বলিউড তারকা রণবীর কাপুর ও হৃত্বিক রোশনকে গত শনিবার একসঙ্গে দেখা যায় প্রযোজক জ্যাকি ভাগনানির অফিসের সামনে। এরপরই তাঁদেরকে নিয়ে শুরু হয়েছে জল্পনা। সেখানে নাকি ‘রামায়ণ’ ছবি নিয়ে বৈঠক করেছেন হৃত্বিক রোশন, রণবীর কাপুর, নমিত, মধু মান্টেনা, নিতেশ তিওয়ারি এবং জ্যাকি ভগনানি।
শোনা গেছে, ‘রামায়ণ’ নামের ওই ছবিতে খোদ রামের চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর। আর হৃত্বিককে দেখা যাবে রাবনের চরিত্রে।
তবে ছবিতে সীতার ভূমিকায় কে থাকবেন, সেটি এখনো স্পষ্ট নয়। এর আগে এক সংবাদমাধ্যমকে প্রযোজক মধু মান্টেনা জানিয়েছিলেন, দীপাবলীর মধ্যেই তাঁরা রামায়ণ ছবির অভিনয়শিল্পীর বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। কিন্তু সেই সিদ্ধান্ত নিতে আরও কিছুদিন সময় লাগবে বলে মনে করা হচ্ছে।
হৃত্বিক খুব শিগগিরই শুরু করছেন ‘বিক্রম বেধা’ ছবির শুটিং। এ ছবির কাজে ১৫ দিনের মধ্যেই আবুধাবির দিকে রওয়ানা হবেন। অন্যদিকে রণবীর কাপুর পরিচালক লাভ রঞ্জনের পরবর্তী ছবির কাজ নিয়ে ব্যস্ত। এছাড়া ‘ব্রহ্মাস্ত্র’ ছবির কিছু কাজ বাকি আছে তাঁর। আর ১০ দিনের শুটিং করলেই শেষ হবে ছবিটির কাজ।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ‘রামায়ণ’ ছবিতে তাঁদের অভিনয়ের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এখনো কিছু বিষয় নিয়ে আলোচনা বাকি আছে।
অন্যদিকে প্রস্তুতি শুরু হয়েছে ‘দ্য ইনকারনেশন সীতা’ ছবির প্রস্তুতি। এই ছবিতে সীতা হয়ে দেখা দেবেন কঙ্গনা রানাওয়াত। প্রথমে সীতা চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল কারিনা কাপুর খানকে। কিন্তু কারিনা বড় অংকের পারিশ্রমিক দাবি করায় তাঁকে বাদ দিয়ে কঙ্গনাকে নেওয়া হয়।
বলিউড তারকা রণবীর কাপুর ও হৃত্বিক রোশনকে গত শনিবার একসঙ্গে দেখা যায় প্রযোজক জ্যাকি ভাগনানির অফিসের সামনে। এরপরই তাঁদেরকে নিয়ে শুরু হয়েছে জল্পনা। সেখানে নাকি ‘রামায়ণ’ ছবি নিয়ে বৈঠক করেছেন হৃত্বিক রোশন, রণবীর কাপুর, নমিত, মধু মান্টেনা, নিতেশ তিওয়ারি এবং জ্যাকি ভগনানি।
শোনা গেছে, ‘রামায়ণ’ নামের ওই ছবিতে খোদ রামের চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর। আর হৃত্বিককে দেখা যাবে রাবনের চরিত্রে।
তবে ছবিতে সীতার ভূমিকায় কে থাকবেন, সেটি এখনো স্পষ্ট নয়। এর আগে এক সংবাদমাধ্যমকে প্রযোজক মধু মান্টেনা জানিয়েছিলেন, দীপাবলীর মধ্যেই তাঁরা রামায়ণ ছবির অভিনয়শিল্পীর বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। কিন্তু সেই সিদ্ধান্ত নিতে আরও কিছুদিন সময় লাগবে বলে মনে করা হচ্ছে।
হৃত্বিক খুব শিগগিরই শুরু করছেন ‘বিক্রম বেধা’ ছবির শুটিং। এ ছবির কাজে ১৫ দিনের মধ্যেই আবুধাবির দিকে রওয়ানা হবেন। অন্যদিকে রণবীর কাপুর পরিচালক লাভ রঞ্জনের পরবর্তী ছবির কাজ নিয়ে ব্যস্ত। এছাড়া ‘ব্রহ্মাস্ত্র’ ছবির কিছু কাজ বাকি আছে তাঁর। আর ১০ দিনের শুটিং করলেই শেষ হবে ছবিটির কাজ।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ‘রামায়ণ’ ছবিতে তাঁদের অভিনয়ের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এখনো কিছু বিষয় নিয়ে আলোচনা বাকি আছে।
অন্যদিকে প্রস্তুতি শুরু হয়েছে ‘দ্য ইনকারনেশন সীতা’ ছবির প্রস্তুতি। এই ছবিতে সীতা হয়ে দেখা দেবেন কঙ্গনা রানাওয়াত। প্রথমে সীতা চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল কারিনা কাপুর খানকে। কিন্তু কারিনা বড় অংকের পারিশ্রমিক দাবি করায় তাঁকে বাদ দিয়ে কঙ্গনাকে নেওয়া হয়।
চোখের নিমেষে যেন কেটে গেল একটি বছর। মনে হচ্ছে, এই তো সেদিন আমরা দুই ভাই হাসতে হাসতে কী দারুণ আড্ডা দিলাম। হ্যাঁ, জুয়েল ভাই তো আমার নিজেরই ভাই। তাঁর সঙ্গে আমার প্রথম দেখা ১৯৯২ সালে, শাহবাগের আজিজ সুপার মার্কেটে। তাঁর অফিস ছিল সেখানে। ওখানেই তাঁর সঙ্গে আমার প্রথম আলাপ, পরিচয় ও সখ্য। একটা সময় নিয়মিত য
১ ঘণ্টা আগেঈদের তিন আলোচিত সিনেমার ওটিটিতে মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। ৩১ জুলাই বিঞ্জে আসবে ‘এশা মার্ডার: কর্মফল’। আগামী ৭ আগস্ট মুক্তি পাবে ‘তাণ্ডব’ ও ‘উৎসব’।
১২ ঘণ্টা আগে২৫০ পর্বের মাইলফলক স্পর্শ করছে বৈশাখী টেলিভিশনের দীর্ঘ ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশিপ’। আগামীকাল বুধবার (৩০ জুলাই) রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিকটির ২৫০তম পর্ব।
১২ ঘণ্টা আগেএ পর্যন্ত সিনেমাটি বিশ্বজুড়ে আয় করেছে ২৬৫ দশমিক ৭১ কোটি রুপি। এরইমধ্যে শেষ হয়েছে সিতারে জমিন পারের প্রেক্ষাগৃহ পর্ব। এবার সিনেমাটি ইউটিউবে প্রকাশের দিনক্ষণ জানালেন আমির খান। আগামী ১ আগস্ট থেকে ইউটিউবে দেখা যাবে সিতারে জমিন পার। তবে বিনামূল্যে নয়।
১৪ ঘণ্টা আগে