই বছরে আমার মা (কৃষ্ণা কাপুর) এবং বোন (রীতু নন্দা)-কেও হারিয়েছি। জীবনটা ক্রমশ ছোট হয়ে আসছে।’
রণধীর জানান, প্রতি দিন দুই ভাইয়ের কথা মনে পড়ে তাঁর। সেই মজার দিনগুলোতে ফিরে যেতে চান তিনি। কিন্তু আক্ষেপ, আর কখনও সেই দিন ফিরবে না।
দীর্ঘ দু’বছর ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০২০ সালে সেই রোগে মারা যান অভিনেতা ঋষি কাপুর।
রবি কিষাণ বলেন, ‘সে আমার দুঃসময়ের সঙ্গী। যখন আমার কিছুই ছিল না, কোনো অর্থ সম্পদ ছিল না; তখনো সে আমার সঙ্গ ছাড়েনি। সকল উত্থান পতনে একমাত্র ভরসা হয়ে সে ছিল আমার পাশে। আজ আমার যত অর্জন, যত সাফল্য; সবই তার জন্য।’
৩ ঘণ্টা আগেজাই উলফের আসল নাম সজীব সাহা। বাংলাদেশে জন্ম নেওয়া এই মার্কিন শিল্পী অনেক নামীদামি ফেস্টিভ্যালে তাঁর পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করেছেন শ্রোতাদের। এবার প্রথমবারের মতো বাংলাদেশে পারফর্ম করতে আসছেন জাই উলফ।
৫ ঘণ্টা আগেএক আফ্রিকান ব্রিটিশ যুবক লন্ডনের ইসকনের নিরামিষ রেস্তোরাঁয় প্রবেশ করেন। হঠাৎ ব্যাগ থেকে কেএফসির একটি বাক্স বের করেন। সেখানে দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে চিকেন ফ্রাই খেতে শুরু করেন।
৭ ঘণ্টা আগেবর্ষাকালে এমনিতেই কমে যায় কনসার্ট নিয়ে শিল্পিদের ব্যস্ততা। তবে গত কয়েক বছর এই সময়ে দেখা গেছে ইনডোর কনসার্টের আধিক্য। কিন্তু এ বছর প্রেক্ষাপট যেন ভিন্ন। কনসার্টের সংখ্যা কমেছে উল্লেখযোগ্যভাবে। দেশে ব্যস্ততা কমায় বিদেশে কনসার্টের দিকে মনোযোগী হচ্ছেন শিল্পীরা। নগর বাউল জেমস, মাইলস, আর্ক, অর্থহীন...
৯ ঘণ্টা আগে