Ajker Patrika

আলিয়া-রণবীরের ব্যাচেলর পার্টিতে থাকছেন যে তারকারা

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১৯: ০০
আলিয়া-রণবীরের ব্যাচেলর পার্টিতে থাকছেন যে তারকারা

গুঞ্জন সত্যি হতে যাচ্ছে শিগগিরই। চলতি মাসেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন হালের সবচেয়ে আলোচিত বলিউড জুটি আলিয়া ভাট ও রণবীর কাপুর। ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের পর বি-টাউনের প্রতীক্ষিত বিয়ে হচ্ছে এটি।

ভারতীয় একাধিক গণমাধ্যমের খবরে জানা যায়, খুব একটা আড়ম্বর থাকছে না বিয়েতে। অন্যান্য তারকাদের মতো বিদেশের মাটিতে কোনো ডেস্টিনেশন ওয়েডিং কিংবা বিলাসবহুল হোটেলে বসছে না আলিয়া-রণবীরের বিয়ের আসর। দাদা রাজ কাপুরের পৈতৃক বাড়িতেই হবে বিয়ের আচার। দু’দিনেই বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এই বাড়িতে বিয়ে হয়েছিল রণবীরের বাবা ঋষি কাপুর ও মা নীতু কাপুরের।

বিয়ে কোথায় হচ্ছে জানার পরই আসে আমন্ত্রিতদের তালিকা। বিশেষ করে আলিয়া-রণবীরের ব্যাচেলর পার্টিতে থাকছেন কারা এ নিয়ে সরব নেট দুনিয়া। চলছে নানা জল্পনা। 

আলিয়া-রণবীরের ঘনিষ্ঠ একজনের বরাতে ইন্ডিয়া টুডে জানায়, বিয়েতে অতিথিদের তালিকা সীমিত। আলিয়া-রণবীরের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা ছাড়া আর কেউ আমন্ত্রিত থাকবেন না। শোনা যাচ্ছে ব্যাচেলর পার্টিতে থাকতে পারেন রণবীরের কাছের বন্ধু অর্জুন কাপুর, আদিত্য রয় কাপুর ও আলিয়া-রণবীর দু’জনেরই খুব ঘনিষ্ঠ ‘ব্রহ্মাস্ত্র’ ছবির পরিচালক অয়ন মুখার্জি।

আলিয়া-রণবীরের ব্যাচেলর পার্টিতে থাকছেন অর্জুন কাপুর, অয়ন মুখার্জি ও আদিত্য রয় কাপুর।

এদিকে এমন তারকা বিয়েতে এলাহি আয়োজন না থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। ইন্ডিয়া টুডেকে ওই সূত্র জানায়, এখনই তো আলিয়া-রণবীরের সম্পর্ক বিবাহিত দম্পতির মতো। আলিয়ার দাদার ইচ্ছাপূরণের জন্যই ছোট্ট পরিসরে বিয়ের আয়োজন করা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত