বলিউড তারকা রণবীর কাপুর ও হৃত্বিক রোশনকে গত শনিবার একসঙ্গে দেখা যায় প্রযোজক জ্যাকি ভাগনানির অফিসের সামনে। এরপরই তাঁদেরকে নিয়ে শুরু হয়েছে জল্পনা। সেখানে নাকি ‘রামায়ণ’ ছবি নিয়ে বৈঠক করেছেন হৃত্বিক রোশন, রণবীর কাপুর, নমিত, মধু মান্টেনা, নিতেশ তিওয়ারি এবং জ্যাকি ভগনানি।
শোনা গেছে, ‘রামায়ণ’ নামের ওই ছবিতে খোদ রামের চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর। আর হৃত্বিককে দেখা যাবে রাবনের চরিত্রে।
তবে ছবিতে সীতার ভূমিকায় কে থাকবেন, সেটি এখনো স্পষ্ট নয়। এর আগে এক সংবাদমাধ্যমকে প্রযোজক মধু মান্টেনা জানিয়েছিলেন, দীপাবলীর মধ্যেই তাঁরা রামায়ণ ছবির অভিনয়শিল্পীর বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। কিন্তু সেই সিদ্ধান্ত নিতে আরও কিছুদিন সময় লাগবে বলে মনে করা হচ্ছে।
হৃত্বিক খুব শিগগিরই শুরু করছেন ‘বিক্রম বেধা’ ছবির শুটিং। এ ছবির কাজে ১৫ দিনের মধ্যেই আবুধাবির দিকে রওয়ানা হবেন। অন্যদিকে রণবীর কাপুর পরিচালক লাভ রঞ্জনের পরবর্তী ছবির কাজ নিয়ে ব্যস্ত। এছাড়া ‘ব্রহ্মাস্ত্র’ ছবির কিছু কাজ বাকি আছে তাঁর। আর ১০ দিনের শুটিং করলেই শেষ হবে ছবিটির কাজ।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ‘রামায়ণ’ ছবিতে তাঁদের অভিনয়ের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এখনো কিছু বিষয় নিয়ে আলোচনা বাকি আছে।
অন্যদিকে প্রস্তুতি শুরু হয়েছে ‘দ্য ইনকারনেশন সীতা’ ছবির প্রস্তুতি। এই ছবিতে সীতা হয়ে দেখা দেবেন কঙ্গনা রানাওয়াত। প্রথমে সীতা চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল কারিনা কাপুর খানকে। কিন্তু কারিনা বড় অংকের পারিশ্রমিক দাবি করায় তাঁকে বাদ দিয়ে কঙ্গনাকে নেওয়া হয়।
বলিউড তারকা রণবীর কাপুর ও হৃত্বিক রোশনকে গত শনিবার একসঙ্গে দেখা যায় প্রযোজক জ্যাকি ভাগনানির অফিসের সামনে। এরপরই তাঁদেরকে নিয়ে শুরু হয়েছে জল্পনা। সেখানে নাকি ‘রামায়ণ’ ছবি নিয়ে বৈঠক করেছেন হৃত্বিক রোশন, রণবীর কাপুর, নমিত, মধু মান্টেনা, নিতেশ তিওয়ারি এবং জ্যাকি ভগনানি।
শোনা গেছে, ‘রামায়ণ’ নামের ওই ছবিতে খোদ রামের চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর। আর হৃত্বিককে দেখা যাবে রাবনের চরিত্রে।
তবে ছবিতে সীতার ভূমিকায় কে থাকবেন, সেটি এখনো স্পষ্ট নয়। এর আগে এক সংবাদমাধ্যমকে প্রযোজক মধু মান্টেনা জানিয়েছিলেন, দীপাবলীর মধ্যেই তাঁরা রামায়ণ ছবির অভিনয়শিল্পীর বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। কিন্তু সেই সিদ্ধান্ত নিতে আরও কিছুদিন সময় লাগবে বলে মনে করা হচ্ছে।
হৃত্বিক খুব শিগগিরই শুরু করছেন ‘বিক্রম বেধা’ ছবির শুটিং। এ ছবির কাজে ১৫ দিনের মধ্যেই আবুধাবির দিকে রওয়ানা হবেন। অন্যদিকে রণবীর কাপুর পরিচালক লাভ রঞ্জনের পরবর্তী ছবির কাজ নিয়ে ব্যস্ত। এছাড়া ‘ব্রহ্মাস্ত্র’ ছবির কিছু কাজ বাকি আছে তাঁর। আর ১০ দিনের শুটিং করলেই শেষ হবে ছবিটির কাজ।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ‘রামায়ণ’ ছবিতে তাঁদের অভিনয়ের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এখনো কিছু বিষয় নিয়ে আলোচনা বাকি আছে।
অন্যদিকে প্রস্তুতি শুরু হয়েছে ‘দ্য ইনকারনেশন সীতা’ ছবির প্রস্তুতি। এই ছবিতে সীতা হয়ে দেখা দেবেন কঙ্গনা রানাওয়াত। প্রথমে সীতা চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল কারিনা কাপুর খানকে। কিন্তু কারিনা বড় অংকের পারিশ্রমিক দাবি করায় তাঁকে বাদ দিয়ে কঙ্গনাকে নেওয়া হয়।
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
২১ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
২১ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
২১ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
২১ ঘণ্টা আগে