Ajker Patrika

বড় বাজেটের ধামাকা বলিউডে

বিনোদন ডেস্ক
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১২: ৪৮
Thumbnail image

প্রায় বছর দুই গৃহবন্দী ছিল বিশ্ববাসী। বছরের শেষভাগে অবস্থা কিছুটা ভালো হলেও এখন আবার দরজায় কড়া নাড়ছে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন। তবু সব বাধা পেরিয়ে মাথা তুলে দাঁড়াতে চায় সিনে দুনিয়া। নতুন বছরে বড় বাজেটের ধামাকা নিয়ে আসছে বলিউড। বেশ কিছু ছবি মুক্তির কথা ঘোষণা হয়েছে ইতিমধ্যেই।

বছরের প্রথম ধামাকা নিয়ে আসছে প্যান ইন্ডিয়া ছবি ‘আরআরআর’। ৭ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। ছবিতে দেখা যাবে রামচরণ, জুনিয়র এনটিআর, আলিয়া ভাট ও অজয় দেবগণকে। ভারতের এই সময়ের সবচেয়ে জনপ্রিয় পরিচালক এস এস রাজামৌলির এই ছবি মুক্তির আগেই আয় করেছে প্রায় ৯০০ কোটি রুপি।

প্রথম তিন মাসে মুক্তি পাবে প্রভাসের ‘রাধে শ্যাম’, অক্ষয়ের ‘পৃথ্বিরাজ’ ও ‘বচ্চন পান্ডে’, দীপিকা পাড়ুকোনের ‘গেহরাইয়া’, জন আব্রাহামের ‘অ্যাটাক’, রাজকুমার রাওয়ের ‘বাধাই দো’, তাপসী পান্নুর ‘সাবাশ মিঠু’, আলিয়া ভাটের ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, রণবীর সিংয়ের ‘জয়েশ্বর জোরদার’, রণবীর কাপুরের ‘শমসেরা’, কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ২’, আয়ুস্মান খুরানার ‘অনীক’-এর মতো বহুল চর্চিত ছবিগুলো।

মুক্তির প্রতীক্ষায় আরও আছে ‘জার্সি’, ‘লাল সিং চাড্ডা’, ‘ব্রহ্মাস্ত্র’ ‘আদিপুরুষ’, ‘টাইগার থ্রি’, ‘পাঠান’, ‘ডক্টর জি’, ‘হিরোপান্তি ২’, ‘ওএমজি ২’, ‘রামসেতু’, ‘সার্কাস’, ‘ময়দান’, ‘এক ভিলেন রিটার্নস’, ‘লাইগার’, ‘থ্যাংক গড’, ‘রক্ষা বন্ধন’-এর মতো বড় বাজেটের ছবিগুলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত